শনিবার ২৮ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
RD | ২৭ ডিসেম্বর ২০২৪ ১৪ : ৩৯Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: প্রশাসনিক মনমোহনের থেকেও অর্থনীতিবিদ মনমোহন সিংয়ের কদর বেশি। অত্যন্ত সৎ, স্বল্পভাষী, দৃঢচেতা, বুন্ধিমান, কর্তব্যে অবিচল হলেও প্রধানমন্ত্রী মনমোহন সিং বারে বারেই সমালোচনার শিকার হয়েছেন। বিরোধীদের শত নিন্দা সত্ত্বেও ঠিক পথ থেকে সরেননি তিনি। প্রধানমন্ত্রীত্বের সময় তাঁর সেরা মুহূর্ত কোটা? কোন সিদ্ধান্ত সবচেয়ে বড় আক্ষেপের? ২০১৪ সালে প্রধানমনন্ত্রীর কুর্সি ছাড়ার আগে তার জবাব নিজেই দিয়েছিলেন ডঃ মনমোহন সিং।
সেরা মুহূর্ত-
২০০৪ সালে খানিক পড়ে পাওয়া চোদ্দ আনার মতো প্রধানমন্ত্রিত্ব চলে আসে মনমোহনের কাছে। বিরোধী শিবিরে থাকাকালীন যে কাজের গুরুত্ব তিনি অনুধাবন করেছিলেন, সেটাই এবার করে দেখানোর সুযোগ। সময় নষ্ট না করে সবার প্রথম আমেরিকার সঙ্গে সুসম্পর্ক স্থাপনের প্রক্রিয়া শুরু করেন তিনি। কাজটা মোটেই সহজ ছিল না। আমেরিকা তখন পাকিস্তানের 'বন্ধু'। আর ভারত বন্ধু রাশিয়া বরাবরই মার্কিন বিরোধী। আমেরিকার সঙ্গে সম্পর্কের দরজা খুলতে চাইলে রাশিয়ার রোষে পড়ার সমূহ সম্ভাবনা ছিল। কিন্তু সেসব আশঙ্কা উড়িয়ে ডঃ সিং তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশের সঙ্গে যোগাযোগ শুরু করেন।
মনমোহন সিং বুঝেছিলেন, আমেরিকার সঙ্গে অসামরিক পরমাণু চুক্তি করতে পারলে সেটা যে শুধু ভারতের শক্তি চাহিদাই পূরণ করবে না। একই সঙ্গে পরমাণু শক্তিধর দেশগুলির মধ্যে তথা পশ্চিমী দুনিয়ার নজরে ভারতের ‘অছ্যুৎ’ তকমাটাও কেটে যাবে। মার্কিন প্রশাসনের সঙ্গে মৈত্রী স্থাপন করতে পারলে এক ধাক্কায় ভূরাজনীতিতে ভারতের গুরুত্ব অনেকটা বেড়ে যাবে।
২০০৫ সালের ১৮ জুলাই যৌথ বিবৃতিতে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ এবং মনমোহন সিং পরমাণু চুক্তির কথা ঘোষণা করেন। যা বাস্তবায়িত হতে সময় লেগে যায় ৩ বছর। ২০০৮ সালের অক্টোবরে তৎকালীন বিদেশমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় এবং মার্কিন বিদেশ সচিব কন্ডোলিজা রাইসের মধ্যে অসামরিক পরমাণু চুক্তি সম্পন্ন হয়। আসলে এই ৩ বছরে অনেক ঝড় সহ্য করতে হয়েছিল ভারতের 'অ্যাকসিডেন্টাল প্রাইম মিনিস্টার'কে।
এ দিকে দেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও তচখন প্রবল চাপ, সৌজন্যে বামেরা। আমেরিকার সঙ্গে পরমাণু চুক্তি চূড়ান্ত হওয়ার আগেই সেটার বিরোধিতা শুরু করেছিলেন প্রকাশ কারাট-সীতারাম ইয়েচুরি-সহ বাম দলগুলি। ইউপিএ সরকারের প্রধান শরিক ছিল বামেরা। কোনওভাবেই পরমাণু চুক্তি করা যাবে না, এই দাবিতে সরকারের থেকে সমর্থন প্রত্যাহার করে নেন কারাটরা। অবধারিতভাবে সরকার পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল। তবে ভোটাভুটিতে ঠিঁকে যায় ইউপিএ।
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের পরমাণু চুক্তিকেই নিজের প্রধানমন্ত্রীত্বের সেরা মুহূর্ত বলে মনে করেন ডঃ মনমোহন সিং। বলেন, "অবশ্যই, আমার জন্য সেরা মুহূর্ত ছিল যখন আমরা পারমাণবিক বৈষম্যের অবসান ঘটাতে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক চুক্তি সাক্ষরে সক্ষম হয়েছিলাম। এই চুক্তি দেশের প্রযুক্তিগত, সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তন তরান্বিত যেমন করবে তেমনই বিস্বের কাছে ভারতের মাথা উঁচু হবে।"
সবচেয়ে বড় আক্ষেপ-
স্বাস্থ্যসেবার ক্ষেত্রে আরও বেশি কাজ তাঁর সরকার করতে পারত বলে মনে করতেন প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং। বলেছিলেন, "আমি দুঃখিত। আমি এই বিষয়টি নিয়ে ভাবিনি। তবে অবশ্যই, আমি শিশুদের স্বাস্থ্য এবং মহিলাদের জন্য স্বাস্থ্যসেবার ক্ষেত্রে আরও অনেক কিছু করতে চেয়েছিলাম। আমরা যে জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন শুরু করেছি সাফল্য অর্জন করেছে। তবে আরও অনেক কিছু করা দরকার।"
ডাঃ সিং-এর নেতৃত্বাধীন সরকার ২০০৫ সালের এপ্রিলে 'ন্যাশনাল রুরাল হেলথ মিশন' চালু করেছিল। এই প্রকল্পে গ্রামীণ এলাকার মানুষ, বিশেষ করে দরিদ্র, মহিলা এবং শিশুরা সাশ্রয়ী ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা পেয়ে থাকেন।
পদত্যাগের ইচ্ছে হয়নি?
১০ বছরের প্রধানমন্ত্রীত্বে কখনও কী বিরক্ত হয়ে কুর্সি ছাড়ার কথা ভেবেছিলেন মনমোহন। প্রশ্নের জবাবে ড. সিং বলেছিলেন, "আমি কখনই পদত্যাগ করার কথা ভাবিনি। আমি আমার কাজ উপভোগ করেছি। আমি আমার কাজটি সম্পূর্ণ সততার সঙ্গে, কোন বিবেচনা, ভয় বা পক্ষপাত ছাড়াই করার চেষ্টা করেছি।"
#ManmohanSingh#ManmohanSinghsBestMomentAndBiggestRegretAsPrimeMinister
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
১২ ঘণ্টারও বেশি সময় ধরে লাগাতার তুষারপাত, মানালিতে আটকে বহু পর্যটক...
সাতপাকে ঘুরছিলেন নবদম্পতি, মজা করে ফুল ছুড়ছিলেন আত্মীয়রা, চটে লাল পুরোহিত পাল্টা ছুড়ে মারলেন থালা ...
পেট চেপে ধরলেই মুরগির মুখ দিয়ে বেরোচ্ছে আগুন, কর্ণাটকের গ্রামের ভিডিও ঘিরে শোরগোল...
বিয়ের ভোজ পরিবেশনে দেরি, ছাদনাতলা থেকে বেরিয়ে অন্য মহিলাকে বিয়ে করলেন বর! ...
রতন টাটার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন, তামিলনাড়ুর এই বেকারি কী করল জানেন? চমকে যাবেন...
প্রয়াত মনমোহন সিং: ৭ দিনের রাষ্ট্রীয় শোকের ঘোষণা কেন্দ্রের...
‘দেশের অর্থনীতিকে বদলে দিয়েছিলেন’, প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ, এক্স হ্যান্ডেলে পোস্ট মোদি-মমতার...
'পথপ্রদর্শককে হারালাম', শোকবার্তা রাহুলের, মনমোহনের সাহসকে কুর্নিশ প্রিয়াঙ্কার...
প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুর পর কালকে কি ছুটি দেশজুড়ে? উত্তর খুঁজছে নেটপাড়া...
দেশের উদার অর্থনীতির জনক ডঃ মনমোহনকে মনে রাখবে ভারতীয় রাজনীতি...
পুরোনো রাগের জের, ভরা বাজারে বোনের সামনে পরপর কোপ দাদাকে, রক্তারক্তি কাণ্ড...
'গন্তব্যে পৌঁছে দেব', লিফটের টোপ দিয়েই ডাকাতি-ছিনতাই, দেড় বছরে ১১জনকে খুন করেছে যুবক...
চালক নিয়ন্ত্রণ হারাতেই নৈনিতালে গাড়ি পড়ল খাদে, ছুটির দিন বদলে গেল শেষ দিনে...
তাঁর জন্যই এতবড় সিদ্ধান্ত, শেষে স্বামীর স্বেচ্ছাবসরের দিনই মৃত্যু স্ত্রীর...
ছয়বার বিয়ে, প্রতিবারই স্বামীর গয়না-নগদ হাতিয়ে উধাও মহিলা! সপ্তমবারে ধরা পড়তেই কুকীর্তি ফাঁস ...