বুধবার ২৫ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ০৫ নভেম্বর ২০২৪ ১৭ : ৪৫Pallabi Ghosh
মিল্টন সেন, হুগলি: ইতিমধ্যেই আক্রান্তের সংখ্যা ৩২ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে দু'জনের। সন্দেহ করা হচ্ছে পানীয় জলের কল থেকেই ছড়াচ্ছে ডায়েরিয়া। ব্যাপক আতঙ্ক হুগলির বলাগড় ব্লকের বাকুলিয়া ধোবাপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার। জিরাট হাসপাতালে ভর্তি আক্রান্ত দু'জন। বাকিরা ভর্তি রয়েছেন কালনা সদর হাসপাতালে। এলাকায় বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিলেন সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা।
ডায়েরিয়ার প্রকোপ প্রকট হয় গত রবিবার থেকে। ধোবাপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কুলিয়াপাড়া গ্রামে একের পর এক বাসিন্দার পেটব্যথা, বমি ইত্যাদি উপসর্গ দেখা দেয়। মঙ্গলবার সকাল পর্যন্ত ডায়েরিয়া আক্রান্ত রোগীর সংখ্যা ৩২ জন ছাড়িয়ে যায়। আক্রান্ত দু'জনকে পূর্ব বর্ধমানের কালনা হাসপাতালে করা হয়েছিল। সেখানেই সোমবার দুপুরে মৃত্যু হয় দু'জনের। মৃত দু'জন ওই গ্রামেরই বাসিন্দা মাতাল টুডু(৫০) এবং বনি কিস্কু(৬০)।
সম্প্রতি অতিবৃষ্টি এবং ডিভিসি র ছাড়া জলে প্লাবিত হয়েছিল ওই এলাকা। জেলা স্বাস্থ্য দপ্তরের তরফে সন্দেহ করা হচ্ছে পানীয় জল থেকেই রোগ ছড়াচ্ছে। তাই ওই এলাকার পানীয় জলের টিউবয়েল গুলি বন্ধ করে খুলে ফেলে স্থানীয় গ্রাম পঞ্চায়েত এবং ব্লক স্বাস্থ্য দপ্তর। ব্যানার লাগিয়ে গ্রামের দু'টি পুকুরের জল ব্যবহারের ক্ষেত্রে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। আপাতত পানীয় জলের ট্যাঙ্ক দিয়ে জলের চাহিদা মেটানোর ব্যবস্থা করা হয়েছে।
মৃতদের পরিবার সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে পেট খারাপ, বমি হচ্ছিল। কী থেকে হচ্ছে তা প্রথমে বুঝতে পারা যায়নি। এই উপসর্গ নিয়ে গ্রামের অনেকেই কালনা হাসপাতালে ভর্তি হন। সেখানেই মৃত্যু হয়েছে। মৃত্যুর খবর আশা কর্মীদের মারফত পৌঁছয় স্থানীয় গ্রাম পঞ্চায়েতে। পঞ্চায়েত প্রধান গণেশ মান্ডি বলেছেন, ডায়েরিয়া হয়েছে গ্রামে জানার সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে পানীয় জলের কল থেকে এই ডায়েরিয়া ছড়িয়েছে। তাই কলগুলোকে খুলে ফেলা দেওয়া হয়েছে। পুকুরের জল ব্যবহার করতেও নিষেধ করা হয়েছে। বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে।জলের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। কালনা হাসপাতলে আক্রান্তদের ভর্তি করা হয়েছিল। ইতিমধ্যেই সেখান থেকে কয়েকজন সুস্থ হয়ে ফিরে এসেছেন। পরবর্তীকালে আবারও কয়েকজনের একই উপসর্গ দেখা দিলে তাঁদের আবার জিরাট হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। গ্রামে মেডিকেল ক্যাম্প বসানো হয়েছে। গ্রামে কাজ করছেন আশা কর্মী, এএনএম এবং স্বাস্থ্যকর্মীরা।
এই প্রসঙ্গে হুগলি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক মৌলিক কর জানিয়েছেন, আক্রান্তদের চিকিৎসা চলছে। সোমবার ব্লক স্বাস্থ্য দপ্তরের মেডিক্যাল টিম গ্রামে গিয়েছিল। এদিন জেলা স্বাস্থ্য দপ্তর থেকে একটি টিম গ্রামে পৌঁছয়। জল থেকে না কোনও খাবার থেকে রোগ ছড়িয়েছে সেটা পরীক্ষা করে দেখা হচ্ছে। এদিন গ্রামে পৌঁছে জেলা স্বাস্থ্য দপ্তরের টিমকে সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি ঘুরে খোঁজ নেন সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা। আক্রান্তদের সঙ্গে কথা বলেন। গোটা গ্রাম ঘুরে দেখার পর মহকুমা শাসক জানিয়েছেন, জেলা স্বাস্থ্য দপ্তরের টিম পর্যবেক্ষণে এসেছে। বাড়ি বাড়ি ঘুরে খোঁজ নেওয়া হচ্ছে। নমুনা সংগ্রহের কাজও সম্পন্ন হয়েছে। কী কারণে রোগ ছড়াচ্ছে সেটা পরীক্ষা করে দেখা হচ্ছে। ইতিমধ্যেই ব্লক স্বাস্থ্য দপ্তরের তরফে ওই গ্রামে মেডিক্যাল ক্যাম্প বসানো হয়েছে। গ্রামে দিনরাত ২৪ ঘণ্টা কাজ করছেন, আশা কর্মী, এএনএম এবং স্বাস্থ্যকর্মীরা।
ছবি পার্থ রাহা।
#Hooghly# Diarrhoea
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
সমুদ্র সৈকত জুড়ে শুধুই কালো মাথা, বড়দিনে দিঘায় পিকনিক মুড...
এক দশক পর দার্জিলিং চিড়িয়াখানায় এল বিদেশি রেড পান্ডা, কারণ জানেন? ...
বড়দিনের ‘উপহার’ নিতে গিয়ে প্রৌঢ়ের হাতে ধর্ষিতা নাবালিকা...
মুর্শিদাবাদ ভাগের দাবি, এবার সুর চড়াচ্ছে অরাজনৈতিক সংগঠন...
আমাদের স্কুলে কেন পাঠাচ্ছেন না? ছাত্রী সংখ্যা কমে যাওয়ায় বাড়ি বাড়ি গিয়ে প্রশ্ন শিক্ষিকাদের ...
বন দপ্তরের দেওয়া টোপ নয়, জিনাতের পছন্দ গ্রামের পোষা ছাগল ...
চুঁচুড়ায় টেনিস কোর্টের উদ্বোধন, খেলোয়াড়দের জন্য রয়েছে একাধিক সুব্যবস্থা ...
চলছে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান, সুন্দরবনে নদী পেরিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা, গ্রেপ্তার তিন সন্দেহভাজন ...
রেল মন্ত্রীকে দেওয়া চিঠির সদুত্তর মিলেছে, হুগলিতে চলতে পারে মেট্রো! আর কী বললেন সাংসদ রচনা? ...
দ্বিতীয় হুগলি সেতু নয়, ভারী যান চলাচল করবে রোরো ভেসেলের মাধ্যমে ...
পরিবারের তিন সদস্যকে গলার নলি কেটে খুন, দোষীকে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা চুঁচুঁড়া আদালতের...
কমছে কাশ্মীরি শালওয়ালাদের আগমন, দরদাম করে কিস্তিতে পোশাক কেনায় ধাক্কা ...
বক্সায় আচমকা উধাও নোটিশ, পর্যটন ব্যবসায়ীদের ক্ষতির কথা ভেবেই কি সিদ্ধান্ত? চুপ বনদপ্তর...
'অমিত শাহের পদত্যাগ করা উচিত', আম্বেদকর কাণ্ডে দাবি তৃণমূল সাংসদ কল্যাণের...
অসম এসটিএফ-এর হাতে কেরল থেকে ধৃত জঙ্গি হরিহরপাড়ার বাসিন্দা, রয়েছে ভোটার তালিকায় নামও...
ময়নাগুড়িতে গরু চড়াতে গিয়ে গন্ডারের হামলার মুখে পড়লেন ব্যক্তি, অবস্থা আশঙ্কাজনক...
৭২ ঘন্টায় রমেশ খুনের কিনারা, ৭০ হাজারের বিনিময়ে ভাড়াটে খুনি দিয়ে স্বামীকে খুন স্ত্রীর...