সংবাদসংস্থা মুম্বই:

সূরযের নতুন 'প্রেম'

বলিউডের পারিবারিক ছবির অন্যতম নির্মাতা সূরয বারজাতিয়া। আটের দশক থেকে শুরু করে আজ পর্যন্ত সূরযের ছবি মানেই পারিবারিক সম্পর্কের গল্প। এত বছর তাঁর পরিচালিত প্রায় সব ছবিতে 'প্রেম' হিসাবে হাজির হয়েছেন সলমন খান। তবে আর নয়। এবার নয়া 'প্রেম'-এর সন্ধান পেলেন সূরয। জানা গিয়েছে, তাঁর আগামী ছবিতে 'প্রেম'-এর ভূমিকায় দেখা যাবে আয়ুষ্মান খুরানাকে। বলা বাহুল্য, সে ছবিও হতে চলেছে পারিবারিক সম্পর্কের গল্প।

 

সলমনকে দেখেই চটলেন ভক্তরা!

মুক্তি পেয়েছে বরুণ ধাওয়ানের নতুন ছবি 'বেবি জন'। অ্যাটলি প্রযোজিত এই ছবিতে অতিথি শিল্পী হিসাবে হাজির হয়েছেন সলমন খান! ছবির ক্লাইম্যাক্সে বরুণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে 'টাইগার'-এর ধুন্ধুমার অ্যাকশন সব দৃশ্য ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে নেটপাড়ায়। আর তা দেখেই চটেছেন সলমন-ভক্তরা। তাঁদের মতে, এতে বড়পর্দায় আচমকা সলমনকে দেখার যে উত্তেজনা, মজা তা নিমিষে লোপাট হয়ে যাচ্ছে। তাই তাঁরা অনুরোধ জানাচ্ছেন, যে বা যারা ছবির ওই বিশেষ সব সিকোয়েন্সের ভিডিও ছড়িয়ে দিচ্ছে সামাজিক মাধ্যমগুলোতে, তা যেন না করে। 

 

সিদ্ধার্থ-জাহ্নবীর 'পরম সুন্দরী' লুক

প্রথমবার জুটি বাঁধছেন সিদ্ধার্থ মলহোত্রা এবং জাহ্নবী কাপুর। ছবির নাম 'পরম সুন্দরী'। সম্প্রতি, ছবি নির্মাতাদের তরফে প্রকাশ করা হল ছবিতে এই জুটির ফার্স্ট লুক। ছবির সেই ফার্স্ট লুক পোস্টারে দু'জনকেই দেখা যাচ্ছে দক্ষিণ ভারতীয়দের মতো বেশভূষায়। দেখা যাচ্ছে, জাহ্নবীকে দু'হাতে তুলে এগিয়ে চলেছেন সিদ্ধার্থ, আর জাহ্নবীর চোখেমুখে একইসঙ্গে ফুটে বেরোচ্ছে বিস্ময় এবং আনন্দ। আগামী বছরের ২৫ মে মাসে মুক্তি পাবে 'নর্থ কা মুন্ডা' এবং 'সাউথ কা সুন্দরী'র সম্পর্কের গল্প 'পরম সুন্দরী'।