বৃহস্পতিবার ০২ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Reporter: শ্যামশ্রী সাহা | লেখক: শ্যামশ্রী সাহা | Editor: শ্যামশ্রী সাহা ০১ অক্টোবর ২০২৪ ১৯ : ৪১Snigdha Dey
ওটিটির পর্দায় প্রথমবার দুর্গা বেশে! কেমন ছিল সেই রণক্ষেত্র? শুটিংয়ের অভিজ্ঞতা জানালেন রাজনন্দিনী পাল শুনলেন শ্যামশ্রী সাহা
এবার পুজো তো আপনারই, মহালয়া অনুষ্ঠানে আপনি দেবী দুর্গা...
হ্যাঁ, এই মহালয়ার সঙ্গে অন্য কোনও মহালয়ার তুলনা করতে পারব না। সত্যিই খুব স্পেশ্যাল। খুব বড় পাওনা। ভোরবেলা ঘুম থেকে উঠতাম মহালয়া শোনার জন্য, এই মহালয়ায় ভোরবেলা উঠে নিজেকে পর্দায় দুর্গারূপে দেখব। এই আনন্দ বলে বোঝাতে পারব না।
আগে মহালয়া কীভাবে কাটত?
রেডিওতে মহালয়া শুনতাম। অনেক শো থাকত। এমনও হয়েছে মহালয়ার আগের দিন শো করে ফিরতে ভোর হয়ে যেত, বাড়ি ফিরে মহালয়া শুনে তারপর ঘুমোতাম।
অফার পাওয়ার পর কতটা এক্সাইটেড ছিলেন?
ভীষণ। আনন্দে চেঁচামেচি শুরু করে দিয়েছিলাম। এতদিন যাঁরা মহালয়া করেছেন, তাঁরা অনেকদিন কাজ করার পর সুযোগ পেয়েছেন, আমি কেরিয়ারের শুরুতেই এমন সুযোগ পেলাম। তবে আর একটু হলে অফারটা হাতছাড়া হয়ে যাচ্ছিল।
কেন?
যখন প্রথম কাজের কথা হয়, তখনও জানতাম না মহালয়ায় দুর্গা হতে হবে। আমাকে বলা হয়েছিল নাচের একটা প্রোজেক্ট আছে, করতে পারবে? সেই সময় একটা অন্য কাজ ছিল। শিবাজিদাকে রিকোয়েস্ট করেছিলাম যদি কাজটা একটু পিছনো যায়। সেটা তখন সম্ভব নয় বলেছিলেন। দু'সপ্তাহ পর আবার ফোন আসে, প্রোজেক্টটা পিছিয়েছে, তুমি দেখা কর। যাওয়ার পর জানতে পারলাম মহালয়ার অনুষ্ঠানে আমাকে দুর্গা হতে হবে। তখন তো আকাশ থেকে পড়ার মত অবস্থা। এতবড় একটা সুযোগ মিস করছিলাম, ভাবলেই ভয় করছিল।
মা দুর্গাকে ধন্যবাদ জানিয়েছিলেন?
অবশ্যই। এটা করতে না পারলে আফশোসের শেষ থাকত না। ওটিটি প্ল্যাটফর্মে আমিই প্রথম দুর্গা। হইচই, পুরো টিমের কাছে কৃতজ্ঞ।
ছোটবেলা থেকে নাচ শেখাটা তাহলে সার্থক হল?
পরিচালকদের বলি, নাচ সংক্রান্ত কোনও চরিত্র থাকলে বলবেন। তবে সিনেমায় বা স্টেজে নাচতে না পারলেও নাচ আমার সঙ্গে থাকবে। ছোটবেলায় গুরুজির লাঠির মার খেয়ে নাচ শিখেছি। এটা আমার সাধনা।
প্রথম নাচ শেখা মা(ইন্দ্রাণী দত্ত)-র কাছে?
হ্যাঁ। তারপর মার গুরুজির কাছে। স্কুলেও একজন গুরুজি ছিলেন। আমি এখনও ওড়িশি শিখছি।
শোনা যাচ্ছে, এই মহালয়া সিরিজের মতোই...
এপিসোডের আকারেই ইহবে। যেভাবে আমরা সিরিজ দেখি, সেভাবেই সাত থেকে আটটা এপিসোড হবে।
দুর্গার ক'টা অবতারে দেখা যাবে আপনাকে?
দাঁড়ান। গুনে বলছি। সতী, পার্বতী,অম্বিকা, শিবানী, দুর্গা, মহিষাসুরমর্দিনী... আর মনে করতে পারছি না। মোট আটটা অবতারে দেখা যাবে।
প্রস্তুতিটা কেমন ছিল?
ছোটবেলা থেকেই মহালয়া দেখতাম। কিন্তু মা আর পরিচালক বলেছিলেন, 'আগে যে মহালয়া হয়েছে, দেখার দরকার নেই। স্ক্রিপ্ট ভাব এখানে কীভাবে নিজস্বতা আনতে পড়ে পার।' পোশাক পরানোর পর আচলটা সেলাই করা হত। আমি ওয়াশরুমও যেতাম না। তাহলে তো এত কষ্ট করে পরানো পোশাকটা খুলতে হত, সেটা আবার পরাতে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগত। সময় নষ্ট হত। যখন চেঞ্জ করতাম তখন ওয়াশরুম যেতাম।
আপনি জানেন এই স্টোরিটা আজকাল ডট ইন ব্রেক করেছিল?
আরে আমার তো হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছিল। একমাত্র মা জানতেন এই কাজটা করছি। বলেছিলাম কাউকে না বলতে। তখন লন্ডনে ছিলাম। ভোরবেলা আমার ম্যানেজার ফোন করে বলছে রাজনন্দিনী, তোমার নিউজটা ব্লেক হয়ে গিয়েছে। ওই ঠান্ডার মধ্যে ঘর থেকে বেরিয়ে সোজা মাকে ফোন করে বকাবকি শুরু করলাম। আমি ভেবেছিলাম কোনওভাবে মা-র কাছ থেকেই কথাটা বেরিয়েছে। মা-র তো আকাশ থেকে পড়ার মত। অবস্থা। ভয়ে ওই ঠান্ডায় তখন দরদর করে ঘামছি।
মহালয়ার জন্য এই প্রথম মিনিয়েচার সেট হয়েছিল?
এটাও দারুণ অভিজ্ঞতা। বারাণসীর পার্টটার জন্য সেটটা বানানো হয়েছিল। জায়গাটা বেশ ছোট ছিল তার মধ্যেই অস্ত্র নিয়ে নাচতে হয়েছে। এডিটের পর দেখে বিশ্বাস করতে পারছিলাম না। এত ভাল হয়েছিল কাজটা। রুক্ষ যুদ্ধক্ষেত্র দেখানোর জন্য কাঠের গুঁড়ো, বালি ব্যবহার করা হয়েছিল। অনেক কিছু শিখলাম এই কাজটা করে।
মহাদেব তো রোহন, কেমন অভিজ্ঞতা?
রোহনদা শুধু মহাদেব কেন এমনিতেই দারুণ। ওঁর সঙ্গে কাজ করে খুব ভাল লেগেছে। সেটে তো সবাইকে হেল্প করতো। মাথায় অভ বড় একটা ধরাচুড়ো পরে ঘণ্টার পর ঘণ্টা শান্ত হয়ে বসে থাকতো। আমারও একই অবস্থা ছিল। কিন্তু জয়ন্তীদি এত ভাল লুক করেছেন, দেখলেই সব কষ্ট কমে যেত। শিবাজি স্যার লুকস নিয়ে রিসার্চও করেছেন। আমি যখন দুর্গা সেজেছিলাম চোখের মণিটা পুরো কালো দেখানোর জন্য ব্ল্যাক লেন্স পরতে হয়েছিল। কারণ মা দুর্গার চোখের মণি জেড ব্ল্যাক।
এখানে মা দুর্গার বিভিন্ন অবতারে আলাদা অভিনেত্রী নয়, আপনিই। কতটা চ্যালেঞ্জিং ছিল?
রিয়েলি চ্যালেঞ্জিং। কালী আর ত্রিপুরাসুন্দরী বাদে সব ক'টা অবতারেই আমি।
এটা নিয়ে শুটের আগে অনেক আলোচনা হয়েছিল। কীভাবে প্রত্যেকটা রূপকে আলাদা করা যায়, তার মধ্যে মাথায় রাখতে হয়েছে এটা একই মহাশক্তির নানা রূপ। এটাই সব থেকে বেশি ভাবিয়েছে। মেকআপের পর একটা আলাদা জগতে চলে যেতাম। মহিষাসুরমর্দিনীর সময় এমন একটা অদ্ভুত অনুভুতি কাজ করত,
ট্রেলারের ফিড ব্যাক কেমন?
বিদেশ থেকে অনেকে ম্যাসেজ করেছেন। এটা আমার কাছে বিরাট পাওনা।
অস্ত্র নিয়ে নাচ, এটা তো শিখতে হয়েছে?
হ্যাঁ শিখতে তো হয়েছে। শ্যামশ্রীদি,অস্ত্রগুলো আসল। বেশ ভারী ছিল। জানো, অসুরদের কাছে খুব মার খেয়েছি। আমি নাচ জানি বলে শরীরের উপর কন্ট্রোল ছিল, কিন্তু সবার তো সেই অভ্যাসটা নেই। অস্ত্রচালনার সময় অসুরদের অস্ত্র গায়ে লাগছিল, কখনও সেটা এতটাই জোরে যে বেশ আঘাত পাচ্ছিলাম। চিট করার জায়গা ছিল না। আমার পা ক্ষতবিক্ষত হয়েছিল।
নৃত্যশিল্পী না অভিনেত্রী রাজনন্দিনী কাকে এগিয়ে রাখবেন?
নৃত্যশিল্পী হব বলে নাচ শিখিনি। এটা পরম্পরা। অভিনয়টাও তাই। এখন দু'টো দিকই আমার পেশা। আমি লাকি যেটা করতে ভালবাসি, করতে পারছি।
মা-বাবা কী বললেন?
মা তো ভীষণ খুশি। বাবা তো সকালবেলা পুজো না করে কোথাও বেরোন না, তাঁর মেয়ে দুর্গা। 'মাই ড্যাডি ইজ ওভার দ্য মুন।'
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
Breaking: এবার হকিস্টিকে জমবে প্রেম, কোন নায়িকার সঙ্গে সম্পর্কে বাঁধা পড়লেন ছোটপর্দার 'হৃদান'?...
ঠোঁটে ঠোঁট রেখে চুমুর দিব্যি দিয়ে আরও কাছাকাছি ফারহান-শিবানী, নতুন বছরে কোন প্রতিজ্ঞায় বাঁধা পড়লেন যুগলে?...
নতুন বছরে দুই সম্পর্কের টানাপোড়েনে অর্জুন, ভুমি না রাকুল কোন নায়িকার পাল্লা ভারী?...
‘আত্মহননের ভাবনা মাথায় এসেছিল একাধিকবার’ কবুল সাজিদ খানের! নেপথ্যে রয়েছে কোন কারণ? ...
এবার ‘দৃশ্যম’ দুনিয়ায় ক্রসওভার? ‘দৃশ্যম ৩’তে একসঙ্গে হাজির হচ্ছেন মোহনলাল এবং অজয় দেবগণ? ...
বক্স অফিসে ‘পুষ্পা ২’-এর অশ্বমেধের দৌড়কে থামাতে পারেন একমাত্র রণবীর! কোন ছবির মাধ্যমে? খুঁজল নেটপাড়া...
‘একজন নারীর প্রাপ্য সম্মানের জন্য ইতিহাসকে পাল্টে দিলেন দিদি’, ‘বিনোদিনী’র নতুন পোস্টার উন্মোচন করে আবেগপ্রবণ রুক্মিণী...
সলমনের উপর বেজায় চটেছিলেন ভাগ্যশ্রী! ‘ম্যায়নে পেয়ার কিয়া’র সেটে কী এমন করেছিলেন ভাইজান?...
বান্ধবী লারিসার সঙ্গে উল্লাস আরিয়ানের, টলমল পায়ে 'চিটপটাং' মৌনি রায়! বলিপাড়ার নৈশপার্টির ভিডিও ঘিরে ট্রোলের ...
২০২৪-কে 'সিনেমার থেকে ভাল করে শেষ' করলেন কাজল, সবার উদ্দেশ্যে করলেন কী কী মজাদার প্রার্থনা?...
চুটিয়ে প্রেম করছেন শিখর ধাওয়ান-হুমা কুরেশি? সুইমিং পুলে জুটির অন্তরঙ্গ ছবি ভাইরাল হতেই শুরু হইচই...
চলতি বছরে হারিয়েছেন মা অঞ্জনা ভৌমিককে, কীভাবে প্রয়াত মায়ের জন্মদিন উদযাপন করলেন নীলাঞ্জনা? ...
‘জব উই মেট’ থেকে ‘গ্যাংস অফ ওয়াসেপুর’, চলতি বছরে প্রেক্ষাগৃহে ফিরল বলিউডের কোন কোন আইকনিক ছবি?...
শরীরে বিজয়ের নাম লিখলেন তমন্না! বছর শেষে নতুন পথ চলার ইঙ্গিত দিলেন জুটিতে? ...
আট বছরের আইনি লড়াই শেষ, আইনি বিচ্ছেদে সিলমোহর ব্র্যাড-অ্যাঞ্জেলিনার! ...