সংবাদ সংস্থা মুম্বই: নতুন বছর। নতুন করে শুরু সব কিছু। বছরের শুরুটা কীভাবে উদযাপন করলেন কাজল? সমাজমাধ্যমে কীভাবে শুভেচ্ছা-ই বা জানালেন অনুরাগীদের?

ইনস্টাগ্রামে স্বামী অজয় দেবগণ ও ছেলে যুগের সঙ্গে  হাসিমাখা মুখের ছবি পোস্ট করেছেন কাজল। সঙ্গে লিখেছেন, " ব্যস! এভাবেই শেষ হল ২০২৪। আর যেভাবে শেষ হল তা যেকোনও ছবির সমাপ্তির তুলনায় বেশ ভাল।" 

এখানেই না থেমে কাজল আরও লেখেন, " প্রার্থনা করি, সবার বাড়িতে যেন এত অতিথির হামেশা সমাগম হয় যাতে বসার আসন কম পড়ে যায়, চাই সবার খাবার টেবিল যেন ভরে ওঠে সুস্বাদু খাবার এবং বন্ধুদের কোলাহলে। এবং খুব চাই আপনাদের সবার প্রতিবেশী যেন হামেশা নালিশ জানাতেই থাকেন আপনাদের কখনও না শেষ হওয়া পার্টির হৈ-হল্লা নিয়ে।" 

এবং মোক্ষম প্রার্থনাটা শুভেচ্ছাবার্তার একেবারে শেষের জন্য তুলে রেখেছিলেন কাজল-" এবং প্রার্থনা করি, আপনাদের আনন্দ যেন ছোঁয়াচে হয় আপনাদের চারপাশ জুড়ে থাকা সবার মধ্যে।" 

স্বামী ও ছেলে থাকলেও ছবিতে দেখা যায়নি কাজল-কন্যাকে। নেটিজেনরা সেই কথা উল্লেখ করার পাশাপাশি নতুন বছরের পাল্টা শুভেচ্ছা জানিয়েছেন এই বলি-অভিনেত্রীকে। সম্প্রতি, ওটিটি সিরিজ 'দো পত্তি'তে দেখা গিয়েছে কাজলকে। সিরিজে কৃতি শ্যাননের দ্বৈত ভূমিকা থাকলেও বরাবরের মতো নজর কেড়েছেন কাজল। দর্শক ও সমালোচক-দুই মহলেই দারুণ প্রশংসিত হয়েছে এই সিরিজ।