শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | Chandannagar: আলোর মালায় সাজিয়েছিলেন অমিতাভ বচ্চনের বাড়ি, প্রয়াত চন্দননগরের আলোকশিল্পী বাবু পাল

Riya Patra | ২১ আগস্ট ২০২৪ ১৮ : ২১Riya Patra


 

মিল্টন সেন,হুগলি: প্রয়াত চন্দননগরের বিখ্যাত আলোক শিল্পী বাবু পাল। প্রয়াণকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি, তাঁর চিকিৎসা চলছিল। মঙ্গলবার গভীর রাতে কলকাতার বেসরকারি হাসপাতালে প্রয়াত হন আলোর জাদুকর। দুবাই, প্যারিস থেকে শুরু করে বিদেশের নানান জায়গায় নানান উৎসবে ডাক পড়ত।

মুম্বইয়ে বিগ বি অমিতাভ বচ্চনের বাড়ি আলো দিয়ে সাজিয়েছিলেন। তাঁর হাতে তৈরি আলোর কারুকাজ বাবু পাল নাম টাকে রাজ্য দেশ তথা বিদেশেও পরিচিত ছিল। প্রত্যেক বছর পুজো এলেই কর্মব্যস্ত হয়ে উঠত চন্দননগর পঞ্চাননতলার বাবু পালের আলোর স্টুডিও। প্রতি বছরই নতুনত্ব থাকত। চন্দননগরে আলোর জাদুকর বলা হয় শ্রীধর দাস কে। দেশ-বিদেশে নানা ধরনের আলোর সাজ চন্দননগরের আলোকে প্রথম বিশ্বের দরবারে তুলে ধরেছিলেন শ্রীধর। পরবর্তী সময়ে বাবু পাল তার নিজস্ব সৃষ্টিশীলতায় চন্দননগরের আলোকে একটা অন্য পর্যায়ে নিয়ে যান।

 

ডাক পেয়েছেন অমিতাভ বচ্চনের মুম্বই এর বাড়ি সাজানোর, দুবাইয়ে শপিং ফেস্টিভ্যাল, প্যারিস সহ নানান জায়গায়। কলকাতার শ্রভূমি স্পোর্টিং এর পুজো থেকে একাধিক নামি দুর্গা পুজো কমিটি বাবু পালের আলোতেই সেজে উঠেছে এতদিন। চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রায় বাবু পালের আলো এখনও অন্যতম আকর্ষণ। কলকা আর টুনি বাল্বের আলোর বিবর্তন ঘটিয়ে বাবু পালের এলইডি আলো দিয়ে পরীক্ষা-নিরীক্ষা সফল হয়েছিল। প্রতিবছর সাম্প্রতিক ঘটনাবলীর ওপর তৈরি তাঁর থিমের আলো সকলকে তাক লাগিয়ে দিত।

ছোটোদের মজার আলো থেকে ডিজনি ল্যান্ড, মিকি মাউস এলইডি আলোতে সাজিয়ে তুলতেন পুকো মণ্ডপ। থাকতো আলোর তৈরি অলিম্পিক, বিশ্বকাপ ফুটবল থেকে শুরু করে যেকোনো বড় ঘটনা। এদিন আলোক শিল্পীর শেষ যাত্রায় তাঁকে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন চন্দননগরের আলোক শিল্পীরা। ছিলেন চন্দননগর পুর নিগমের মেয়র রাম চক্রবর্তী, ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল, কাউন্সিলর সহ চন্দননগর ও ভদ্রেশ্বরের জগদ্ধাত্রী পুজো কমিটির সদস্য ও শহরের অনেকেই। এদিন মেয়র রাম চক্রবর্তী বলেন, 'বাবু পাল আর নেই, কিন্তু তাঁর কাজ থেকে যাবে। চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির সম্পাদক শুভজিৎ সাউ বলেন, শিল্পীর কখনও মৃত্যু হয় না। বাবু পাল অনেক কষ্ট করে নিজেকে এই জায়গায় নিয়ে এসেছিলেন। চন্দননগরে শ্রীধর দাসের হাত ধরে যেমন অনেক শিল্পী তৈরি হয়েছেন। বাবু পালের হাত ধরে অনেক শিল্পী এসেছেন। তারা আগামী দিনে চন্দননগরের আলোকে এগিয়ে নিয়ে যাবেন। বিশ্বের দরবারে চন্দননগরের আলোকে পৌঁছে দিয়েছিলেন বাবু পাল।'
শ্রীধর দাস বলেন, 'বাবু আমার অনেক পরে কাজ শুরু করে। পঞ্চানন তলায় একজনের থেকে আলো কিনে বাবু কাজ শুরু করে। অলোক পরামানিক-এর কাছে কাজ শিখেছিল। তারপর নিজের চেষ্টায় ও এতদূর পৌঁছেছে।ভালো লাগে যখন চন্দননগরের আলো মানেই বাবু পালের নাম আসে। ওর চলে যাওয়া দুঃখের।'


#Chandannagar#light designer#Death#Chandannagar Light#Kolkata Hospital



বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর

'কোত্থেকে পাশ করেছেন?' ইঞ্জিনিয়ারকে ধমক দিয়ে প্রশ্ন করলেন মন্ত্রী...

জাল নোট পাচারের জন্য মুর্শিদাবাদে আসা,কিন্তু পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে জানেন?...

লাউড স্পিকার বাজিয়ে বিশ্বকর্মা পুজোর জলসা, বন্ধ করতে গিয়ে আক্রান্ত পুলিশ...

পুকুরে মাছ চাষের রমরমায় কমছে পদ্ম-চাষ, পুজোর আগে ভরসা কেবল হিমঘর! ভাবনা বাড়ছে মালদায় ...

ডিভিসির ছাড়া জলে জলমগ্ন হুগলির একাংশ, কোমর জলে বাড়িঘর, নৌকো করে চলছে কাজ...

উল্টে গেল স্পিডবোট, ক্রমশই তলিয়ে যাচ্ছিলাম, নদী থেকে উঠে জানালেন সাংসদ...

বাতিল সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন

এবার কিন্তু নামগুলো মুখ্যমন্ত্রীকে জানাব, হুঁশিয়ারি জেলা সভাধিপতির...

সাত ব্লকের ৩৫ গ্রাম পঞ্চায়েত জলের তলায়, মুখ্যমন্ত্রী এলেন, প্রধানমন্ত্রী কোথায়? : বেচারাম মান্না...

মুর্শিদাবাদে বন্যা পরিস্থিতির অবনতি, বন্যার জলে ডুবে নিখোঁজ এক ...

টানা বর্ষণে বন্যা পরিস্থিতি, ত্রাণ শিবিরে যাওয়ার পথেই কি ডুবে গেল নাবালিকা? মর্মান্তিক পরিণতি...

নীলকন্ঠের দেখা মিলল চাঁদখালিতে

শুঁড় উঁচিয়ে আশীর্বাদ করল গজরাজ, বিশ্বকর্মা আরাধনার দিনেই  বিশেষ পুজো পেল কাবেরী, ফুলমতিরা...

প্রেমে প্রত্যাখান, চলন্ত বাসে কুপিয়ে খুন নাবালিকাকে...

সাহাগঞ্জের গণপ্রহারের ঘটনায় গ্রেপ্তার তিন



সোশ্যাল মিডিয়া



08 24