শুক্রবার ২২ নভেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Sumit | ১০ জুলাই ২০২৪ ১৭ : ৩৪Sumit Chakraborty
মিল্টন সেন,হুগলি : কয়েক দশক আগেও পুতুল নাচ খুবই জনপ্রিয় ছিল। তখন পুতুল নাচের মাধ্যমে তুলে ধরা হত রামায়ন মহাভারতের নানা পর্ব। পুতুল নাচের আসরে মঞ্চস্থ হতো বেহুলা লখিন্দর কালকেতু, ফুল্লরা, অহল্যা, সাপমোচন, রূপবান, রহিম বাদশা মতো নানা পৌরাণিক কাহিনী।
বিভিন্ন স্বাদের কাহিনীর অংশ মানুষকে সমৃদ্ধ করে তুলত। গ্রাম হোক বা শহর, ছোট-বড়, ৮ থেকে ৮০ সকলেই এসব কাহিনী উপভোগ করত। আর গ্রামে পুতুল নাচের মঞ্চ বাধা হলেই পরিবেশটাই যেন বদলে যেত। সন্ধ্যা হলেই সেই পুতুল নাচের মঞ্চের সামনে জমত ভিড় । সেই সময়ে গ্রাম বাংলার লোকসংস্কৃতি বা লোক শিক্ষার উপাদান পাওয়া যেত যাত্রা, নাটক, পুতুল নাচ, তরজা গান, কবিগান এসবের মাধ্যমে।
কথিত আছে রামকৃষ্ণ পরমহংসদেব নিজে যাত্রার মাধ্যমে লোক শিক্ষার কথা বলতেন। আবার তিনি নিজে যেমন অভিনয় করেছেন, আবার গিরিশ ঘোষের নাটক দেখতেও যেতেন তিনি। কিন্তু বর্তমান প্রজন্ম এসব থেকে অনেক দূরে। মোবাইল ইন্টারনেট আর সোস্যাল মিডিয়ার যুগে সেই সমস্ত প্রাচীন লোকসংস্কৃতি যেনও হারিয়ে যেতে বসেছে। বর্তমান প্রজন্মের অধিকাংশের কাছেই আর পুতুল নাচ দেখে লোক শিক্ষার প্রয়োজন পড়ে না।
তবুও রথের মেলায় বৈঁচিগ্রাম দাঁ বাড়িতে আজও অটুট প্রাচীন ঐতিহ্য। সেখানে গেলে দেখা মেলে পুতুল নাচের। গ্রামাঞ্চলে এখনও বিভিন্ন উৎসব বা রথের মেলায় পুতুল নাচের ডাক পড়ে। তবে সেই সংখ্যাটাও খুবই কম। সেই কম সংখ্যক আয়োজকদের তালিকায় রয়েছে হুগলির পান্ডুয়ার বৈঁচিগ্রামের রথের মেলার নাম। সেখানে এবছরও দেখা মিলেছে পুতুল নাচের। কয়েকশো বছর আগে কালিপদ দাঁ বৈঁচি গ্রামের রথের সূচনা করেছিলেন। তবে ওই রথে আজও জগন্নাথ বলরাম ও সুভদ্রার দেখা পাওয়া যায় না। দেখা মেলে দাঁ বাড়ির কুলো দেবতা রাজ রাজেশ্বরীর।
যে রথ যাত্রাকে কেন্দ্র করে বর্তমানে দাঁ বাড়ির রথের মেলা বিশেষ পরিচিত। সেই মেলাতেই এবছর নদীয়ার হাঁসখালি বগুলা থেকে পুতুল নাচের একটি দল এসেছে। রথের দিন থেকে শুরু হয়েছে মেলা, চলবে উল্টোরথ পর্যন্ত। সেই মেলায় প্যান্ডেল খাটিয়ে তারের মাধ্যমে পুতুল নাচ দেখানোর ব্যাবস্থা করা হয়েছে। আর শুরুর দিন থেকেই গ্রামের প্রবীণ থেকে নবীন সকলেই এই পুতুল নাচ দেখতে ভিড় জমাচ্ছেন।
এই প্রসঙ্গে গ্রামের বাসিন্দা প্রীতম মুখার্জি বলেছেন, অনেকদিন পর পুতুল নাচ দেখে তাঁর বেশ ভালো লেগেছে। এখন গ্রামাঞ্চলে আর এসব দেখা যায় না। দেখতে দেখতে তাঁর মনে হচ্ছিল ছেলেবেলায় ফিরে গেছেন। আগে মায়ের হাত ধরে মেলায় যেতেন। সেই সময় দু একবার পুতুল নাচ দেখেছেন। পুরনো দিনের পৌরাণিক কাহিনী পুতুল নাচের মাধ্যমে তুলে ধরে যা এক কথায় দারুন।
পুতুল নাচের শিল্পী বিকাশ সরকার জানিয়েছেন, সময় বদলে গেছে, ঘরে ঘরে টিভি। হাতে হাতে মোবাইল। মানুষ আগের তুলনায় অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েছে। তাই আগের মত আর পুতুল নাচের সেভাবে চাহিদা নেই। তবে তাঁদের পুতুল নাচের দল এখনও রয়েছে। কারণ তাঁরা সেটাকে টিকিয়ে রেখেছেন। পরের প্রজন্মের কোনও আগ্রহ নেই। কেউ আর তৈরিও হচ্ছে না। তবে আগামী দিনে এই দলও টিকিয়ে রাখা যাবে কিনা তা নিয়ে যথেষ্টই সংশয় রয়েছে।
এখনও বিভিন্ন রাজ্যে বা জেলা থেকে পুতুল নাচের ডাক পরে, তবে সেই ডাক আগের তুলনায় অনেক কম। তবে সরকারি শিল্পী ভাতা পান বিকাশ বাবু। দাঁ পরিবারের সদস্য পার্থ দাঁ বলেছেন, গ্রামের প্রচুর মানুষ আসে এই রথযাত্রায়। বহু বছর ধরেই এই মেলায় পুতুল নাচ হয়ে আসছে। পুতুল নাচ বৈঁচিগ্রামের রথযাত্রার একটা ঐতিহ্য।
#Hoogly
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
সোনারপুরের স্কুলে বোমাতঙ্ক, বম্ব স্কোয়াড শুরু করল তল্লাশি...
সকাল থেকেই শীতের শিরশিরানি, কবে থেকে জাঁকিয়ে ঠান্ডা জানুন ক্লিক করে ...
ফুটবলারের রহস্যমৃত্যুতে ছড়াল চাঞ্চল্য, তদন্তে পুলিশ...
দাউদাউ করে জ্বলছে রিষড়া ওয়েলিংটন জুট মিল, ঘটনাস্থলে দমকল...
বাড়ির ছাদে হঠাৎ বিকট শব্দ! তড়িঘড়ি ছুটে গিয়ে মহিলা দেখলেন রক্তে ভাসছে ছাদ, তারপর যা হল.......
ব্যাগে রাখা টাকা না পেয়ে স্কুলেই পড়ুয়াদের পোশাক খুলিয়ে মার শিক্ষিকার...
শিশু সচেতনতায় চুঁচুড়া ট্রাফিক গার্ডের অভিনব উদ্যোগ...
দার্জিলিং থেকে যাচ্ছিলেন সান্দাকফু, পূরণ হল না শখ, মাঝরাস্তায় মৃত্যু কলকাতার পর্যটকের...
নিজের ঘরেই ডাকাতির ছক, কারণ জানাজানি হতেই চরম পরিণতি ব্যক্তির...
বরাদ্দ পাঠিয়েছে সরকার, তবু মজুরি পাননি গ্রাম উন্নয়ন কর্মীরা, মিনাখাঁয় তালাবন্দি বিডিও ...
৩০০টাকা দৈনিক উপার্জনেই কামাল দেখালেন বাংলার ছেলে, নিট পরীক্ষার ফল দেখে চমকে গেল দেশ...
বন্ধ করে দেওয়া হল সাতটি নার্সিংহোম, ৮৭টি নার্সিংহোমে পাঠানো হল নোটিশ, কড়া পদক্ষেপ স্বাস্থ্য দপ্তরের ...
বাড়ির কাছেই উন্মত্ত বাইসনের তাণ্ডব, মৃত্যু হল একজনের, আহত এক ...
সব সিভিক ভলান্টিয়ার 'সঞ্জয়' নয়, রক্ত দিয়ে প্রমাণ করলেন শোভন...
অস্ত্রোপচারের পর একটু সুস্থ হতেই মেডিক্যাল কলেজ থেকে পালিয়ে গেল বিচারাধীন বন্দি ...
বিধায়ক সোমনাথ শ্যামকে খুনের ষড়যন্ত্র করছেন অর্জুন সিং, তোপ সাংসদ পার্থর...
লক্ষ্য সর্ষে চাষে স্বাবলম্বী হওয়া, মুর্শিদাবাদে শুরু বিশেষ প্রজাতির সর্ষে চাষ...
রাজ্য সরকারের আপত্তি, আপাতত হাতুড়ির বাড়ি নয় মন্দারমণির হোটেলে ...