রবিবার ২৭ অক্টোবর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | ঝাড়খণ্ড পুলিশের গুলিতে নিহত নাবালকের পরিবারকে ৫ লক্ষ আর্থিক ক্ষতিপূরণের সিদ্ধান্ত

Riya Patra | ১৯ জুন ২০২৪ ১৭ : ৫৮Riya Patra


আজকাল ওয়েবডেস্ক: ঝাড়খন্ড পুলিশের গুলি চালানোর ঘটনায় মৃত মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানা এলাকার বাসিন্দা নাবালকের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল বুধবার এক বৈঠকে। বুধবার দুপুরে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার ধুলিয়ানের ওই বৈঠকে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা প্রশাসন এবং ঝাড়খন্ড জেলা প্রশাসনের একাধিক শীর্ষ আধিকারিক। এছাড়াও উপস্থিত ছিলেন ফারাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল এবং সামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম।  গ্রাম্য একটি বিবাদকে কেন্দ্র করে সোমবার বিকাল থেকে উত্তপ্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানা লাগোয়া ঝাড়খণ্ডের গোপীনাথপুর গ্রাম। অভিযোগ ওই বিবাদের সময় ঝাড়খন্ডের বেশ কিছু বাড়িতে অগ্নি সংযোগের ঘটনাও ঘটে। মঙ্গলবার সকালে ওই বিবাদের রেশ এসে পড়ে মুর্শিদাবাদে সামশেরগঞ্জের গাজিনগর-মালঞ্চ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কৃষ্ণনগর গ্রামের কিছু অংশে। অভিযোগ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মঙ্গলবার ঝাড়খণ্ড পুলিশের তরফ থেকে বেশ কয়েক রাউন্ড গুলি চালানো হয়। আর তাতেই গুলিবিদ্ধ হয়ে মারা যায় শহিদ শেখ নামে বছর সতেরোর এক নাবালক। 
এই ঘটনার পর সামশেরগঞ্জের গ্রামে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ছুটে যান তৃণমূলের দুই বিধায়ক সহ জেলা পুলিশ প্রশাসনের একাধিক আধিকারিক। সেখানেই সিদ্ধান্ত হয় বুধবার দুই রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকরা একটি বৈঠকে বসবেন। বুধবারের বৈঠকে উপস্থিত তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম বলেন, 'এলাকায় শান্তি বজায় রাখার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ঝাড়খণ্ড এবং মুর্শিদাবাদের গ্রাম দুটিতে ৮ -১০ জনের একটি কমিটি তৈরি করা হবে। সেই কমিটিতে বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে রাখা হবে। এলাকাতে যে কোনও রকম অশান্তির রোখার জন্য এই কমিটি সবার আগে এগিয়ে আসবে। এরপরও যদি কোনও মানুষ অশান্তি করার চেষ্টা করেন পুলিশ প্রশাসন তা কড়া হাতে মোকাবেলা করবে।' মনিরুল ইসলাম বলেন, 'আজকের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে গুলিতে নিহত শহিদ শেখের পরিবারকে পশ্চিমবঙ্গ সরকার দু'লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দেবে। এর পাশাপাশি ঝাড়খণ্ড পুলিশ প্রশাসনের তরফ থেকে এক লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। জঙ্গিপুরের তৃণমূল সাংসদ খলিলুর রহমান নিজের ব্যক্তিগত তহবিল থেকে ১ লক্ষ টাকা এবং ফারাক্কার বিধায়ক হিসেবে আমি আরও এক লক্ষ টাকা মৃত ওই নাবালকের পরিবারকে আর্থিক সাহায্য করবো।'  আজকের বৈঠকে উপস্থিত মুর্শিদাবাদ প্রশাসনের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, মুর্শিদাবাদের সামশেরগঞ্জ এবং লাগোয়া ঝাড়খণ্ডের গ্রামে ইতিমধ্যে শান্তি ফিরে এসেছে।




বিশেষ খবর

নানান খবর

নানান খবর

ঝুলন্ত তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট, মুর্শিদাবাদে মর্মান্তিক পরিণতি প্রৌঢ়ের ...

আদিবাসীদের শিকার পরবে পাল্টা হামলা বন্য শুকরের, হাসপাতালে ভর্তি তিন ...

আরও সহজ হচ্ছে ভারত-বাংলাদেশের বাণিজ্য, পেট্রাপোলে নতুন প্রবেশদ্বার, উদ্বোধনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ...

‘ডানা'য় ভাঙা ডাল সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, মৃত কিশোরের পরিবারকে আর্থিক সহায়তা রাজ্যের...

রাস্তা থেকেই অপহৃত ব্যবসায়ী, উদ্ধারের পর কারণ জেনে অবাক পুলিশ ...

গভীর রাতে দুয়ারে মহকুমাশাসক, প্রশাসন পাশে আছে, খুশি বাসিন্দারা...

টানা বৃষ্টিতে থিম গলে জল, একদিন পুজো বাড়ানোর আবেদন পাণ্ডুয়ায়...

গড়বেতা থেকে হাইজ্যাক! লরি উদ্ধার হল মগড়ায়

গিয়েছে মোমো চুরি, করা হল সিসিটিভি ফুটেজ দেখে বাইকের ডিটেলস চেক ...

গভীর রাতে দুয়ারে মহকুমাশাসক, ‘ডানা’ মোকাবিলায় জেগে প্রশাসন...

যে কোনও সময়ে আছড়ে পড়বে ডানা, বৃহস্পতি সন্ধ্যায় শিয়ালদা স্টেশনে অন্য চিত্র...

দু'দিন থাকছে জ্বর, তারপর শুরু হচ্ছে হাতে-পায়ে ব্যথা, অজানা জ্বরের প্রকোপে বাড়ছে আতঙ্ক ...

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ডানা, চুঁচুড়ায় প্রস্তুত রাখা হল হ্যাম রেডিও...

ছাব্বিশে তৃণমূলের হাত ধরতেই কি বামেদের সঙ্গত্যাগ কংগ্রেসের?...

আরও এগিয়ে এল 'ডানা', বাড়ছে গতি, হাওয়া অফিস জানিয়ে দিল ঘূর্ণিঝড়ের গতিবেগ ...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



06 24