বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Sumit | ২৯ মে ২০২৪ ১৪ : ৩৩Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: ব্রিজ ভূষণ সরণ সিংয়ের পুত্র করণ সিংয়ের কনভয়ের ধাক্কায় মৃত ২। মৃতদের মধ্যে একজনের বয়স ১৭। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের গোণ্ডায়। ব্রিজ ভূষণ সরণ সিংয়ের বিরুদ্ধে ভারতীয় মহিলা কুস্তিগীরদের শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল। দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে। এরপর তাঁকে লোকসভার টিকিট দেয়নি বিজেপি। বদলে তাঁর পুত্র করণ সিংকে টিকিট দিয়েছে পদ্ম শিবির। ছবি থেকে দেখা যাচ্ছে করণের কনভয় ধাক্কা মারে দুজনকে। পুলিশ এই ঘটনায় এফআইআর দায়ের করেছে। ঘটনায় এক বৃদ্ধাও আহত হয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর এলাকা প্রচুর মানুষের ভিড় জমে যায়। মৃতের পরিবারের পক্ষ থেকে শাস্তির দাবিও করা হয়। কনভয়ের গাড়ির চালককে গ্রেপ্তার করা হয়েছে। তবে দুর্ঘটনার সময় করণ সিং কনভয়ে ছিলেন কিনা তা এখনও স্পষ্ট করে জানা যায়নি।
ব্রিজভূষণ শরণ সিং এর বিরুদ্ধে ওঠা মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থা, অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্রের ছেলের গাড়িতে লখিমপুর খেরিতে কৃষকদের পিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা বিজেপিকে উত্তরপ্রদেশে অস্বস্তিতে ফেলে দিয়েছে। তারমধ্যে করণ সিং এর ঘটনা ভোট প্রক্রিয়া চলাকালীন নতুন করে বিতর্ক এবং অস্বস্তি তৈরি করেছে বলে মনে করছে রাজনৈতিক মহল। এদিনের ঘটনা প্রসঙ্গে কংগ্রেসের মুখপাত্র ডঃ শামা মহম্মদ বলেছেন, " উত্তরপ্রদেশের গোণ্ডায় ব্রিজভূষণের ছেলে করণ সিং এর কনভয়ের চাকায় পিষ্ট হয়ে ২ জনের মৃত্যু। একজন গুরুতরভাবে আহত। ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠলেও, বিজেপি তাঁর ছেলেকে প্রার্থী করেছে। এবার তাঁর ছেলে নিরীহ মানুষকে চাপা দিয়ে মারছে। বিজেপি নেতাদের হাত মানুষের রক্তে রাঙা।" তৃণমূলের তরফে অফিসিয়াল এক্স হ্যান্ডলে লেখা হয়েছে, "যেমন বাবা, তেমন ছেলে। মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থা করা কুখ্যাত ব্রিজভূষণ সিং তাঁর ব্যাটন তুলে দিয়েছেন পরবর্তী প্রজন্মের হাতে। তাঁর ছেলে করণ সিং বিজেপির কৈশরগঞ্জের প্রার্থী আরও একধাপ এগিয়ে গিয়েছেন দুজন নিরীহ মানুষকে হত্যা করে। এর থেকেই প্রমাণ হয়, মোদির পরিবারের সদস্য অপরাধীরা।"