শনিবার ২৭ জুলাই ২০২৪

সম্পূর্ণ খবর

CV Ananda Bose: নন্দীগ্রামের ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট তলব রাজ্যপালের

Kaushik Roy | ২৪ মে ২০২৪ ১৮ : ২২


আজকাল ওয়েবডেস্ক: নন্দীগ্রামে বিজেপি কর্মী খুনের ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট তলব করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। জানা গিয়েছে, খুনের ঘটনায় কী পদক্ষেপ নেওয়া হয়েছে তার রিপোর্ট চেয়েছেন বোস। খুনের ঘটনার পর বর্তমানে নন্দীগ্রাম জুড়ে থমথমে পরিস্থিতি। এই নিয়ে ইতিমধ্যেই খোঁজখবর নিয়েছেন রাজ্যপাল। তারপরেই রাজ্যের কাছে জবাব চেয়েছেন। বলা হয়েছে, প্রশাসনকে রিপোর্ট জমা দিতে হবে রাজভবনে।

কিন্তু আদর্শ আচরণবিধি চলার কারণে বর্তমানে রাজ্যের হাতে কিছু নেই এমনটাই দাবি প্রশাসনের। প্রসঙ্গত, বুধবার রাতে নন্দীগ্রামে খুন হন বিজেপি নেতা সঞ্জয় আড়ির মা রথীবালা আড়ি। তিনিও এলাকায় বিজেপি কর্মী বলেই পরিচিত। এই ঘটনার পর থেকেই কার্যত অগ্নিগর্ভ হয়ে উঠেছে নন্দীগ্রামের পরিস্থিতি। দোকানে, বাড়িতে ভাঙচুর চালিয়ে, আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখিয়েছে বিজেপি কর্মীরা। পথ অবরোধ করা হয়েছে। গোটা এলাকা জুড়ে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী।




বিশেষ খবর

নানান খবর

Advertise with us

নানান খবর



রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া