প্রথম ওভার থেকেই ম্যাচে আধিপত্য দেখাতে শুরু করে বাংলাদেশ। বিষাক্ত ইনসুইঙ্গারে ওপেনার দিলারা আক্তারকে ফিরিয়ে দেন রেণুকা সিং। শুরুতেই মাত্র ২১ রানে তিন উইকেট হারায় বাংলাদেশ। সেখান থেকে আর ম্যাচে ফিরতে পারেনি তাঁরা। অধিনায়ক সুলতানা একপ্রান্ত থেকে উইকেট ধরে রেখেছিলেন। তিনিও অত্যন্ত ধীরগতির ইনিংস খেলে ৫১ বলে ৩২ রান করে ফিরে যান। রেণুকা সিং এবং রাধা যাদব তিনটি করে উইকেট নেন। ২০ ওভার শেষ আট উইকেটে হারিয়ে ৮০ রান করে বাংলাদেশ।
রান তাড়া করতে নেমে শুরু থেকেই মারমুখী ভঙ্গিমা ধারণ করেন স্মৃতি মান্ধনা। ১১ ওভারেই ম্যাচ জিতে যায় ভারত। একটিও উইকেট ফেলতে পারেনি বাংলাদেশ। ৩৯ বলে ৫৫ রান করে অপরাজিত থাকেন স্মৃতি। অন্যদিকে, ২৮ বলে ২৬ করেন শেফালি। ফাইনালে শ্রীলঙ্কা এবং পাকিস্তান ম্যাচের বিজয়ীদের মুখোমুখি হবে ভারত।
