আজকাল ওয়েবডেস্ক: নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে দিল্লি গিয়েছেন মমতা ব্যানার্জি। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বৈঠক রয়েছে। তার আগে শুক্রবার দিল্লি গিয়ে অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে গেলেন মমতা। দিল্লির মুখ্যমন্ত্রীর স্ত্রী সুনীতা কেজরিওয়ালের সঙ্গে দেখা করেন তিনি। আপ প্রধানের দপ্তরের তরফে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। শুক্রবার বিকেলে দিল্লি পৌঁছে সাংবাদিকদের সঙ্গে কথা বলার পর অরবিন্দ কেজরিওয়ালের বাড়ি যান মুখ্যমন্ত্রী।
















দিল্লির মুখ্যমন্ত্রীর বাবা মায়ের পা ছুঁয়ে প্রণাম করেন। সেখানে উপস্থিত ছিলেন আপ সাংসদ রাঘব চাড্ডাও। বর্তমানে সিবিআইয়ের দায়ের করা মামলায় তিহার জেলে বন্দি কেজরিওয়াল। তাঁর স্ত্রীয়ের সঙ্গে একাধিক বার ফোনে কথা বলেছেন মমতা। দিল্লি গিয়ে কেজরিওয়ালের স্ত্রীয়ের সঙ্গে দেখা করে ইন্ডিয়া জোট নিয়ে নিজের অবস্থান আরও একবার স্পষ্ট করলেন তৃণমূল সুপ্রিমো। এদিন দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইন্ডিয়া জোটের ঐক্য নিয়ে প্রশ্ন তোলেন মমতা। বৃহস্পতিবার দিল্লি পৌঁছানোর কথা ছিল মমতার। কিন্তু তিনি যাননি।


?ref_src=twsrc%5Etfw">July 26, 2024












আদৌ মমতা নীতি আয়োগ বৈঠকে যোগ দেবেন কিনা তা নিয়ে প্রশ্ন ওঠে। কংগ্রেস নেতৃত্বের তরফে ইতিমধ্যেই বৈঠক বয়কট করা হয়েছে। মমতার প্রশ্ন, বৈঠক বয়কট করার আগে অন্যান্য নেতৃত্বের সঙ্গে আলোচনা করা হয়নি। নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়ার মূল কারণ বাংলাকে বঞ্চনা নিয়ে কেন্দ্রকে প্রশ্ন করবেন মমতা। এতে আখেরে বাংলারই লাভ। মুখ্যমন্ত্রী নিজেও এই কথা জানিয়েছেন। জানা গিয়েছে, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনও যোগ দেবেন বৈঠকে। ফলে, বিরোধী জোটের মধ্যে মমতা একা নন যিনি বৈঠকে যোগ দিচ্ছেন।