শনিবার ২১ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ১১ মে ২০২৪ ১২ : ৪৩Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: সোমবার লোকসভা নির্বাচন রয়েছে বহরমপুরে। শুক্রবার ছিল প্রচারের শেষ দিন। আর শেষ দিনে রাজনৈতিক সৌজন্যের সাক্ষী থাকল বহরমপুরবাসী। শনিবার সকালে বহরমপুরে কংগ্রেস পার্টি অফিস থেকে রোড শো করছিলেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। একই সময়ে বহরমপুরের কুঞ্জঘাটা এলাকা থেকে একটি নির্বাচনী রোড শোয়ে উপস্থিত ছিলেন সেখানকার বিজেপি প্রার্থী ডাঃ নির্মল সাহা। দুই প্রার্থীর মধ্যে দেখা হয় বহরমপুর লালদিঘি এলাকায়। দুই রাজনৈতিক দলের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়ানোর পরিবর্তে হুডখোলা গাড়িতে অধীর চৌধুরীকে দেখতে পেয়ে দূর থেকে বিজেপি প্রার্থী ডাঃ নির্মল সাহা দু"হাত জোড় করে তাঁকে নমস্কার জানান। প্রত্যুত্তরে অধীর চৌধুরীও বিজেপি প্রার্থীকে নিজের গাড়ি থেকে নমস্কার করেন। ঠিক সেই সময়ে নির্মল সাহা নিজের গাড়িতে রাখা ফুল অধীর চৌধুরীর দিকে বার কয়েক ছুড়ে দেন।
এরপরই নির্মল সাহার ঠিক পাশে দাঁড়িয়ে থাকা বিজেপির বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি শাঁখারভ সরকারও অধীর চৌধুরীকে লক্ষ্য করে বার কয়েক পুষ্প বৃষ্টি করেন। কিছুদিন আগে একটি ঘটনায় বিজেপির বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি এবং অধীর চৌধুরীর মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। প্রদেশ কংগ্রেস সভাপতির বিরুদ্ধে এফআইআরও দায়ের করেন শাঁখারভ। তিনিই আবার এদিন অধীরের উদ্দেশে পুষ্পবৃষ্টি করায় অবাক হয়েছেন অনেকেই। তবে নির্বাচনী প্রচারে কখনোই একে অপরকে ব্যক্তিগত আক্রমণ করেননি ডাঃ নির্মল সাহা এবং অধীর চৌধুরী। অপরদিকে এই সৌজন্যের রাজনীতিকে কটাক্ষ করে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর বলেন, ‘২০২১ সালের বিধানসভা নির্বাচনে বহরমপুর বিধানসভা এলাকায় পদ্মফুল শিবিরকে অধীর চৌধুরী সহযোগিতা করেছিলেন। সেই কারণে বহরমপুর বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী সুব্রত মৈত্র। এবার বিজেপির সেই প্রতিদান ফিরিয়ে দেওয়ার পালা। সেই কারণেই বিজেপি প্রার্থী এবং সাংগঠনিক জেলা সভাপতি অধীর চৌধুরীকে দেখে পুষ্পবৃষ্টি করেছেন।তবে সাধারণ মানুষ তাদের মন থেকে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের উপর পুষ্পবৃষ্টি করছেন। তাই তৃণমূল প্রার্থীই জয়ী হবে’।