রবিবার ১৭ নভেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Riya Patra | ০১ মে ২০২৪ ২০ : ২১Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: বুধবার সরগরম রাজ্য রাজনীতি। বেলা গড়াতেই প্রকাশ্যে আসে একটি বিজ্ঞপ্তি। তাতে জানানো হয় তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে কুণাল ঘোষকে অব্যাহতি দিয়েছে দল। স্পষ্ট কোনও কারণ জানা না গেলেও, জল্পনা ছিল, সকালে তৃণমূল ত্যাগী, বর্তমানে বিজেপি প্রার্থী তাপস রায়ের উচ্ছ্বসিত প্রশংসাই কি রয়েছে নেপথ্যে? একই সঙ্গে নজর ছিল এই প্রসঙ্গে কুণাল নিজে কী বলছেন সেদিকেও।
বুধবার সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হন কুণাল ঘোষ। বক্তব্যে উঠে আসে ক্ষোভ, উঠে আসে অভিমান। নিজেকে দলের "একনিষ্ঠ কর্মী" বলে বারবার মনে করিয়ে দেন দলের প্রতি তাঁর কর্তব্যের কথা, দলের হয়ে তাঁর কাজের কথা। একই সঙ্গে কটাক্ষবাণও ছুঁড়ে দেন। প্রশ্ন তোলেন বিরোধী দলের নেতার সঙ্গে দেখা হলে কি সৌজন্যের পরিবর্তে মারামারি করা উচিত? অভিমানের সুরে জানান, যে বিজ্ঞপ্তি নিয়ে এত চর্চা, সেই অপসারণের চিঠি এখনও তাঁর কাছে গিয়ে পৌঁছয়নি।
শুরুতেই কুণাল জানান, তাপস প্রশস্তিতে দোষ কোথায় বুঝে উঠতে পারছেন না নিজেই। যেখানে তিনি বক্তব্যে বলেছেন প্রার্থীর নাম সুদীপ ব্যানার্জি, তাঁর হয়েই কাজ করবেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ১৫ মিনিটের বক্তব্যে একাধিক প্রসঙ্গ তুলে আনেন তিনি। উঠে আসে তাপস রায়ের সঙ্গে দীর্ঘদিনের রাজনৈতিক সম্পর্ক প্রসঙ্গ। পাড়ার অনুষ্ঠানে, রক্তদান শিবিরে বিরোধী দলের প্রার্থীর সঙ্গে "মারামারি " করা উচিত ছিল কিনা সেই প্রশ্নও করেন। একই সঙ্গে মনে করিয়ে দিলেন দেবের কথাও। এদিন কুণাল দেব- মিঠুন প্রসঙ্গে টেনে বলেন দেব যখন মিঠুন চক্রবর্ত্তীকে বাবার মতো, গার্জেন বলেন তখন? কুইজ মাস্টার বলে নাম না করে খোঁচা দেন ডেরেককেও। নিজের রাজনৈতিক জীবন, তাঁর অবস্থানের কথা মনে করিয়ে দিয়ে বলেন, দল যেখানে দায়িত্ব দিয়েছে, সেখানে বিরোধীদের একহাত নিয়ে লড়াই করেছেন সর্বত্র। অভিমানী কুণালের প্রশ্ন, "আমাকে অগ্নিপরীক্ষা দিতে হবে? তৃণমূলের লড়াকু কর্মীদের কি রোজ অগ্নিপরীক্ষা দিতে হবে?"
বক্তব্যে আরও একটি প্রসঙ্গ উত্থাপন করেছেন এদিন কুণাল। এর আগেই তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছিল দলের মুখপাত্র পদ থেকে । এদিন কুণাল বলেন, যেখানে তিনি নিজেই সমাজ মাধ্যমে দলীয় মুখপাত্র বা সাধারণ সম্পাদক পদের কথা উল্লেখ করেননি, সেখানে নতুন করে নোটিশ দেওয়ার কারণ কী? দলের নোটিশের পর থেকে যে কর্মী সমর্থকেরা তাঁর পাশে দাঁড়িয়ে থেকে অজস্র বার্তা দিয়েছেন, সেকথাও উল্লেখ করেন তিনি। সাফ জানান, তিনি কোনও দলবিরোধী কাজ করেননি। তবে এদিনের বক্তব্যে কুণাল ঘোষ আরও একটি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন। কথার মাঝেই বলেন, " আমি তৃণমূল কংগ্রেসে ছিলাম, তৃণমূল কংগ্রেসে আছি, তৃণমূল কংগ্রেসে থেকে যাওয়ার চেষ্টা করব। "
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
কলকাতার সবথেকে ধনী ব্যক্তিকে চেনেন? এনার ধারেকাছে নেই ইনফোসিসের শীর্ষকর্তাও, এককালে যোগ ছিল ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গেও...
আজ রাতেই হাওড়া ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা, বিকল্প কোন পথে চলবে যানবাহন জেনে নিন ...
গভীর রাতে নিমতলা ঘাটের কাছে কাঠের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমকলের ২০ ইঞ্জিনের চেষ্টায় পরিস্থিতি এল নিয়ন্ত্রণে...
ভর সন্ধ্যায় কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি, কলকাতার বুকে ভয়াবহ ঘটনা...
১৯৭৬-এর ফ্র্য়াঙ্কফুর্ট বইমেলা থেকেই হয়েছিল শুরু! কলকাতা বইমেলায় এবার ফিরে আসছে সেই জার্মানির বার্তা...
ব্যাগের ভিতর ভর্তি সোনার চেন-কানের দুল, লক্ষ-লক্ষ টাকার গয়না উদ্ধার হাওড়া স্টেশনে ...
ময়দানে রহস্যমৃত্যু যুবকের, কীভাবে মৃত্যু? তদন্তে পুলিশ...
শিশুদিবসে নতুন শিক্ষাকেন্দ্র উদ্বোধন রাজ্যপাল সি ভি আনন্দ বোসের...
অর্জুনের অজুহাত, বলছেন, ‘আমাকে মারতে এসেছে রাশিয়া থেকে বিষ’, ‘দৌরাত্ম্য’ সামলাতে কড়া মমতা ...
শহরে ফের পুলকার দুর্ঘটনা, আহত পুলকার চালক এবং এক স্কুল পড়ুয়া...
কর্মসংস্কৃতির পক্ষে সওয়াল, কর্মীদের হাজিরা নিয়ে কড়া পদক্ষেপ, কী নির্দেশ জারি করল নবান্ন...
খাস কলকাতায় ফের অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে লর্ডস মোড়ের বাজার ...
ভোট শেষ হওয়ার আগেই দান ছেড়ে দিল বিরোধীরা, নৈহাটিতে খোশমেজাজে শাসক শিবির ...
ডায়মন্ড হারবারে শুরু বিনোদিনী নাট্য উৎসব
দু'দিনে হারকিউলিস হতে বাজার থেকে কিনে স্টেরয়েড খাচ্ছেন? চিকিৎসকদের হুঁশিয়ারি শুনলে ছুঁয়েও দেখবেন না...
দাউ দাউ করে জ্বলছে সব বাইপাসের ধারে, ফের আগুন বস্তিতে...
গুরু নানকের জন্মদিনে কটা থেকে চলবে মেট্রো, পরিষেবা স্বাভাবিক থাকবে? জানুন কর্তৃপক্ষ কী বলছে ...
প্রকৃতি সচেতনতা বাড়াতে অভিনব উদ্যোগ মার্লিন গ্রুপের ...
দুই বাসের রেষারেষি, উল্টোডাঙায় বেপরোয়া গতির বলি খুদে পড়ুয়া...