শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

খেলা | Mohun Bagan: শীর্ষস্থান নিয়ে ভাবছেন না, কোচির স্টেডিয়ামের পরিবেশ কাজে লাগাতে চান হাবাস

Sampurna Chakraborty | ১২ মার্চ ২০২৪ ২৩ : ২৬Sampurna Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: ডার্বি জয়ের দু"দিন পরই কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে ম্যাচ। তাও আবার অ্যাওয়ে। মঙ্গলবার সকালে যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে চূড়ান্ত প্রস্তুতি সেরেই কোচি রওনা হল মোহনবাগান দল। মাত্র ৪৮ ঘণ্টা আগে ডার্বি খেলতে হয়েছে। ফুটবলারদের কীভাবে আরও একটা কঠিন ম্যাচ খেলার মতো জায়গায় নিয়ে যাবেন, সেই নিয়েই চিন্তিত হাবাস। ফুটবলারদের মানসিক এবং শারীরিক দিক থেকে চাঙ্গা করাই তাঁর প্রাথমিক কাজ। হাবাস বলেন, "এই ম্যাচের প্রস্তুতির সুযোগই পেলাম না আমরা। ডার্বির ৪৮ ঘণ্টার মধ্যেই আরও একটা ম্যাচ। তাই বিশেষ ভাবনা চিন্তাও করতে পারিনি। খুব কঠিন কাজ। তবে আমরা পেশাদার। ডার্বির তুলনায় এই ম্যাচটা কোনও অংশে কম নয়। প্রতিপক্ষকে ঠিকমতো যাচাই করতে হবে। ওখানকার পরিবেশ সম্বন্ধে আমাদের ধারণা আছে। বিপক্ষের কোন ফুটবলার আমাদের ঝামেলায় ফেলতে পারে জানি। আমাদের বুদ্ধিদীপ্ত ফুটবল খেলতে হবে।" কেরলের ঘরের মাঠ মানেই গ্যালারি হলুদ। সমর্থকদের বিরুদ্ধে নামতে হবে। এই পরিবেশকেই কাজে লাগাতে চাইছেন হাবাস। তিনি বলেন, "কোচির পরিবেশ এবং সমর্থকদের চিৎকারে আমাদের উজ্জীবিত হতে হবে। মানসিকতায় বদল আনতে হবে। আমরা সবসময় সমর্থক ভরা স্টেডিয়ামে খেলতে চাই। গ্যালারিতে এক হাজার লোক থাকার চেয়ে ঠাসা গ্যালারিতে খেলতে ভাল লাগে। আমাদের মানিয়ে নিতে হবে।"

সদ্য ডার্বি খেলায় কেরল ম্যাচে রোটেশন পদ্ধতি অবলম্বন করবেন হাবাস। দলে বেশ কয়েকটা বদল হতে পারে। তবে তাসত্ত্বেও এক নয়, তিন পয়েন্টের লক্ষ্যেই নামবে বাগান। কোনওরকম অঙ্ক পছন্দ নয় স্প্যানিশ কোচের। বাকি ম্যাচগুলো জিতে সরাসরি লিগ শিল্ড জিততে চান বাগান কোচ। তবে শীর্ষস্থান ধরে রাখা নিয়ে ভাবছেন না। দলের ওপর বাড়তি চাপ আসুক, চান না। হাবাস বলেন, "শীর্ষস্থান ধরে রাখা নিয়ে চাপে নেই। এখনও অনেক ম্যাচ বাকি। আমাদের লক্ষ্য পরের ম্যাচ জেতা। একনম্বর স্থানের কথা ভেবে দলের ওপর চাপ বাড়াতে চাই না। ম্যাচ প্রতি এগোব।" বুধবারের ম্যাচে বাড়তি নজর থাকবে প্রীতম কোটাল এবং সাহাল আব্দুল সামাদের দিকে। কিন্তু এই বিষয়টিকে খুব বেশি গুরুত্ব দিচ্ছেন না বাগান কোচ। হাবাস বলেন, "বিপক্ষের কোনও নির্দিষ্ট ফুটবলারকে নিয়ে ভাবতে চাই না। আমি পুরো দল নিয়ে ভাবি। ফুটবলারদের নিজস্ব আবেগ থাকতেই পারে। কোচ হিসেবে সেই আবেগকে কাজে লাগানোর চেষ্টা করতে পারি। ওরা নিজেদের রাজ্যের দলের বিরুদ্ধে নিশ্চয়ই ভাল খেলার চেষ্টা করবে।" ব্রেন্ডন হ্যামিল প্রথম একাদশে ফিরবেন কিনা সেই বিষয়ে খোলসা করতে চাননি হাবাস। তবে জানান, দলের সঙ্গে কেরল যাচ্ছেন বাগানের ডিফেন্ডার। আরও একবার গোল্ডেন গ্লাভস জেতার সুযোগ রয়েছে বিশাল কাইথের। সেই সুযোগ হাতছাড়া করতে চান না। তবে তার থেকেও বেশি গুরুত্ব দিচ্ছেন লিগ শিল্ড জয়কে। 




বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর

চেন্নাইয়ে জোড়া লক্ষ্য, আইপিএলের হোম গ্রাউন্ডে আরও একটি মাইলফলক ছুঁতে চান জাদেজা...

'মালিঙ্গা হয়ে গিয়েছে', শাকিবকে খোঁচা বিরাটের, নেটমাধ্যমে ভাইরাল ভিডিও...

অশ্বিনের 'মন কী বাত', কোন সতীর্থকে হিংসা করেন তারকা স্পিনার?...

আইএসএল দেখে বাড়ি ফেরার চিন্তা কমল, ইস্ট-মোহন সমর্থকদের জন্য সুখবর...

ক্লান্তিই ছন্দপতনের কারণ, দাবি বিনোর, রেফারিং নিয়ে ক্ষোভ মহমেডান শিবিরে...

রোহিত-বিরাটের উইকেট পেয়েও নেই কোনও বাড়তি সেলিব্রেশন, রহস্য ফাঁস হাসানের ...

মিনি ডার্বি জিতলেই খেতাব প্রায় নিশ্চিত ইস্টবেঙ্গলের...

মাঠে নামতে আর বাধা নেই, কেরালার বিরুদ্ধেই ইস্টবেঙ্গলের হয়ে খেলতে দেখা যেতে পারে আনোয়ারকে...

তারকাদের ব্যর্থতার দিনে অশ্বিনের শতরানের রহস্য কী? ...

টেস্ট শুরুর আগে কুলদীপকে অপহরণ? দুই তারকা ক্রিকেটারের ভিডিও ভাইরাল...

মোলিনাকে গো ব্যাক স্লোগান! পা দিয়ে রক্ত পড়ছিল, রেফারিং নিয়ে কী বললেন দিমিত্রি?...

একাধিক সুযোগ নষ্ট দিমিত্রিদের, এসিএলের প্রথম ম্যাচেই আটকে গেল মোহনবাগান...

ক্যান্সার কেড়ে নিল তারকাকে, বিশ্বফুটবলের নক্ষত্র সময়ের আগেই হারিয়ে গেলেন চিরতরে ...

পদ্মাপারে ক্রিকেট নিয়ে নেই উত্তাপ! ভারতে শেখ হাসিনা? প্রশ্ন নিয়েই ভারত জয় করতে মরিয়া বাংলাদেশ ...

ইউ টার্ন না পসন্দ, নিজের কোন সিদ্ধান্ত বদল করবেন না রোহিত? ...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



03 24