সুবীর সরকারের কবিতা

গান

উঠোনে আগুন দেখে যে পাখি উড়ে যায়

তাকে আমি ভুট্টাবনের ভেতর ডেকে আনি 

এদিকে ব্রিজ ভেঙে গেছে।

পুতুল পড়ে আছে রাস্তায়।

অথচ বাঁশি আছে, শিস নেই

পুকুরের জলে ভাসে হাঁস,হাড়ি ও পাতিল

শীত

উজান দেশে বৃষ্টি হলে 

আমাদের এখানে শীত কমে গেলে

পুরনো সার্কাসের তাঁবুর দিকে হাঁটতে শুরু করেন

                                                                              জোকার

তখন চারপাশে শুধু গান আর গান

  • 2024-06-09
  • কবিতা