রামকিঙ্কর বেইজ

 


রামকিঙ্কর বেইজ


 


মূর্তি গড়েছ তুমি শান্তিনিকেতনে 


মূর্তিতে প্রাণ আছে, দুঃখ-দহন আছে।


 


রং-তুলি, কাদামাটি হাতে গেয়েছ রবীন্দ্রনাথ


 দরাজ গলায়


 


নিজের ক্যানভাসে সাজিয়েছ


 রূপ, রস, কল্পনা-অনুভব-


 


তোমার ছবিতে-


আদিবাসী রমণী যেন আদিমাতা


 


তোমার


আজীবন সঙ্গিনী রাধা--


 


(সমরেশ বসুর বিখ্যাত বই 'দেখি নাই ফিরে' পড়ে এই কবিতা)


 


 



যুদ্ধ

Accordion body...



 


 


রাজার রাজায় যুদ্ধ


ধন, মান যায় যায়


সকাল থেকে বিকাল


রক্ত ঝরে এই সময়


ডানে বামে যুদ্ধ


মার্কসবাদ মাওবাদ


গান্ধীবাদ ভোগবাদ


প্রাণ ওষ্ঠাগত।


হায়ে রে মতবাদ


চারিদিকে হাহাকার


খুন জখম ধর্ষণ।


প্রাণ হাতে চলাচল


যুদ্ধ চলছে বোবাযুদ্ধ।


মান নেই জাত নেই


দল আছে ধন আছে


ক্ষমতার টং আছে


দল দল সম্বল


দলে দলে যুদ্ধ


দেশ নয় শুদ্ধ।

  • অসীম কুমার সরকার
  • দুটো কবিতা