নষ্ট ডিম

 
কাকের মুখে তুলে দিয়েছি নষ্ট ডিম, 
এ নষ্ট জীবন আমি কার কাছে দেবো?
বাসন্তী কোকিল হতে গিয়ে 
আমি ভুল করে হয়ে গেছি কাক।
 
 
 
অথবা ছিলাম কাক, অপরাধে এই জন্মে 
নষ্ট ডিমের মত হয়েছি মানুষ।
 
 
 
এরকম নষ্ট মানুষ আমি কোথায় লুকাবো? 
কার মুখে তুলে দেবো, জন্মান্তরে 
ভুল হয়ে যাওয় এরকম মানুষিক কাক?
 
 

  • নির্মলেন্দু গুণ