এক অশ্বত্থ গাছের আয়ুকাল পেরিয়ে,
কাল রাতে ভেসে এল সেই পরিচিত স্বর।
এমন স্বর বহুকাল আগে শুনেছিলাম
হয়ত আমরা তখন বন্ধু
হয়তোবা প্রেমিক
কিংবা হতে পারি আরও অন্যকিছু
ইউকিলিপ্টাস, চাপরাশি।
আর যাই হই রুমমেট নই...
এক ঘরে এলে পরিচিত স্বর বদলে যায়
মেহগনির পাতার মতো