রক্তজমির পালক

১.
পড়শীরা মায়ের পেট দেখে বলেছিল
প্রদীপ শিখা অমলিন থাকবে এবারেও
অথচ বংশের মুখে চুনকালি লেপে
জন্ম নিলেম আমি
 
বিচক্ষণ ঠাকুমা মাকে বুঝিয়েছিলেন -
বন্ধ্যাত্ব ঘোচাতে
সন্তান জন্ম দেওয়াই যথেষ্ট
 
২.
মা মাঝে মাঝে আক্ষেপ করে
ছেলে সন্তানের জন্য !
অন্তত একটা জীবন বীমা করা থাকলে .....
 
বীজ বপনের পর এটুকুই তো চাওয়া
 
 
৩ .
আমার পিছনে ব্যয় করা অর্থ জমালে
রাজ্যের কততম ধনী হতেন মা-
সেই হিসেব করতে গিয়ে
               হা হুতাশের পারদ চড়ে 
       অপরদিকে ,
মহীরুহ হতে চাওয়া গাছটি 
যত্নের অভাবে 
আলগা করে ফেলে শিকড়
 
৪.
বাবার সাথে আমার বিশেষ সংযোগ  নেই 
দুই চারটে বাক্যালাপ 
নয়তো বা মৌনব্রত আনন জুড়ে
 
দূর থেকে দেখি বাবার মুখ -
প্রবল বৃষ্টির পরে 
এক ফালি রামধনুর স্নিগ্ধতায়
ছেয়ে আছে আঁকাশ
 
৫.
দুর্ভিক্ষের দিনে
বাবা আসন পেতে উঠোনে বসে
উত্তঙ্গু মুখ ,  ধ্যান মগ্ন ঋষি
 জল গড়িয়ে পড়ে চোখ থেকে
 
যেন রক্তের ধারা উৎসর্গ করছে 
ক্ষুধিত পাষাণের নামে।

  • মামনি সরকার