দুটি কবিতা

জানি না

নিয়াজুল হক

 

গাছ একটা মুরগী

মুরগী একটা গাছ

 

কাঠ একটা পাথর

পাথর একটা কাঠ

 

নদী একটা আয়না

আয়না একটা নদী

 

আকাশ একটা ভূমি

ভূমি একটা আকাশ

 

সবগুলোই সবকিছুর ভেতর থেকেই

বেরিয়ে আসে

 

জানি না

কথাগুলো ঠিক কী না

 

নিজের থেকেই এল

তাই লিখে রাখলাম

রক্ত এবং শিশিরে 

 

_______________________

 

লাশ

নিয়াজুল হক

 

একটা লাশের

ময়নাতদন্ত করতে গিয়ে

এই অচল পাহাড়টির সামনে দাঁড়িয়ে

 

আমার

কেবলই মনে হচ্ছে

এই পাহাড়টি কি

আমারই মৃতদেহের প্রতীক?

 

যেভাবে পাহাড় ফাটিয়ে

আমার কথাগুলো বেরিয়ে আসতে চাইছে

আমিও কি আর একটা লাশ হয়ে যাব?

 

কিন্তু জানি

আমার একটা লাশ

হাজার হাজার লাশ হয়ে উঠবে

 

আর এই পাহাড়ও

লাশ হওয়া থেকে রক্ষা পাবে না

 

আমি এখন

প্রতি মুহূর্তে বিস্ফোরণের শব্দ শুনতে পাই

  • নিয়াজুল হক
  • 'জানি না' এবং 'লাশ'