মঙ্গলবার ০৭ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Sumit | ২২ ফেব্রুয়ারী ২০২৪ ১৮ : ৩০Sumit Chakraborty
বীরেন ভট্টাচার্য,দিল্লি: অ্যাকাউন্ট ব্লক করা এবং কয়েকটি বিশেষ অ্যাকাউন্টের বিরুদ্ধে পদক্ষেপ করার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় সরকার। বিবৃতি জারি করে জানিয়ে দিল এক্স কর্তৃপক্ষ। তাদের নিজস্ব অ্যাকাউন্ট গ্লোবাল গভর্মেন্ট অ্যাফেয়ার্সে জানানো হয়েছে, কয়েকগুলি নির্দিষ্ট অ্যাকাউন্টের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল ভারত সরকারের তরফে। তাদের দাবি, সরকারের এই নির্দেশের সঙ্গে এক্স কর্তৃপক্ষ একমত নয়। বাক স্বাধীনতার বিচারে এই পদক্ষেপ মেনে নিতে রাজি নয় এক্স কর্তৃপক্ষ।
গ্লোবাল গভর্মেন্ট অ্যাফেয়ার্সের তরফে জানানো হয়েছে, আইনি বিধি নিষেধের কারণে ভারত সরকারের নির্দেশ তারা প্রকাশ করতে পারবে না। সংস্থার দাবি, তারা বিশ্বাস করে এই নির্দেশিকা স্বচ্ছতার স্বার্থে প্রকাশ করা প্রয়োজন। কেন্দ্রের তরফে অবশ্য এই বিষয়ে কোনও ব্যখা দেওয়া হয়নি। এক্সের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, "নির্দিষ্ট কতকগুলি পোষ্ট এবং অ্যাকাউন্টের বিরুদ্ধে পদক্ষেপ করার জন্য নির্দেশ জারি করেছিল ভারত সরকার। সেই পোষ্ট এবং অ্যাকাউন্টগুলির বিরুদ্ধে জরিমানা এবং কারাদণ্ডের আশঙ্কার কথাও বলা হয়েছে। সেই নির্দেশ মেনেই আমরা শুধুমাত্র ভারতের জন্য সেই অ্যাকাউন্ট এবং পোষ্টগুলির বিরুদ্ধে পদক্ষেপ করেছি। আমরা এই পদক্ষেপের বিরুদ্ধে এবং মনে করি এই পোষ্টগুলির সঙ্গে বাক স্বাধীনতার প্রশ্ন জড়িয়ে রয়েছে।" ভারত সরকারের নির্দেশ চ্যালেঞ্জ করে পাল্টা মামলা বকেয়া রয়েছে। যে সমস্ত অ্যাকাউন্ট এবং পোষ্টের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে, সেগুলি আগে থেকে ইউজার্সদের নোটিশ পাঠানো হয়েছে বলে দাবি করেছে এক্স কর্তৃপক্ষ।
গত ২ বছর ধরেই কেন্দ্রীয় সরকারের সঙ্গে নানান বিষয়ে সংঘাত তৈরি হয়েছে মাইক্রোব্লগিং সাইট এক্স এর। ২০২১ সালে মোদি সরকারের নির্দেশিকার বিরুদ্ধে সরব হয় তৎকালীন টুইটার। দেশের নাগরিকদের বাক স্বাধীনতা হরণ করার আশঙ্কা প্রকাশ করে টুইটার কর্তৃপক্ষ। যদিও সরকারের তরফে তাদের স্পষ্ট ভাষায় দেশের আইন এবং বিধি মেনে চলতে বলা হয়। পাশাপাশি মোদি সরকারের তরফে বার্তা দেওয়া হয়, বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রকে জ্ঞান বা নির্দেশ না দিয়ে দেশের আইন মেনে চলুক টুইটার। প্রসঙ্গত উল্লেখ্য, বাক স্বাধীনতার পক্ষে সওয়াল করার জন্য এক্স এর কর্তা ইলন মাস্কের নাম নোবেল শান্তি পুরস্কারের প্রস্তাব দিয়েছেন নরওয়ের একজন সাংসদ। বাক স্বাধীনতার পক্ষে ইলন মাস্ক বলেছিলেন, "আমি আইনের বাইরে গিয়ে সেন্সরশিপের বিরুদ্ধে। যদি সাধারণ মানুষ চান কম বাক স্বাধীনতা, তাহলে তাঁরাই সরকারকে বলুন সেই মতো আইন তৈরি করতে।"
সম্প্রতি কৃষক বিক্ষোভ ফের মাথা চাড়়া দিয়েছে। এই সময়ে কৃষকদের পক্ষে সওয়াল করা একাধিক এক্স অ্যাকাউন্টের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে। ফলে, স্বাভাবিকভাবেই মোদি সরকারের বিরুদ্ধে দেশের মানুষের বাক স্বাধীনতা হরণ করার অভিযোগ উঠেছে। কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেছেন, "ভারতে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে।" তৃণমূলের সদ্য জয়ী রাজ্যসভার সদস্য সাগরিকা ঘোষ তাঁর এক্স অ্যাকাউন্টে লিখেছেন, "নির্বাচন এগিয়ে আসতেই মোদি সরকার সেন্সর শুরু করে দিয়েছে। ভারতের গণতন্ত্রের পক্ষে আরও বিপজ্জনক ইঙ্গিত।" উদ্ধব ঠাকরে শিবিরের সাংসদ ও মুখপাত্র প্রিয়াঙ্কা চতুর্বেদীর দাবি, "গণতন্ত্রের জন্মদাত্রী থেকে গণতন্ত্রের হত্যাকারী।"
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
ভাইরাস আতঙ্ক! তড়িঘড়ি ভিডিও বার্তা দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা ...
অসমে অবৈধ 'ব়্যাট-হোল' খনিতে জল ঢুকে বড় বিপর্যয়ের আশঙ্কা, সুড়ঙ্গে আটকে ১৮ শ্রমিক...
প্রেমের টানে সূদূর ইউএসে থেকে সাগরপারে, ঘর বাঁধলেন ওড়িশায়...
দেশের ১৮ শতাংশ সম্পত্তির মালিক তাঁরাই, অথচ ট্যাক্স দেন নামমাত্র, বড় সত্যি এল সামনে...
দেশের ১৮ শতাংশ সম্পত্তির মালিক তাঁরাই, অথচ ট্যাক্স দেন নামমাত্র, বড় সত্যি এল সামনে...
ইংরেজিতে কথা বলার দক্ষতা: বিশ্বব্যাপী গড় দক্ষতার তুলনায় ভারত অনেক এগিয়ে...
অবিবাহিত যুগলদের হোটেলে ঠাঁই দেওয়া হবে না! ঘর পেতে দিতে হবে ভালবাসার প্রমাণ...
একেই বলে শিকড়ের টান! ছেড়ে যাওয়া গর্ভধারিনীর সন্ধানে স্পেন থেকে ভুবনেশ্বরে এলেন কিশোরী স্নেহা...
এক ফোনেই ৪০ ঘণ্টা 'ডিজিটাল অ্যারেস্ট'! ভয়াবহ অভিজ্ঞতা, দাবি ইউটিউবার অঙ্কুশ বহুগুনার ...
পুরীর জগন্নাথ মন্দিরের উপর চক্কর কাটল ড্রোন! চরম রহস্য, তদন্ত শুরু পুলিশের...
চোখের পলকে সাফ ১৩ লক্ষ টাকা, ফোনে এল না ওটিপি-ও, এমনটা হতে পারে আপনার সঙ্গেও...
নাবালিকাকে অপহরণ করে ধর্ষণ, অভিযোগ ইনস্টাগ্রামের 'বন্ধু'র বিরুদ্ধে, গুজরাটে তোলপাড় ...
বেঙ্গালুরুর ইঞ্জিনিয়ার হত্যা মামলা: জামিন অতুল সুভাষের স্ত্রী নিকিতাকে, জেলমুক্ত শাশুড়ি-শ্যালকও...
বৃদ্ধা মাকে বারবার ছুরির কোপ, খুন করেই থানায় ছুটল মেয়ে, বর্ণনা শুনে হতবাক পুলিশ ...
এক বছরে তোলপাড় করা আয়, জিএসটি নোটিশ পেলেন ফুচকাওয়ালা!...
জানুয়ারিতেও এত গরম! ২২ ডিগ্রিতে অস্বস্তিতে সিমলা, ভাঙল ১৯ বছরের রেকর্ড ...