মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

কলকাতা | Suvendu Adhikari: রেশন বন্টনের দুর্নীতির টাকা মুখ্যমন্ত্রীর কাছে গেছে, অভিযোগ শুভেন্দুর, তীব্র প্রতিবাদ তৃণমূলের

Kaushik Roy | ২৭ অক্টোবর ২০২৩ ১৫ : ০৭Kaushik Roy


আজকাল ওয়েবডেস্ক: রাজ্যে রেশন বন্টনের দুর্নীতি নিয়ে এবার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তৃণমূলের দিকে আঙুল তুললেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার রাজ্য বিজেপির সদর দপ্তরে বসে তিনি বলেন, 'জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেপ্তারির পর আমরা মনে করি তিনি সামনে ছিলেন। তাঁর তোলা অর্থ মুখ্যমন্ত্রী এবং শাসকদলের কাছে গেছে। মুখ্যমন্ত্রীর অনুমতি ছাড়া এই হাজার হাজার কোটির দুর্নীতি সম্ভব ছিল না।' দিনভর তল্লাশির পর বৃহস্পতিবার গভীর রাতে প্রাক্তন খাদ্যমন্ত্রীকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। শুক্রবার তাঁকে আদালতে তোলা হলে বিচারক তাঁর ১০ দিনের ইডি হেফাজতের নির্দেশ দেন।

শুক্রবার সকালে নিজের সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে দুর্নীতির অভিযোগে এর আগে গ্রেপ্তার হওয়া রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জিসহ অন্যান্য তৃণমূল নেতাদের নাম উল্লেখ করে শুভেন্দু লেখেন, এর পর হয়ত মন্ত্রিসভার বৈঠক ও বিধানসভার অধিবেশন জেলের মধ্যে ডাকতে হবে। রেশন বন্টন দুর্নীতি মামলায় এর আগে গ্রেপ্তার করা হয়েছে বাকিবুর রহমান নামে উত্তর ২৪ পরগণার এক ডিলারকে। তাঁকে জেরা করেই জ্যোতিপ্রিয়র নাম উঠে আসে বলে জানা যায়। এদিন শুভেন্দু বলেন, 'বাকিবুর ছিল সাধারণ একটি 'ইনস্ট্রুমেন্ট'। তার রক্ষাকর্তা ছিলেন জ্যোতিপ্রিয়।' তাঁর অভিযোগ, এই দুর্নীতির সঙ্গে আরও অনেকে যুক্ত আছে। শুভেন্দুর দাবি, এই বিরাট কেলেঙ্কারির জন্য মুখ্যমন্ত্রীকেও তদন্তের আওতায় আনা উচিত বলে বিজেপি মনে করে।

শুভেন্দুর এই অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়েছে তৃণমূল। দলের অন্যতম মুখপাত্র সুদীপ রাহা বলেন, 'গ্রেপ্তার করে তৃণমূলকে আটকানো যাবে না। রাজ্যে লোকসভা নির্বাচনে ৪২টি আসনের সবকটিই তৃণমূল পাবে। যেভাবে বিজেপি এগোচ্ছে তাতে রাজ্যের মানুষ ধরে ফেলেছেন এটা একটা রাজনৈতিক প্রতিহিংসা। সর্বোপরি বাংলার মানুষ কাগজে মুড়ে টাকা নেওয়া একটা ঘুষখোরের থেকে কিছু শুনতে চায় না। বিজেপি দলটা ধ্বসে গেছে। নিজেদের মধ্যে গোষ্ঠীকোন্দল। তাই সিবিআই, ইডিকে দলদাস হিসেবে কাজে লাগিয়ে বাংলা দখলের ব্যর্থ চেষ্টা করছে।'




বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর

পড়ুয়াদের দক্ষ ও শিল্পমুখী করে তোলার বিশেষ প্রচেষ্টা এসএনইউ’‌র ...

কালীঘাটে মমতার বাড়িতে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে হল বৈঠক, মিলল সমাধান?‌ ...

প্লাবিত এলাকা নিয়ে চিন্তিত মমতা, দিলেন এই নির্দেশ ...

সরকার এবং ডাক্তারদের নিঃশর্ত আলোচনা জরুরি, নয়তো নৈরাজ্যের পথে চলে যাবে পশ্চিমবঙ্গ...

চিকিৎসকদের শর্ত মানল রাজ্য, কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠকে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা...

বিশ্বকর্মা পুজোর দিন কম চলবে মেট্রো, জেনে নিন সময়সূচি ...

ফের খাস কলকাতার হাসপাতালে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেপ্তার ১...

তিন ঘণ্টা অপেক্ষা করলেন মুখ্যমন্ত্রী, লাইভ স্ট্রিমিংয়ে অনড় চিকিৎসকরা, হল না বৈঠক ...

আরজি কর কাণ্ডে নয়া মোড়, ধর্ষণ, খুনের মামলায় গ্রেপ্তার সন্দীপ ঘোষ সহ দুই ...

হাতজোড় করে বলছি ভেতরে এসো, বাইরে দাঁড়িয়ে ভিজ না, জুনিয়র ডাক্তারদের প্রতি আবেদন মুখ্যমন্ত্রীর...

পুজোর মুখে বিস্ফোরণে কেঁপে উঠল কলকাতা, কাগজ কুড়োতে গিয়ে হাত উড়ল একজনের...

'দিদি' মুখ্যমন্ত্রীর সঙ্গে বসতে চেয়ে জুনিয়র ডাক্তারদের ই-মেল, কালীঘাটে বৈঠকে ডাকলেন মুখ্যসচিব...

সঞ্জয় রাজি নয়, তাই নারকো টেষ্টের আবেদন খারিজ করল‌ আদালত ...

‘জুনিয়র ডাক্তারদের ধর্নাস্থলে হামলার ছক’, তৃণমূলকে ভিলেন বানানোর চেষ্টা বলে দাবি করলেন কুণাল...

সরকারি হাসপাতালে বিনা চিকিৎসায় মৃত্যু, ২ লক্ষ টাকা করে অর্থ সাহায্য করবে রাজ্য সরকার ...

বেলঘড়িয়ায় ডেলিভারি সংস্থার কর্মীদের ওপর হামলা , মাথা ফাটল ৩ জনের, গুরুতর আহত আরও ৩ ...

স্কুলের উদ্দেশে বেরিয়েছিল, আচমকা অসুস্থ ৪ বছরের খুদে, হাসপাতালে মৃত ঘোষণা ...



সোশ্যাল মিডিয়া



10 23