সোমবার ২৫ নভেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

দেশ | BJP: পঞ্চায়েত স্তরে মুখপাত্র নিয়োগ করতে চলেছে বিজেপি

Pallabi Ghosh | ১২ জানুয়ারী ২০২৪ ১৫ : ২৩Pallabi Ghosh


বীরেন ভট্টাচার্য, দিল্লি: লোকসভা নির্বাচনের আগে বিজেপির লক্ষ্য প্রচার, প্রচার আর প্রচার। যত বেশি সম্ভব এবং যতরকমভাবে সম্ভব, প্রচারের মাধ্যম বাড়ানোর ওপর জোর দিয়েছে কেন্দ্রের শাসক দল। আর সেই কারণেই এবার পঞ্চায়েত স্তরেও মুখপাত্র নিয়োগ করতে চলেছে গেরুয়া শিবির। দলীয় সূত্রের খবর, দৈনিক সকাল ১০টা-১১টা থেকে সন্ধ্যা ৫-৬টা পর্যন্ত গ্রামে গ্রামে গিয়ে মোদি সরকারের বিভিন্ন কাজের কথা সাধারণ মানুষকে বলবেন এবং প্রচার করবেন পঞ্চায়েতস্তরের মুখপাত্ররা। পাশাপাশি গ্রামাঞ্চলের মানুষ কেন্দ্রীয় সরকারের কোনও কাজকর্ম নিয়ে অভাব,অভিযোগ জানালে তাও দলীয় নেতৃত্বকে পৌঁছে দেবেন তাঁরা।
দল এবং সাধারণ ভোটারদের মধ্যে সমন্বয়ের জন্য ইতিমধ্যেই দেশজুড়ে মিডিয়া ওয়ার্কশপ শুরু করেছে বিজেপি। সেই ওয়ার্কশপেই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে পঞ্চায়েতস্তরের মুখপাত্রদের। দলের দেওয়া প্রশিক্ষণ নিয়েই তাঁরা ঝাঁপিয়ে পড়বেন প্রচারের কাজে। দলের জাতীয় মুখপাত্র অজয় অলোক জানিয়েছেন, "এই প্রথমবার, আমরা পঞ্চায়েতস্তরে মুখপাত্র নিয়োগ করতে চলেছি, যাতে তাঁরা গ্রামাঞ্চলের সাধারণ মানুষের সামনে মোদি সরকারের কাজ তুলে ধরতে পারেন।" ইতিমধ্যেই বিহারে এই ধরণের দুটি ওয়ার্কশপ হয়েছে। এই ওয়ার্কশপে উপস্থিত ছিলেন রাজ্য স্তরের মুখপাত্র, জেলা, বিভিন্ন মোর্চার মুখপাত্ররা। এছাড়াও বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্য সভাপতিরা উপস্থিত ছিলেন। অবিজেপি শাসিত রাজ্যগুলিতে একজন করে কেন্দ্রীয় মন্ত্রী উপস্থিত থাকবেন বলে বিজেপি সূত্রের খবর। এই ওয়ার্কশপে রাজ্য, জেলা এবং পঞ্চায়েতস্তরের মুখপাত্রদের মোদি সরকারের বিভিন্ন কাজ নিয়ে বেশি করে গ্রামাঞ্চলে এবং একবারে তৃণমূলস্তরে তুলে ধরার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে, ৩৭০ ধারা প্রত্যাহার, রাম মন্দির নির্মাণে বিজেপির ভূমিকা, মহিলাদের ক্ষমতায়নের ওপর প্রচারে জোর দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
দলের নেতাদের বক্তব্য, মোদি সরকারের গত ১০ বছরে অনেক কাজ রয়েছে। সেগুলির মধ্যে মুখপাত্রদের অন্তত ৫টি করে কাজ হাতের নাগালের মধ্যে বিস্তারিত তথ্য সহ জেনে রাখতে বলা হয়েছে। যাতে তাঁরা কোনও টেলিভিশন চ্যানেল অথবা যে কোনও বিতর্কে অত্মবিশ্বাসের সঙ্গে সরকারের কথা তুলে ধরতে পারেন। বিনা প্রয়োজনে বিরোধী দলের মুখপাত্রদের বিতর্কে জড়ানো থেকে মুখপাত্রদের বিরত থাকারও পরামর্শ দেওয়া হয়েছে। দলীয় নেতাদের কথায়, "লোকসভা নির্বাচনের সময়, মূল নজর থাকবে জাতীয় ইস্যুগুলিতে। তবে রাজ্যস্তরেও আমাদের সরকার ভাল কাজ করছে। সেগুলিও তুলে ধরা প্রয়োজন।"




বিশেষ খবর

নানান খবর

নানান খবর

সামান্য দর্জির দোকানে এল ৮৬ লক্ষ টাকার ইলেকট্রিক বিল!‌ মোদি রাজ্যে একী কাণ্ড ...

কবে শুরু হবে আইসিএসই এবং আইএসসি পরীক্ষা?‌ জানুন ক্লিক করে ...

কোনও আইনি সমস্যা ছিল না, দাবি ললিত মোদীর, তবুও কেন দেশ ছেড়েছিলেন আইপিএলের স্রষ্ঠা...

গলার মালা থেকে টাকা নিয়ে পালিয়েছে চোর, পিছনে দৌড় লাগালেন নতুন বর, তার পর কী হল?...

মাথার উপর ফোঁস ফোঁস শব্দ, উপরে তাকাতেই প্রাণ হাতে ছুটলেন যাত্রীরা, চলন্ত ট্রেনে হুলস্থুল কাণ্ড ...

মমতাকে আমন্ত্রণ, যেতে না পারলেও হেমন্তকে শুভেচ্ছা...

যোগীরাজ্যে হাসপাতালে আগুন লেগে ১৭ শিশুর মৃত্যু, চলছে দায় এড়ানোর খেলা ...

২৮ নভেম্বর মুখমন্ত্রী হিসাবে ফের শপথ নেবেন হেমন্ত সোরেন ...

আর কোনও উপনির্বাচনে প্রার্থী দেবে না বিএসপি! মায়াবতীর ব্যাখ্যা শুনলে অবাক হবেন আপনিও...

ভারতের ভোট গণনা নিয়ে কী বললেন ইলন মাস্ক, শুনলে অবাক হবেন ...

ইংরেজিতে কথা বলে ভিক্ষা করছেন, পেশায় ইঞ্জিনিয়ার যুবকের করুণ কাহিনি শুনলে আপনারও চোখে জল আসবে ...

আবেগকে টেক্কা দিল ভোট-কৌশল, উদ্ধব-পাওয়ারকে সরিয়ে মহারাষ্ট্র দখল শিন্ডে-দেবেন্দ্রর...

মানুষের আস্থা হেমন্তেই, শুধু প্রত্যাবর্তন নয়, ঝাড়খণ্ডে রেকর্ড শিবু-পুত্রের...

প্রথম ভোটেই এল জয়, রাহুলের রেকর্ড ভাঙলেন প্রিয়াঙ্কা ...

সমাজমাধ্যমে অনুরাগী ৬ লক্ষ, কিন্তু ভোটবাক্সে খালি, নোটার চেয়েও কম ভোট পেলেন 'বিগ বস' খ্যাত আজাজ...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



01 24