বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

খেলা | India-Afghanistan: শিবমের ইনিংসে সহজ জয়ে সিরিজ শুরু ভারতের

Sampurna Chakraborty | ১১ জানুয়ারী ২০২৪ ১৬ : ৫২Sampurna Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: আফগানিস্তানের বিরুদ্ধে দাপুটে জয় দিয়ে সিরিজ শুরু করল ভারত। তরুণ ব্রিগেডের দাক্ষিণ্যে আফগানদের ৬ উইকেটে হারিয়ে ১-০ তে এগিয়ে গেলেন রোহিতরা।‌ প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৫৮ রান তোলে আফগানিস্তান। জবাবে ১৭.৩ ওভারে জয়সূচক রানে পৌঁছে যায় ভারত। ৬০ রানে অপরাজিত শিবম দুবে। টি-২০ বিশ্বকাপের আগে শেষ সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজ। তাই পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটে ম্যানেজমেন্ট। প্রথম টি-২০ তে বিরাট কোহলি না থাকায় ওয়ান ডাউনে নামানো হয় তিলক বর্মাকে। সুযোগ পান শিবম দুবে, জিতেশ শর্মারা। তিনজনেই রান পান। হার্দিক পাণ্ডিয়া চোট পেলে দুবের কথা ভাবা যেতেই পারে। তবে এই দলে কেন সঞ্জু স্যামসনের জায়গা হল না সেই নিয়ে একটা প্রশ্ন থেকেই গেল। 

টসে জিতে আফগানিস্তানকে ব্যাট করতে পাঠান রোহিত শর্মা। শুরুটা দারুণ করে আফগানরা। বিনা উইকেট হারিয়ে ৫০ রান যোগ করে। কিন্তু মাত্র ৭ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বেকায়দায় পড়ে যায়। ২৩ করে ফেরেন গুরবাজ। ২৫ রানে আউট হন আরেক ওপেনার ইব্রাহিম জাদরান। আজমাতুল্লা ওমরজাই এবং মহম্মদ নবির কাঁধে ভর করে লড়াই করার মতো জায়গায় পৌঁছয় আফগানিস্তান। ২৯ করেন ওমরজাই। ২৭ বলে ৪২ করেন নবি। ইনিংসে ছিল ৩টি ছয়, ২টি চার। গুরুত্বপূর্ণ রান যোগ করেন আফগান অলরাউন্ডার। নির্ধারিত ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৫৮ রানে শেষ করে আফগানিস্তান। বল হাতে সফল মুকেশ কুমার। জোড়া উইকেট নেন বাংলার পেসার। দুটো উইকেট পান অক্ষর প্যাটেলও। 

রান তাড়া করতে নেমে শুরুতেই ফেরেন রোহিত। শুভমনের সঙ্গে ভুল বোঝাবুঝিতে শূন্যতে রান আউট হন ভারত অধিনায়ক। প্রচণ্ড চটে গিয়ে মাঠেই গিলের ওপর ক্ষোভ উগড়ে দেন রোহিত। বেশিক্ষণ টিকতে পারেনি শুভমনও। ৫টি চার মেরে শুরু করলেও ১২ বলে ২৩ করে আউট হন। আফগানদের বিরুদ্ধে একেবারেই তরুণ দল নিয়ে নামে ভারত। জায়গা হয়নি সঞ্জু স্যামসনের। মিডল অর্ডারও পুরোই অনভিজ্ঞ। তাসত্ত্বেও যথেষ্ট ভাল খেলেন তিলক বর্মা, শিবম দুবে, জিতেশ শর্মা। প্রচণ্ড ঠাণ্ডা। তারওপর কুয়াশা। ব্যাট করা সহজ ছিল না। কিন্তু ২৮ রানে দলের দুই সবচেয়ে অভিজ্ঞ প্লেয়ার রোহিত এবং শুভমন ফিরে যাওয়া সত্ত্বেও প্যানিক করেনি তরুণ ব্রিগেড। ঠাণ্ডা মাথায় দলকে জয়ে পৌঁছে দেয়। শুরুটা ভাল করলেও ২৬ রানে আউট হন তিলক। মাত্র ২০ বলে ৩১ রানের চটজলদি ইনিংস খেলেন জিতেশ শর্মা। তাতে রয়েছে ৫টি চার। কিন্তু দলকে জয়ে পৌঁছে দেন শিবম দুবে। ২টি ছয়, ৫টি চারের সাহায্যে ৪০ বলে ৬০ রানে অপরাজিত থাকেন বাঁ হাতি। আন্তর্জাতিক টি-২০ তে তাঁর দ্বিতীয় অর্ধশতরান। শেষ দু"বলে ছক্কা এবং চার হাঁকিয়ে দলকে জেতান। ম্যাচের অন্তিমলগ্নে তাঁকে যোগ্য সঙ্গত দেন রিঙ্কু সিং। 




বিশেষ খবর

নানান খবর

নানান খবর

অভিষেক টেস্টের প্রথম বলেই উইকেট, ইতিহাসের পাতায় নাম লেখালেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ...

'গতি হারিয়েছে, তবুও মেসির থেকে ভাল রোনাল্ডো', 'এলএম ১০' -কে কটাক্ষ আর্জেন্টাইন প্রাক্তনের ...

সন্তোষের শেষ চারে বাংলা, ওড়িশাকে হারালেন নরহরিরা ...

'বুমরার বাবা কনস্টাস', উইকিপিডিয়ায় বদলে গেল তরুণ অজি ক্রিকেটারের পরিচয় ...

২০২, ২০১, ১৫৩, ১৩৭...ঘরোয়া ক্রিকেটে রানের বন্যা, নিলামে ৯৫ লাখের ক্রিকেটারের নজির...

'আকাশ পথে প্রেম করেছি...', সিন্ধু-ভেঙ্কটের ভালবাসার গল্প হার মানাবে সিনেমাকেও...

বক্সিং ডে টেস্ট কেবল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডেই আয়োজিত হয় কেন? জেনে নিন আসল কারণ ...

মেলবোর্নে কোহলির বড়দিন, অনুষ্কার সঙ্গে ক্যাফেতে, হাঁটলেন ব্যস্ত রাস্তায়, ভিডিও ভাইরাল ...

'একদল নির্বোধ ১৮ বছর বয়সে আমাকে দলে নিয়েছিল', ১৯ বছরের কনস্টাসের অভিষেকের আগে বার্তা কামিন্সের ...

সান্তা সাজে ক্যাপ্টেন কুল, বক্সিং ডে টেস্টের আগে বিরাটরা কী উপহার চাইলেন মাহির কাছে?‌...

দর্শকদের বললেন চুপ থাকতে, মেলবোর্নে ভারতীয় দলের অনুশীলনে অন্য কোহলিকে দেখল অস্ট্রেলিয়া...

কেমন আছেন কাম্বলি?‌ জানুন চিকিৎসক কী বলছেন

'ও তো আমেরিকায় কৃষকদের লিগে খেলে', মেসিকে তীব্র আক্রমণ কিংবদন্তি আর্জেন্টাইন ফুটবলারের ...

অনুশীলনে বলের গ্রিপ নিয়ে রোহিতের পরীক্ষা নিরীক্ষা, মেলবোর্ন টেস্টে কি বল করবেন ভারত অধিনায়ক? ...

পাড়ুকোন ব্যাডমিন্টন স্কুল ও বেঙ্গল ব্যাডমিন্টন অ্যাকাডেমির শীতকালীন ক্যাম্প শেষ হল বানতলায়, উঠতি খেলোয়াড়দের দক্ষতা বাড...



সোশ্যাল মিডিয়া



01 24