আজকাল ওয়েবডেস্ক:‌ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ওভাল টেস্ট। সিরিজের শেষ টেস্ট। ইংল্যান্ড আপাতত এগিয়ে ২–১ ব্যবধানে। সিরিজ ড্র রাখতে হলে ভারতকে জিততেই হবে। 


তবে বৃষ্টি কিন্তু সমস্যায় ফেলতে পারে দু’‌দলকেই। বিশেষ করে ভারত যেখানে সিরিজে পিছিয়ে, সেখানে কিন্তু বৃষ্টি বিপাকে ফেলতে পারে শুভমন গিলদের। কারণ আকুওয়েদারের রিপোর্ট বলছে, ওভাল টেস্টের পাঁচ দিনই রয়েছে বৃষ্টির সম্ভাবনা।


প্রথম দিন অর্থাৎ বৃহস্পতিবার যেমন বিকেলের দিকে ভাল রকম বৃষ্টির আশঙ্কা রয়েছে ওভালে। হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। কমলা সতর্কতা জারি করা হয়েছে। তৃতীয় ও পঞ্চম দিন বৃষ্টির সম্ভাবনা তুলনায় কম।


খেলার পাঁচ দিন সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪ ও ১৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। প্রথম দিন সকালে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আর স্থানীয় সময় বিকেল তিনটে থেকে হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি।


অর্থাৎ এই টেস্টেও বৃষ্টি ভাল রকম থাবা বসাতে পারে। এর আগে ম্যাঞ্চেস্টার টেস্টেও বৃষ্টির ভ্রুকুটি ছিল। কিন্তু খেলার পাঁচ দিনই কিন্তু বৃষ্টি হয়নি।


এদিকে, ওভাল টেস্টে বড় ঝুঁকি নিতে চলেছে টিম ইন্ডিয়া। জসপ্রীত বুমরা ছিটকে গিয়েছেন পঞ্চম টেস্টে। বিশ্বের অন্যতম সেরা বোলারকে বাইরে রেখে ওভালে দল নামাবে ভারত।


বুমরার পরিবর্তে হয়তো ওভালেই অভিষেক হতে চলেছে বাঁ হাতি পেসার অর্শদীপ সিংয়ের। তাঁর হাতে চোট ছিল। সেলাই পড়েছিল। এখন অবশ্য অর্শদীপ পুরোদস্তুর সুস্থ হয়ে উঠেছেন। বুমরা না খেলায় তাঁরই খেলার সম্ভাবনা বেশি।
ভারত হয়তো তিন পেসারে খেলতে পারে। অর্শদীপ সিং, আকাশদীপ ও মহম্মদ সিরাজ। ওভালে অর্শদীপের অভিষেক হওয়ার আগে তাঁর ছেলেবেলার কোচ যশবন্ত রাই বলেন, ‘‌দেশের হয়ে লাল বলের ক্রিকেট খেলার স্বপ্ন সব ক্রিকেটারই দেখে। অর্শদীপও সেই স্বপ্নই দেখে।’‌ 

২৫ বছর বয়সি অর্শদীপ সিং দেশের জার্সিতে ৬৩টি টি-টোয়েন্টি এবং ৯টি ওয়ানডে খেলেছেন। টি২০ বিশ্বকাপে অর্শদীপ সিং যুগ্মভাবে সর্বোচ্চ উইকেট শিকারী। ১৭টা উইকেট নেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি ফাইনালে ১৯-তম ওভার বল করেন অর্শদীপ। প্রোটিয়াদের মারার সুযোগই দেননি। সেই ওভারে মাত্র ৪ রান দিয়েছিলেন তিনি। এহেন অর্শদীপের টেস্ট অভিষেক হতে চলেছে ওভালে

 

আরও পড়ুন:‌ ডুরান্ড ডার্বিতে মুখোমুখি মোহনবাগান-মহামেডান, সাদা-কালো শিবিরকে হালকা ভাবে নিচ্ছে না সবুজ-মেরুন

ভারত সিরিজে পিছিয়ে রয়েছে ২-১-এ। ম্যানচেস্টারে ভারত একসময়ে হারের গন্ধ পেয়েছিল। কিন্তু ভারতীয় ব্যাটাররা ম্যাচ বাঁচিয়ে দেন। সেই ম্যাচে কম বিতর্ক হয়নি

এদিকে, বড় ধাক্কা ইংরেজ শিবিরে, ওভাল টেস্টে নেই স্টোকস। চোটের জন্য ছিটকে গেলেন অধিনায়ক বেন স্টোকস। ভারতের বিরুদ্ধে সিরিজের শেষ টেস্টে তিনি খেলতে পারবেন না। স্টোকসের ছিটকে যাওয়ার কথা বুধবার আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেছে ইংল্যান্ড। ওভাল টেস্টের দলে চার পরিবর্তন করেছে তারা। স্টোকসের অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব সামলাবেন অলি পোপ। 

অন্যদিকে ভারতীয় দলেও রয়েছে একাধিক বদলের সম্ভাবনা। ব্যাটিংয়ে হয়ত পরিবর্তন হবে না। তবে বোলিংয়ে বড়সড় পরিবর্তন হতে পারে।