মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

বিদেশ | Bangladesh: ৬২ জেলায় নামছে সেনা, নির্বাচনে দায়িত্বে থাকবে সাড়ে ৭ লাখ ফোর্স

Pallabi Ghosh | ০২ জানুয়ারী ২০২৪ ১৫ : ৩৯Pallabi Ghosh


সমীর দে, ঢাকা: বিএনপিসহ সমমনা কয়েকটি দলের নির্বাচন বর্জনের মধ্যেও জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। লড়াইটা হচ্ছে মূলত আওয়ামী লিগ ও নিজ দলের স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে। প্রচার-প্রচারণা কেন্দ্র করে এরই মধ্যে বেশ কিছু সংঘাতের খবর মিলেছে। বিরোধীদের ভোট বর্জন সহ অসহযোগের হুমকি তো আছেই। তাই সহিংসতার বিষয়ে সজাগ আইন শৃঙ্খলা বাহিনী। ভোটের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে মাঠে থাকবে ব়্যাব, পুলিশ, আনসার, বিজিবি, কোস্টগার্ড, এপিবিএনের সাড়ে সাত লাখ ফোর্স। এছাড়া ভোটের আগে-পরে ৮ দিন থাকবে সেনাবাহিনী। কাল বুধবার মাঠে নামছে সেনা সদস্যরা। ৬২ জেলাতে দায়িত্ব পালন করবেন। বাংলাদেশ বিমান বাহিনী হেলিকপ্টার যোগে পার্বত্য অঞ্চলের ভোটকেন্দ্র সমূহে প্রয়োজনীয় হেলিকপ্টার সহায়তা দেবে। জরুরি প্রয়োজনে বিমান বাহিনীর প্রয়োজনীয় সংখ্যক হেলিকপ্টারও প্রস্তুত রাখা হয়েছে।
জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র, প্রার্থী, ভোটার, প্রিসাইডিং অফিসার ও রিটার্নিং অফিসারসহ প্রত্যেককে নিরাপত্তা দিতে এরই মধ্যে নির্বাচনী ছক তৈরি করেছে আইন শৃঙ্খলা বাহিনী। নির্বাচন সুষ্ঠু করতে মাঠে মোতায়েন করা রয়েছে সাড়ে সাত লাখের বেশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, যা গত একাদশ সংসদ নির্বাচনের চেয়ে এক লাখ ৩০ হাজার বেশি। ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের ভোটে বিজিবি-কোস্টগার্ড ১১ দিন, ব়্যাব আর্মড পুলিশ ব্যাটালিয়ন ৮ দিন, সশস্ত্রবাহিনী ১০ দিন নিয়োজিত ছিল। ২০১৪ সালের ৫ জানুয়ারি এবং ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের সংসদ নির্বাচনে সশস্ত্র বাহিনীর প্রায় ৫০ হাজার সদস্য মোতায়েন করা হয়েছিল।
বুধবার থেকে মাঠে কার্যক্রম শুরু হলেও একদিন আগেই অর্থাৎ মঙ্গলবার থেকে দূরের জেলায় যাওয়া শুরু করেছে সেনা সদস্যরা। সেইসঙ্গে দুই জেলায় নামছে নৌবাহিনীও। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর জানিয়েছে, সশস্ত্র বাহিনী শান্তি-শৃঙ্খলা নিশ্চিতে ৩ থেকে ১০ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশন/স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদান করবে। সশস্ত্র বাহিনীর সদস্যরা প্রতিটি জেলা/উপজেলা/মেট্টোপলিটন এলাকার ‘নোডাল পয়েন্ট’ ও অন্যান্য সুবিধাজনক স্থানে অবস্থান করবে। সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের অনুরোধক্রমে ও সমন্বয়ের মাধ্যমে বাহিনীসমূহ এলাকাভিত্তিক মোতায়েন সম্পন্ন করবে।
আইএসপিআর জানায়, উপকূলীয় দুটি জেলাসহ (ভোলা ও বরগুনা) ১৯টি উপজেলায় দায়িত্ব পালন করবে নৌবাহিনী। সমতলে সীমান্তবর্তী ৪৫টি উপজেলায় বিজিবি এককভাবে দায়িত্ব পালন করবে। এছাড়া সীমান্তবর্তী ৪৭টি উপজেলায় সেনাবাহিনী বিজিবির সঙ্গে এবং উপকূলীয় চারটি উপজেলায় কোস্ট গার্ডের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে যৌথভাবে দায়িত্ব পালন করবে। সশস্ত্র বাহিনী বিভাগে বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ ও আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সমন্বয়ে যৌথ সমন্বয় সেল স্থাপন করা হয়েছে, যা ১০ জানুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে।
পুলিশ সদরদপ্তর সূত্রে জানা যায়, নির্বাচনে সেনাবাহিনী, ব়্যাব, বিজিবি, আনসার ও কোস্টগার্ডের সদস্যরা মাঠে থাকলেও নিরাপত্তার মূল দায়িত্বে থাকবে পুলিশ। নির্বাচনে পুলিশের প্রায় ৮০ শতাংশ সদস্য ভোটের মাঠে মোতায়েন থাকছে। নির্বাচনী দায়িত্ব পালনের জন্য অধিকাংশ জায়গায় বিরতিহীনভাবে ডিউটি থাকবে পুলিশ সদস্যদের। আবার কিছু জায়গায় থাকবে শিফটিং ও মোবাইল টহল। নিশ্ছিদ্র নিরাপত্তা দিতে পুলিশ সদস্যরা নিজেদের ও অন্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবেন।




বিশেষ খবর

নানান খবর

নানান খবর

ইলন মাস্ককে দেখা যাবে ‘আয়রন ম্যান’ অবতারে? জল্পনা উস্কে দিলেন টেসলাকর্তা...

পরকীয়ায় জড়ালেও মিলবে না শাস্তি! আইন বাতিল করে স্পষ্ট জানাল আদালত...

এক জীবনে দু'বার মৃত্যু! রাজনৈতিক নেতার কামাল দেখে চমকে গিয়েছিলেন সকলে...

অফিসে নাক ডেকে ঘুম, ধরা পড়লেও লক্ষ লক্ষ টাকা জিতলেন কর্মী! অবাক কাণ্ডে শোরগোল ...

ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে কলকাতা যোগ! স্বাস্থ্য ব্যবস্থায় থাকবেন জয়? জানুন তাঁর পরিচয়...

আপনার পেন ধরার স্টাইল আপনার মানসিকতা বুঝিয়ে দেয়, কীভাবে জানলে অবাক হবেন ...

ইউরোপের অজানা তথ্য, জানলে চমকে উঠবেন

নতুন আবিষ্কার কীভাবে জব্দ করবে এই রোগকে, কী জানাল হু ...

পণ পেয়েও খুশি নয়, আরও চাই, রাগ থেকে চলত স্ত্রীর ওপর অত্যাচার, মরিয়া হয়ে কী করল স্বামী?...

দেওয়ালে আটকে রয়েছে একটি কলা, নীলামে দাম উঠল ৫২ কোটি টাকা, কেন...

পৃথিবীর প্রাচীন বর্ণমালার সন্ধান মিলল সিরিয়াতে, কোন রহস্য লুকিয়ে আছে সেখানে...

সাময়িক অভিভাবকদের ধন্যবাদ জানিয়ে এবার বিদায়ের পালা...

ট্রাম্প ক্ষমতায় আসার পরই ইলন মাস্কের নতুন মাইলফলক, কোন নতুন রেকর্ড করলেন টেসলা কর্তা...

কানাডা থেকে সহজেই এবার আসা যাবে ভারতে, কী সিদ্ধান্ত নিল কানাডা সরকার...

দুবাইগামী বিমানে যাত্রীদের জন্য নিয়মে বড়সড় পরিবর্তন, না জানলেই সমস্যায় পড়বেন...

জন্মদিন পালন করতে গিয়ে অঘটন! আটলান্টায় নিজের গুলিতেই মৃত্যু ভারতীয় ছাত্রের...



সোশ্যাল মিডিয়া



01 24