বৃহস্পতিবার ২৩ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
RD | ২৩ জানুয়ারী ২০২৫ ১৭ : ০১Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: লাদাখের গালওয়ান। অপরূপ প্রকৃতিক সৌন্দর্য্যে ভরপর ভারতের এই জায়গা। তবে, এই নাম শুনলেই অনেকের মনে উঁকি দেয় পাঁচ বছর আগে ভারত ও চিনা সেনা সংঘর্ষের ঘটনা। কিন্তু সময় এগিয়েছে। বদলে যাচ্ছে পরিস্থিতি। ফলে, খুব শীঘ্র পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে গালওয়ান উপত্যকা৷ পরিকাঠামোগত উন্নয়ন এবং বাকি নিরাপত্তার দিকটি খতিয়ে দেখার কাজ এগিয়েছে। এবার তাই ভারতীয় সেনা, স্থানীয় প্রশাসন এবং স্থানীয় অংশীদারদের সহযোগিতায় গালওয়ান উপত্যকা এবং হট স্প্রিং (উষ্ণ প্রস্রবণ) এলাকাটি কেবলমাত্র দেশীয় পর্যটকদের জন্য খুলে দেওয়ার পরিকল্পনা হয়েছে।
সেনা দিবসে (১৫ জানুয়ারি) প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং পর্যটকদের জন্য গালওয়ান উপত্যকা খুলে দেওয়ার কথা জানিয়ে ছিলেন ৷ তাঁর দাবি, প্রাকৃতিক সৌন্দর্য্যের ডালি সাজানো ও দেশের সীমান্তে অবস্থিত গালওয়ানে পর্যটক ভিড় জমালে তা স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করবে। রাজনাথ জানিয়েছেন যে, লাদাখের পর্যটন শিল্প এবং আঞ্চলিক উন্নয়নের জন্য ভারতীয় সেনাদের আত্মত্যাগের স্মরণে যুদ্ধের স্মৃতিসৌধ স্থাপন থেকে শুরু করে বন্যপ্রাণী এবং সাংস্কৃতিক পর্যটনের প্রচার করা হচ্ছে ৷
গালওয়ান উপত্যকা খুলবে কবে?
চলতি বছরের জুন মাস থেকে পর্যটকদের জন্য গালওয়ান উপত্যকা খুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে ৷ লাদাখের ঐতিহ্য-অর্থনীতির বিস্তার এবং সশস্ত্র বাহিনীর বীরত্বকে সম্মানিত করার বিষয়টি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে বিবেচিত।
অল লাদাখ ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য এবং রেকি টিমের প্রতিনিধি লবজাং বিসুধা জানিয়েছেন, প্যাংগং হ্রদ বিপুল সংখ্যক পর্যটকদের আকৃষ্ট করছে ৷ অল লাদাখ ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন, ট্যাক্সি ইউনিয়ন, টেম্পো ইউনিয়ন, বাইক ইউনিয়ন এবং এএলজিএইচএ প্রতিনিধিদের ১০ সদস্যের একটি দল ১৯ জানুয়ারি গালওয়ান এলাকার রেকি করেছে। রেকিটি জিওসি খারু বিভাগ দ্বারা আয়োজন করা হয়েছিল এবং প্রাথমিকভাবে এলাকাটি দেশীয় পর্যটকদের জন্য খুলে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।
গালওয়ানে দু'টি মূল পয়েন্ট করার পরিকল্পনা করা হয়েছে বলেও জানান লবজাং বিসুধা৷ একটি হল ডারবুক থেকে ৫৬ কিলোমিটার দূরে, যেখানে একটি ক্যাফেটেরিয়া, স্যুভেনির শপ এবং প্রায় ৩০ জন লোকের আবাসন তৈরি করা হচ্ছে। আরেকটি ডারবুক থেকে ১২০ কিলোমিটার দূরে শায়োকে। এই গ্রামই হল লাদাখ সীমান্তে শেষ বসতি গ্রাম।
দীর্ঘদিন ধরে গালওয়ানকেও পর্যটনক্ষেত্র হিসাবে গড়ে তোলার জন্য চেষ্টা চলছিল বলে জানিয়েছেন এলএএইচডিসি লেহ'র এক্সিকিউটিভ কাউন্সিলর তাশি নামগিয়াল ইয়াকজি৷ তিনি বলেন, "২০২০ সালের গালওয়ানের ঘটনার পর এই উপত্যকা উল্লেখযোগ্য মনোযোগ আকর্ষণ করেছে এবং লোকেরা এই অঞ্চলটি দেখার জন্য খুব উৎসাহিত। প্রতিরক্ষা কর্তৃপক্ষও গত দুই থেকে তিন বছর ধরে এটি নিয়ে কাজ করছে ৷ একটি যুদ্ধের স্মৃতিসৌধ স্থাপনের ব্যবস্থা করা হয়েছে।"
২০২০ সালের স্মৃতিসৌধের অংশ হিসাবে গালওয়ানে একটি মিউজিয়ামও তৈরি করা হচ্ছে। পর্যটকরা যাওয়ার সময় অপূর্ব সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার এবং দু'দিনব্যাপী বার্ষিক বৌদ্ধ উৎসব তারসিং কার্মোর সাক্ষী হওয়ার সুযোগ পাবেন৷"
এই উদ্যোগটি পূর্ব লাদাখের জনগণকে উপকৃত করবে৷ প্রাচীন সিল্ক রুট এবং দুর্গের অবশিষ্টাংশ-সহ এই অঞ্চলের ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। গালওয়ান লেহ জেলা সদর থেকে ২৪০ কিলোমিটার এবং জেলার ডরবুক তহসিল থেকে ১২০ কিমি দূরে অবস্থিত।
ডারবুকের পর্যটকরাপ্যাংগং হ্রদে ভ্রমণ করে এবং একই দিনে ফিরে আসতে পারবেন। যদি গালওয়ান খোলা হয় তাহলে পর্যটকদের গাড়িতে করে ১২০ কিলোমিটার ভ্রমণ করতে হবে এবং ডারবুকের গ্রামে রাত্রিযাপন করতে হবে। এর ফলে স্থানীয় ট্যাক্সি, হোটেল, গেস্ট হাউস এবং রেস্তোরাঁ-সহ সামগ্রিকবাবে স্থানীয় অর্থনীতিতে প্রভাব ফেলবে৷
স্বরাষ্ট্র মন্ত্রক ইতিমধ্যেই মার্টসেমিক পর্যন্ত প্রবেশের দরজা খুলে দিয়েছে। হট স্প্রিং এলাকায় বন্যপ্রাণকে কেন্দ্র করে পর্যটনের উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে। এই অঞ্চলটি অনন্য প্রজাতির যেমন বন্য ইয়াক, অ্যান্টিলোপ, প্যালাসের বিড়াল, তুষার চিতা, লিংক্স এবং অন্যান্য বিভিন্ন প্রাণীর আবাসস্থল। পর্যটকরা ভিড় জমালে এই অঞ্চলে পরিকাঠামোগত উন্নয়নও আরও বাড়বে।
#galwanvalleyinladakhtoopenfordomestictourists#পর্যটকদেরজন্যখুলেযাচ্ছেলাদাখেরগালওয়ানউপত্যকা# #galwanvalleytourist
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
এবার চিন সফরে ভারতের বিদেশ সচিব, বেজিংকে কী বার্তা দেবে দিল্লি? ...
'অহিংসার ধারনা রক্ষার জন্য হিংসা প্রয়োজন', ইঙ্গিতে কী বার্তা প্রবীণ আরএসএস নেতার?...
ইডলিতে কামড় দিলেই দিতে হচ্ছে হাজার হাজার টাকা! কী এমন রয়েছে তাতে? সত্যি সামনে আসতেই চোখ ছানাবড়া নেটিজেনদের ...
ক্লাস চলার মাঝেই বেরিয়ে গেল, সোজা ব্যালকনিতে, তারপরেই…, পড়ুয়ার চরম পদক্ষেপে আঁতকে উঠছেন সকলে...
দুর্নীতি-কাজে ফাঁকি, একাধিকবার অভিযোগ থাকলেই পুলিশকর্মীকে জোর করে অবসর, যোগীর সিদ্ধান্তে পুলিশে থর হরি কম্প...
ফাঁকা জমির উপর হাজার হাজার তাঁবু-কাঠামো! মহাকাশ থেকে কেমন দেখাচ্ছে মহাকুম্ভকে? ...
আচমকাই ঠান্ডা গায়েব দিল্লিতে! সামনে এল জানুয়ারিতেই তাপমাত্রা বাড়াল আসল কারণ ...
সমর্থন প্রত্যাহারের চিঠি ‘বিভ্রান্তকর’! উল্টে মণিপুর রাজ্য সভাপতিকেই বরখাস্ত, ঘণ্টায় ঘণ্টায় চর্চায় নীতীশের দল ...
‘আগুন লেগেছে’, আতঙ্কে ট্রেন থেকে লাইনে ঝাঁপ দিতেই যাত্রীদের পিষে দিল অন্য ট্রেন, হতাহত বহু ...
দুমদাম সার্চ করেন! এগুলো সার্চ করেননি তো? দেখে নিন, নইলে হানা দেবে পুলিশ...
বিয়ের কয়েক মিনিট আগে উধাও পাত্রী, তরুণীর আসল পরিচয় জেনে মাথায় হাত পাত্রের ...
মেধাবী পড়ুয়াদের জন্য বিশেষ লোনের অফার, টাকার অঙ্ক জানলে চোখ কপালে উঠবে ...
শীতের পথে বড় বাধা, কোথায় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর...
আইফোন চোর সন্দেহে যুবককে বেদম মার, তার মাঝেই ঘটনায় নাটকীয় মোড়! কী এমন হল? ...
সুদ পাবেন ৮.৬০ শতাংশ, কোন ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করবেন দেখে নিন...