শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Riya Patra | ০৮ ডিসেম্বর ২০২৩ ১২ : ৫৯Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: পাশে পেয়েছেন দলকে। পেয়েছেন কংগ্রেস এবং সিপিএমকেও। লোকসভায় মহুয়া মৈত্রর হয়ে ভেতরে যেমন সওয়াল করেছেন সাংসদ এবং কংগ্রেস দলনেতা অধীর চৌধুরী, তেমনি বাইরে সাংবাদিক সম্মেলনের সময় পিছনেই অন্য তৃণমূল সাংসদদের সঙ্গে ঠায় দাঁড়িয়ে ছিলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। যা অনেকটাই তুলে ধরেছে উত্তরের তিন রাজ্যের বিপর্যয়ের পরেও দেশে বিজেপি বিরোধী আইএনডিআইএ (ইন্ডিয়া) জোটের ঐক্য। কিন্তু জোটের অন্যতম শরিক সিপিএম মহুয়া মৈত্রর হয়ে সওয়াল করলেও তৃণমূল তাকে কোনও গুরুত্বই দিতে চাইল না।
শুক্রবার সিপিএম নেতা ও রাজ্যসভার সাংসদ বিকাশ ভট্টাচার্য মহুয়া মৈত্রর সাংসদ পদ খারিজ সম্পর্কে বলেন, "ভারতীয় সংসদের ইতিহাসে এটি একটি কলঙ্কজনক অধ্যায়। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি কিছু প্রশ্ন করেছেন। সেটা টাকার বিনিময়ে কি বিনিময়ে নয় সেটা নির্ভর করে প্রশ্নটা নিয়ে তদন্ত হলে। যদি দেখা যায় তিনি যথার্থ প্রশ্ন করেছেন, তাহলে টাকা নেওয়ার বিষয়টি দাঁড়াচ্ছে না। কারণ, কেউ টাকা নিয়ে সেই তথ্য প্রমাণ করার জন্য তো প্রশ্ন করবে না। আর যদি প্রমাণ হত তিনি যে বক্তব্য রেখেছেন সেটা অযৌক্তিক, তবে প্রশ্ন উঠত অযৌক্তিক প্রশ্ন তিনি করলেন কী করে? নিশ্চয়ই এর পিছনে অন্য কোনও ব্যবসায়িক স্বার্থ লুকিয়ে আছে। তাহলে প্রাথমিক দায়িত্বটা ছিল যে বিষয়ে তিনি প্রশ্ন করেছেন সেই বিষয়টি নিয়ে তদন্ত করার। বিজেপি যেহেতু লোকসভায় সংখ্যাগরিষ্ঠ তাই তারা সেটাকে বিরোধী কন্ঠ স্তব্ধ করতে ব্যবহার করল।"
সংসদের ভিতরে মহুয়ার হয়ে জোর সওয়াল করার পর বাইরেও লোকসভার কংগ্রেস দলনেতা অধীর চৌধুরী বলেন, ‘ভিত্তিহীন তথ্যের ওপর ভিত্তি করে এবং প্রতিশোধের ভাবনা থেকেই এসব করা হল। রোজ শাসক দল বিজেপির নেতারা মহিলাদের নিয়ে বড় বড় কথা বলেন। আজ নতুন সংসদ ভবনে সবার আগে সেই মহিলা সাংসদকেই বলির কাঠে চড়ানো হল।’ অধীর বলেছেন, ২০০৫ সালে সোমনাথ চ্যাটার্জি অধ্যক্ষ থাকার সময়কার ঘটনার সঙ্গে আজকের ঘটনার তুলনা চলেনা। কংগ্রেস প্রসঙ্গে নীরব থাকলেও মহুয়া ইস্যুতে এগিয়ে আসার পরেও সিপিএম সম্পর্কে উদাসীনতাই দেখাল তৃণমূল। প্রাক্তন সাংসদ ও রাজ্য তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, "সিপিএমকে আমরা পাত্তাও দিচ্ছি না। কারণ ওরা দ্বিচারিতা করে। দিল্লিতে পাশে দাঁড়াবে আর বাংলায় এসে বিজেপির দালালি করবে। যাকে বলে ভোটকাটুয়া। সিপিএম বাংলায় খায় না মাথায় দেয় সেটাই কেউ জানে না।"
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
নাগাল মিলছে না জিনাতের, পুরুলিয়ার মানুষ শিউরে উঠছেন ২০১৫-এর কথা মনে করে ...
নেই চিকিৎসক, কম্পাউন্ডারই রোগী দেখেন সাহেবখালি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ...
কীরকম ছিল সুলতানি আমলের স্নানগার? উত্তর পেতে যেতে হবে মালদায়...
অনুপ্রবেশ হতে পারে সীমান্তের এই ১০টি গ্রাম দিয়ে, আশঙ্কায় মুড়ে দেওয়া হল সিসিটিভি ক্যামেরায়...
ট্রেনের ধাক্কায় কেটে গিয়েছিল পা, অ্যাম্বুলেন্স আহত সারমেয় পৌঁছল হাসপাতালে, হল অপারেশন...
অভিষেক ব্যানার্জির নাম করে কালনার পুর-চেয়ারম্যানকে ফোনে হুমকি! ৫ লাখ দাবি, গ্রেফতার ৩ ...
কেমন আছেন স্নাতকোত্তর চিকিৎসকরা? খোঁজ নিতে হাসপাতালে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি ...
নিজের বন্দুক দিয়ে মাথায় গুলি করে আত্মঘাতী বিএসএফ জওয়ান, মাথাভাঙার ঘটনা...
বর্ষ শেষে দু'দিন বন্ধ থাকবে যশোর রোড, ভোগান্তির আশঙ্কা...
মুর্শিদাবাদে রেল লাইনে 'নাশকতার' ছক! ধৃত ২ যুবক ...
বড়দিনের রাতে বেপরোয়া গাড়ি, দোকান ভেঙে পরপর ধাক্কা বাইক-সাইকেলে, গতির বলি দুই...
আদিবাসী সংস্কৃতিকে তুলে ধরতে ফ্যাশন শো, র্যাম্পে হাঁটলেন রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডি...
বড়দিনে ছাড়িয়ে গেল এবছরের সব রেকর্ড, আলিপুর থেকে দার্জিলিংয়ের চিড়িয়াখানা, কত ভিড় হল জানেন?...
বড়দিনে ঘরে মোবাইল ফোনের সঙ্গে নয়, সময় কাটুক মাঠে ,অভিনব উদ্যোগ তৃণমূল বিধায়কের ...
অশান্তি-উত্তেজনার মাঝেই বড়দিনের শুভেচ্ছা বিনিময় ভারত-বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর...