সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

Diamantakos scores important goal for East Bengal against Jamshedpur

খেলা | 'এ ভাবে খেললে সেরা ছয়ে থাকব', আত্মবিশ্বাসী ইস্টবেঙ্গলের দিমি

KM | ২২ ডিসেম্বর ২০২৪ ২২ : ০৮Krishanu Mazumder


আজকাল ওয়েবডেস্ক: টানা সাতটি ম্যাচে জয়হীন থাকার পর ইস্টবেঙ্গল এফসি তাদের নয়া কোচ অস্কার ব্রুজোনের তত্ত্বাবধানে যে ভাবে সাফল্যে ফিরে এসেছে, তা এক কথায় অনবদ্য। এই ঘুরে দাঁড়ানোর রহস্য জানতে চাওয়া হলে শনিবার রাতে কোচ ব্যাখ্যা দেন দলের ছেলেদের মধ্যে জয়ের খিদে বাড়িয়ে দিয়েছেন তিনি। যে খিদে, যে কোনও কারণেই হোক, তাদের মধ্যে ছিল না।

এর আগের ম্যাচে পাঞ্জাব এফসি-র বিরুদ্ধে পিছিয়ে থেকেও অসাধারণ জয় তাদের কতটা আত্মবিশ্বাস জুগিয়েছে, তা শনিবারের ম্যাচে পারফরম্যান্সেই বুঝিয়ে দেয় লাল-হলুদ বাহিনী। রীতিমতো দাপুটে ফুটবল খেলে জামশেদপুর এফসি-কে ১-০-য় হারিয়ে লিগ টেবলে একধাপ ওপরে উঠে আসে তারা। ৬০ মিনিটের মাথায় চোট সারিয়ে মাঠে ফেরা গ্রিক ফরোয়ার্ড দিমিত্রিয়স দিয়ামান্তাকসের গোলে ম্যাচ জেতে লাল-হলুদ ব্রিগেড।

গোল করে দলকে এই গুরুত্বপূর্ণ জয় এনে দিয়ে খুশি ইস্টবেঙ্গলের ‘দিমি’ শনিবার ম্যাচের পরে indiansuperleague.com কে বলেন, “দল তিন পয়েন্ট জেতায় আমি খুশি। দলের এই জয়ে অবদান রাখতে পেরেও আমি খুশি। কিন্তু অনেকগুলো গোলের সুযোগ হাতছাড়া করেছি, সে জন্য খারাপ লাগছে। ওই সুযোগগুলো কাজে লাগাতে পারলে আরও আগেই ওদের শেষ করে দেওয়া যেত। তবে শেষ পর্যন্ত তিন পয়েন্ট পেয়েছি, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ”।

পরে মিক্সড জোনে সাংবাদিকদের তিনি ছন্দে ফেরা প্রসঙ্গে বলেন, “এখন আমরা একটা পরিবার। সব সময়, মাঠে, মাঠের বাইরে আমরা একসঙ্গে থাকি, একসঙ্গে অনুশীলন করি, খেলি। আমাদের মধ্যে এখন জেতার মানসিকতা চলে এসেছে, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার”।

দলনেতা ক্লেটন সিলভা ক্রমশ ফর্মে ফিরছেন, এই কারণেও খুশি দিয়ামান্তাকস বলেন, “ক্লেটন আমাকে অনেক সাহায্য করেছে ঠিকই। আমাদের ক্যাপ্টেনকে আমরা এ রকম সেরা ফর্মেই দেখতে চাই। তবে শুধু ও নয়, দলের সবারই সাহায্য পাচ্ছি আমি। এটাই তো টিমগেম”।

গত পাঁচটির মধ্যে চারটি ম্যাচে জেতায় সমর্থকেরা অনেকেই সেরা ছয়ে পৌঁছনোর ব্যাপারে আশাবাদী। তাঁদের আশ্বস্ত করে গতবারের গোল্ডেন বুটজয়ী তারকা বলেন, “লিগের শুরুটা আমাদের ভাল হয়নি ঠিকই। তবে আমরা এখন ছন্দে ফিরেছি। আমরা যদি এ ভাবে খেলতে পারি, যদি আরও পরিশ্রম করে যেতে পারি, তা হলে আমাদের পক্ষে সেরা ছয়ে থাকা অবশ্যই সম্ভব”।

দলের অধিনায়ক ও ব্রাজিলীয় ফরোয়ার্ড ক্লেটন সিলভাও এই ব্যাপারে একমত। তবে তিনি মাত্র চারটি জয় পেয়েই হাওয়ায় ওড়ার পক্ষপাতী নন। শনিবারের জয় নিয়ে ক্লেটন বলেন, “সমর্থকদের সামনে ভাল খেলে জিততে পেরে খুবই ভাল লাগছে। এখন আমাদের এই ছন্দ ধরে রাখতে হবে। পরের ম্যাচগুলি জিতে সেরা ছয়ে প্রবেশ করতে পারলে, সেটাই সমর্থকদের কাছে সেরা উপহার হবে”।

নিজের পারফরম্যান্সে ক্রমশ উন্নতি নিয়ে ক্লেটন বলেন, “আগে বেশিক্ষণ খেলার সময় পাচ্ছিলাম না। বেশিক্ষণ খেলার সুযোগ পেলে নিজেকে মেলে ধরার সুযোগ পাওয়া যায়। আত্মবিশ্বাস বেড়ে গেলে একাগ্রতাও বেড়ে যায়। আগের চেয়ে বেশি আত্মবিশ্বাস ফিরে পেয়েছি আমি। তবে এখনও অনেক কিছু করার বাকি আছে। এখনই এত বেশি আকাশে ওড়ার প্রয়োজন নেই। এখন মাথা ঠাণ্ডা রেখে ভাল খেলে যেতে হবে, জিততে হবে”।

দলের নির্ভরযোগ্য উইঙ্গার নন্দকুমার শেকর, যিনি ম্যাচের একমাত্র গোলে অ্যাসিস্ট করেন, গতকাল তাঁর জন্মদিন ছিল। দলের জয়েই তিনি জন্মদিনের সেরা উপহারটি পেয়ে যান। তিনি বলেন, “দারুণ ম্যাচ হয়েছে আজ। একটা গোলে সাহায্য করতে পারাটাই আমার জন্মদিনের বড় উপহার। অসাধারণ জয় পেয়েছি আমরা। সে জন্য সতীর্থদের সবাইকে অভিনন্দন। আমাদের দলে খুব ভাল মানের ফুটবলার রয়েছে। কোচ খুব ভেবেচিন্তে ভাল দল বাছাই করেন। তারা প্রত্যেকেই একশো শতাংশ দেয়। পরিবর্ত খেলোয়াড়রাও দুর্দান্ত খেলে। এখানেই অনেক তফাৎ হয়ে যায়। আমি চাই, সমর্থকেরা প্রতি ম্যাচেই আসুন। আমরা আপনাদের খুশি করব”।

লাল-হলুদ বাহিনীর গোল প্রহরী প্রভসুখন গিল, যিনি এই ম্যাচটি পাঁচ-পাঁচটি দুর্দান্ত সেভ করে নিজেদের গোল অক্ষত রাখেন, তিনিও বলছেন সেরা ছয়ের লক্ষ্যেই এগিয়ে চলেছেন তাঁরা। বলেন, “ক্লিন শিটের চেয়ে দলের তিন পয়েন্ট পাওয়া বেশি গুরুত্বপূর্ণ। অবশ্য ক্লিন শিট রাখতে পারলে মানসিক ভাবে চাঙ্গা হই। এখন সুপার সিক্সই আমাদের লক্ষ্য। আশা করি সেই লক্ষ্য পূরণ করতে পারব”।

ইস্টবেঙ্গলের পরবর্তী ম্যাচ আগামী শনিবার হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে, যারা গত চারটি ম্যাচেই হেরেছে এবং সাত পয়েন্ট নিয়ে লিগ টেবলে ১২ নম্বরে রয়েছে। তাদের কোচ থাংবোই সিংতো-ও সম্প্রতি দায়িত্ব ছেড়ে দিয়েছেন। ফলে সহকারী কোচ শামিল চেমবখথ আপাতত দল চালাচ্ছেন। এই অবস্থায় থাকা দলের বিরুদ্ধে জয় দিয়েই বছর শেষ করতে চায় লাল-হলুদ বাহিনীর খেলোয়াড়রা। এই জয় তাদের লিগ টেবলে সেরা ছয়ের কাছাকাছি নিয়ে যেতে পারবে।

নতুন বছরের শুরুতেই তাদের পরপর তিনটি কঠিন ম্যাচে কড়া চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। ৬ জানুয়ারি তারা খেলবে ঘরের মাঠে মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে। ১৯ জানুয়ারি তারা খেলবে গোয়ায়। এই দুই ম্যাচের মাঝখানে ১১ জানুয়ারি তাদের মোহনবাগান সুপার জায়ান্টের মুখোমুখি হতে হবে। দু’সপ্তাহে এই তিন কঠিন লড়াইয়ের জন্য তাদের এখন প্রচুর আত্মবিশ্বাসের প্রয়োজন। বছর শেষে টানা তিন ম্যাচ জিততে পারলে নিশ্চয়ই সেই আত্মবিশ্বাস অর্জন করতে পারবে তারা।

 


#ISl#Diamantakos#EastBengal



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

কোহলির 'ধমক' খেয়ে ভাইরাল এই মহিলা অজি সাংবাদিক, কে তিনি? জানুন তাঁর আসল পরিচয় ...

পাক ম্যাচ চলাকালীন প্রেম নিবেদন ও শিশুর জন্ম, বিরল ঘটনা ক্রিকেট মাঠে ...

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের জন্য নিরপেক্ষ ভেন্যু চূড়ান্ত করল পাকিস্তান, কোথায় খেলবে টিম ইন্ডিয়া? ...

১৩ বছরের বৈভবকে কেন নিল রাজস্থান? আসল কারণ ফাঁস করলেন সঞ্জু ...

ইংরেজি না বলে বিতর্কের জন্ম দিলেন জাদেজা, মেলবোর্নে ভারত-অস্ট্রেলিয়া প্রীতি ম্যাচের বলই গড়াল না...

নিজের গোলে বল ঢুকিয়ে শিরোনামে মহমেডানের বাঙালি গোলকিপার, কেরলকে বড়দিনের উপহার সাদা-কালোর ...

ভারতের রানের পাহাড়ে পিষ্ট ওয়েস্ট ইন্ডিজ, বিশাল ব্যবধানে জয় হরমনপ্রীতদের ...

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কি যেতে পারবে ভারত? টিম ইন্ডিয়ার বাঁচা মরা পাকিস্তানের হাতে...

ফর্মে ফেরার মন্ত্র রোহিতকে, এই প্রাক্তনের পরামর্শ শুনলে রানে ফিরবেনই হিটম্যান ...

'হায়দরাবাদের বিরুদ্ধেও আক্রমণাত্মক ফুটবল খেলব', জামশেদপুরকে হারিয়ে হুঙ্কার অস্কারের...

সন্তোষে চতুর্থ ম্যাচে এসে থেমে গেল বাংলার জয়ের ধারা, মণিপুরের সঙ্গে ড্র সঞ্জয়ের ছেলেদের ...

আক্রমণাত্মক ফুটবলই অস্ত্র, জামশেদপুরকে হারিয়ে দশে উঠে এল ইস্টবেঙ্গল...

চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিম ইন্ডিয়ার প্রথম ম্যাচ কবে? ভারত-পাক দ্বৈরথই বা কবে? জানা গেল সম্ভাব্য সূচি ...

'সবকিছু না জেনে, মন্তব্য করবেন না', সমালোচকদের পাল্টা জবাব পৃথ্বীর...

ভাগ্য বদলাতে ভোল বদলালেন, বক্সিং ডে টেস্টের আগে নতুন লুকে কোহলি ...

ম্যাচটা অন্তত ড্র হওয়া উচিত ছিল, গোয়ার কাছে হেরে ভাগ্যকে দুষলেন মোলিনা...

মাণ্ডবীতে নৌকাডুবি! থামল বিজয়রথ, আইএসএলে দ্বিতীয় হার মোহনবাগানের ...

গোয়ায় থামল বিজয়রথ, আইএসএলে দ্বিতীয় হার মোহনবাগানের ...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



12 24