শুক্রবার ১৭ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

বাণিজ্য | পুরনো প্যান বদলে কীভাবে আবেদন করবেন প্যান ২.০ -এর জন্য? জানুন বিশদে

দেবস্মিতা | ০৯ ডিসেম্বর ২০২৪ ১৬ : ৩৩Debosmita Mondal


আজকাল ওয়েবডেস্ক: বাজারে আসছে প্যান কার্ড ২.০। নতুন প্যান কার্ডে থাকবে কিউআর কোড। এতে গ্রাহকের সুরক্ষা বাড়বে আরও এমনটাই জানিয়েছে আয়কর দপ্তর। এই প্যান সহজেই ধরে ফেলতে পারবে নকল প্যান কার্ড। যে কোনও ধরনের কারচুপি রুখতে পারে প্যান কার্ড ২.০। কীভাবে আবেদন করবেন এই প্যান কার্ডের জন্য? 

 

 

আপনাকে প্রথমে যেতে হবে এনএসডিএল প্যান পোর্টালে। https://www.onlineservices.nsdl.com । সেখানে গিয়ে অ্যাপ্লাই ফর প্যান ২.০ বা রিকোয়েস্ট ই-প্যান অপশনে যেতে হবে। সেখানে সম্পূর্ণ তথ্য দিতে হবে। নাম, জন্মতারিখ আর আধার নম্বর। এরপর প্রমাণপত্র হিসেবে ডকুমেন্টস, ছবি এবং সই আপলোড করতে হবে। তারপর ডিজিটাল পেমেন্ট অপশনে গিয়ে টাকা জমা করতে হবে। ভেরিফাই করার জন্য মোবাইল নম্বর কিংবা ইমেলে ওটিপি যাবে। সেই ওটিপি দিয়ে দিলেই কিছু সময় পরে প্যান রেজিস্টার করা ইমেলে পৌঁছে যাবে। 

 

 

এছাড়া আপনি ইউটিআইআইটিএসএল থেকেও আবেদন করতে পারেন নতুন প্যানের জন্য। আধার কার্ড ছাড়া প্রমাণপত্র হিসেবে পাসপোর্ট, ভোটার কার্ড কিংবা ড্রাইভিং লাইসেন্স যে কোনও একটি জমা করতে পারবেন। ঠিকানার প্রমাণপত্র হিসেবে ইলেকট্রিক বিল, গ্যাসের বিল, ব্যাঙ্কের পাশবইয়ের স্ট্যাটাস কিংবা বাড়িভাড়ার কাগজপত্র যে কোনও একটি জমা করতে পারেন। জন্মের প্রমাণপত্র হিসেবে জন্মের শংসাপত্র, স্কুল লিভিং সার্টিফিকেট কিংবা পাসপোর্ট যে কোনও একটা জমা করতে পারবেন। 

 

 

কারা আবেদন করতে পারবেন প্যান ২.০ এর জন্য? যে কোনও ভারতীয় নাগরিক যাদের আর্থিক লেনদেনের জন্য যেমন ট্যাক্স ফাইল করা প্রভৃতির জন্য প্যানের প্রয়োজন। যেসব কোম্পানি, ফার্ম ভারতীয় আইন অনুসারে রেজিস্টার করা আছে সেইসব কোম্পানিগুলি। যেসব বিদেশী যাঁরা ভারতের স্থায়ী বাসিন্দা নন কিন্তু ব্যবসা অথবা অর্থনৈতিক কাজকর্ম করার জন্য ভারতের সঙ্গে নিত্য যোগাযোগ করতে হয়। পুরনো প্যান কার্ড থাকলেও নতুন প্যান কার্ডের জন্য আবেদন করতে পারেন নাগরিকেরা। তবে কিউআরকোড যুক্ত নতুন প্যান এলেও প্যান নম্বর একই থাকবে গ্রাহকের। 


#PanCard



বিশেষ খবর

নানান খবর



সোশ্যাল মিডিয়া



12 24