বুধবার ০৫ ফেব্রুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ৩০ নভেম্বর ২০২৪ ২১ : ৫৮Sampurna Chakraborty
মোহনবাগান - ১ (কামিন্স)
চেন্নাইন এফসি - ০
সম্পূর্ণা চক্রবর্তী: ম্যাচের বয়স ৮৫ মিনিট। দিমিত্রি পেত্রাতোসের পরিবর্তে নামলেন গ্রেগ স্টুয়ার্ট। যত কাণ্ড এক মিনিটে। তাঁর প্রথম টাচই পোস্টে লাগে। এক মিনিটের মধ্যে স্কটিশ ফরোয়ার্ডের পাস থেকে জয়সূচক গোল কামিন্সের। এলেন, দেখলেন, জয় করলেন। স্টুয়ার্ট আরও একবার বুঝিয়ে দিলেন, মোহনবাগানের এই দলে তিনিই ম্যাজিশিয়ান। চোটের জন্য ওড়িশা এবং জামশেদপুর ম্যাচ খেলেননি। প্রত্যাবর্তনেই বাজিমাত। অসাধারণ টাচ। তিনি নামার আগে পর্যন্ত মোহনবাগানের খেলায় সেই মশলা, ঝাঁঝ ছিল না। স্টুয়ার্ট নামতেই উঠল ঝড়। সংযুক্তি সময় মিলিয়ে শেষ ১০ মিনিটের ঝড়ে উড়ে গেল চেন্নাই। শনিবার রাতে যুবভারতীতে চেন্নাইন এফসিকে ১-০ গোল হারিয়ে আবার টেবিল শীর্ষে মোহনবাগান। ৯ মিনিটে ২০ পয়েন্ট হোসে মোলিনার দলের। বেঙ্গালুরুর সঙ্গে পয়েন্ট সমান হলেও গোল পার্থক্যে একনম্বরে সবুজ মেরুন। স্টুয়ার্টের দুটো শট পোস্টে লাগে। মনবীরের হেড ক্রসপিসে লাগে। নয়তো গোল সংখ্যা আরও বাড়তে পারত। স্টুয়ার্টের দিনে কামিন্সের কৃতিত্ব কোনওভাবেই খাটো করা যাবে না। ম্যাচের ৮৬ মিনিটে স্টুয়ার্টের থেকে বল পেয়ে বাঁ পায়ের দূরপাল্লার কোনাকুনি শটে দুর্দান্ত গোল জেসন কামিন্সের। তারপর পায়ে প্রিয় পোষ্যের ট্যাটু দেখিয়ে সেলিব্রেশন।
আগের ম্যাচের দলে কোনও পরিবর্তন করেননি মোলিনা। অপরিবর্তিত দলই রাখেন। কিন্তু এদিন খেলার শুরুতে কিছুটা ব্যাকফুটে চলে যায় সবুজ মেরুন ব্রিগেড। দশজনেই নেমে যায়। শুরুতেই একটা ঝাপটা দেওয়ার চেষ্টা করে চেন্নাই। বল নিজেদের পায়ে রেখে আক্রমণ তৈরি করার চেষ্টা করে। কিন্তু সেই অর্থে কোনও পজিটিভ সুযোগ তৈরি করতে পারেনি। প্রথম ১৫-২০ মিনিট বাদ দিলে প্রথমার্ধের বাকি সময়টা মোহনবাগানের। কিন্তু ফিনিশিংয়ের অভাব। এখনও পুরনো দিমিত্রিতে পাওয়া যায়নি। পজিশন নেওয়া, বল ধারা, ছাড়ায় সেই ক্ষিপ্রতা নেই অজি তারকার। প্রথমার্ধের সব আক্রমণই লিস্টন কেন্দ্রিক। আগের দিন দুর্দান্ত গোলের পর আত্মবিশ্বাসী দেখায় গোয়ার মিডিওকে। প্রথমার্ধে বাগানের যে তিনটে সুযোগ তৈরি হয়, তারমধ্যে দুটোই লিস্টনের পা থেকে। গোলের প্রথম সুযোগ ২৭ মিনিটে। পেত্রাতোসের উদ্দেশে বল বাড়ান মনবীর। কিন্তু বল ছুঁতে পারেননি। উল্টে পড়ে গিয়ে পেনাল্টির দাবি করেন অস্ট্রেলিয়ান। তবে রেফারি কর্ণপাত করেনি। ম্যাচের ৩৮ মিনিটে বাগানের নিশ্চিত গোল বাঁচান চেন্নাই গোলকিপার মহম্মদ নওয়াজ। লিস্টনের শট ঝাঁপিয়ে পড়ে বাঁচান। দুর্দান্ত সেভ। ফিরতি শট পোস্টের ওপর দিয়ে ভাসিয়ে দেন লিস্টন। তার দু'মিনিটের মধ্যে আবার সুযোগ মিস। বক্সের মধ্যে লিস্টনের পাস রিসিভ করতে পারেনি দিমিত্রি। নয়তো নিশ্চিত গোল ছিল।
দ্বিতীয়ার্ধের শুরুতে একটু ছন্নছাড়া দেখায় বাগানকে। মাঝমাঠে তেমন বাঁধুনি ছিল না। ফাইনাল পাসেরও অভাব ছিল। ওড়িশা, জামশেদপুর ম্যাচ উতরে গেলেও এদিন গ্রেগ স্টুয়ার্টের অভাব বোধ হচ্ছিল। মাঝমাঠ ধরার কেউ ছিল না। যার ফলে পুরো অকেজো জেমি ম্যাকলারেন। দূরবীন দিয়ে খুঁজে বের করতে হল। দিমিও তথৈবচ। বাগানের আক্রমণভাগের জোড়া ফলা এদিন ডাহা ব্যর্থ। চেন্নাইয়ের ধ্বংসাত্মক ফুটবলের ফাঁদে পা দেয় মোলিনার দল। তবে তাসত্ত্বেও বল পজেশন থেকে শুরু করে গোল লক্ষ্য করে শট, বাগানেরই বেশি ছিল। গোটা ম্যাচে চেন্নাইয়ের একটাই গোলে শট। ৭৮ মিনিটে ইরফানের শট ঝাঁপিয়ে পড়ে বাঁচায় বিশাল কাইত। বাকি সময়টা বিশেষ কোনও ভূমিকা ছিল না বাগান কিপারের। মোলিনার দুটো পরিবর্তন ঘুরিয়ে দেয় ম্যাচের মোড়। ৭৪ মিনিটে ম্যাকলারেনের বদলে নামান জেসন কামিন্সকে। দিমিত্রির বদলে নামেন স্টুয়ার্ট। বাকিটা ইতিহাস।
#Mohun Bagan#Greg Stuart#Jason Cummings#Indian Super League
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
ব্যক্তিগত হেলিকপ্টারে স্যান্টোসের অনুশীলনে নেইমার, হেলিকপ্টারের দাম কত জানা আছে? ...
আইসিসি ব়্যাঙ্কিংয়ে বিরাট উত্থান, ৩৮ ধাপ এগিয়ে একলাফে দ্বিতীয় স্থানে অভিষেক...
কলকাতায় খেলবেন সূর্যকুমার-রাহানেরা, মুম্বইয়ের কোয়ার্টার ফাইনাল সরল ইডেনে...
বড় ধাক্কা অস্ট্রেলিয়া শিবিরে, চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে যেতে পারেন কামিন্স...
কটকে বাড়ানো হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা, সমর্থকদের সুবিধার্থে থাকছে বিশেষ সার্ভিস...
সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছে রিঙ্কু সিংয়ের বোন, ফলোয়ারের সংখ্যা শুনলে চমকে যাবেন...
চ্যাম্পিয়ন্স ট্রফিতে আনফিট বুমরাকে খেলানো নিয়ে আগাম সতর্কবাণী শাস্ত্রীর...
বিশ্বক্রিকেটকে শাসন করছে ভারত, বিরাট সার্টিফিকেট প্রাক্তন তারকার...
ভারতের বিরুদ্ধে প্রথম দুই একদিনের ম্যাচে অনিশ্চিত ইংল্যান্ডের উঠতি তারকা...
এ কী কাণ্ড! ভারতীয় দলের অতি গুরুত্বপূর্ণ সদস্যকে হোটেলে ঢুকতে বাধা পুলিশের, দেখুন ভাইরাল সেই ভিডিও ...
পিসিবির চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিতে সন্তুষ্ট আইসিসি, ত্রিদেশীয় সিরিজের পর হস্তান্তর করা হবে স্টেডিয়াম...
সূর্য ও সঞ্জু বারবার ব্যর্থ, সাফল্যের দাওয়াই দিলেন অশ্বিন...
বুমরা দুঃস্বপ্ন এখনও যায়নি মার্শের, কেন? অজি তারকা যা বললেন... ...
২৪ ঘণ্টারও কম সময়ে দু’দেশের মাঠে খেলতে নেমে পড়লেন কেকেআর অলরাউন্ডার, কীভাবে সম্ভব হল?...
পক্ষপাতিত্ব ও দুর্নীতির পুরনো দিনে ফিরছে আইসিসি, কনকাশন সাব নিয়ে বিস্ফোরক ম্যাচ রেফারি...