বৃহস্পতিবার ০৯ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

দেশ | বিজেপি থেকেই মুখ্যমন্ত্রী! শরিকদের ভাগে উপ-মুখ্যমন্ত্রী পদ? মহারাষ্ট্রের জোটের জট নিয়ে বড় খবর

Riya Patra | ২৭ নভেম্বর ২০২৪ ১৯ : ৪১Riya Patra


আজকাল ওয়েবডেস্ক: মহারাষ্ট্রের রাজনীতির দিকে নজর সব পক্ষের। বিজেপি, শিবসেনা শিন্ডে শিবির এবং অজিত পাওয়ারের এনসিপি, মুখ্যমন্ত্রীর কুরশির বিষয়ে আগেই ছিটকে গিয়েছে অজিতের শিবির। দৌড়ে ছিলেন শিন্ডে এবং ফড়নবিস। বুধবার দুপুরেও শিন্ডের ‘মোদির সিদ্ধান্ত শিরোধার্য’ বার্তার পর আলোচনা হয়েছে ব্যাপক। এক অংশের বক্তব্য ছিল, শিন্ডের বার্তায় স্পষ্ট হচ্ছে, জট রয়েছে জোটে। বুধবার সন্ধেয় সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, আগের নকশাতেই সাজানো হবে মহারাষ্ট্রের মসনদ। অর্থাৎ এক মুখ্যমন্ত্রী, দুই উপমুখ্যমন্ত্রী। কিন্তু এবার আর শিন্ডে শিবির থেকে নয়, মুখ্যমন্ত্রী হবেন বিজেপির পক্ষ থেকে। অর্থাৎ, আগে যেখানে মুখ্যমন্ত্রী ছিল শিন্ডে শিবিরের, আর তাঁর সহযোগিতায় দুই উপমুখ্যমন্ত্রী ছিলেন বিজেপি এবং এনসিপি থেকে, এবার ঘটবে উল্টো। সূত্রের খবর, এবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদে বসবেন বিজেপির পক্ষ থেকে, অর্থাৎ দেবেন্দ্র ফড়নবিস। অন্যদিকে শিবসেনা শিন্ডে শিবির এবং এনসিপি অজিত পাওয়ার শিবির সুযোগ পাবে উপ-মুখ্যমন্ত্রীর জন্য। এই তথ্য নিয়েও ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে। ওয়াকিবহাল মহল বলছে, বিজেপির পক্ষ থেকে মুখ্যমন্ত্রী হওয়ার অর্থ, দল ভেঙে আসার পর, জোটের সহায়তায় ভোট জিতলেও, আদতে মহারাষ্ট্রে ক্ষমতা এখনও বিজেপির হাতে। 

মহারাষ্ট্রে গেরুয়া শিবিরের এই বিপুল জয়ের অন্যতম কাণ্ডারি, এমনকি মহারাষ্ট্রের রাজনীতিতে বালাসাহেবের শিবসেনার উত্তরসূরি একনাথ বুধবার বলেছেন, পরিবারের প্রধান হিসেবে নরেন্দ্র মোদির সিদ্ধান্ত শিরোধার্য। মোদি যা বলছেন, তাই মেনে নেবেন তিনি। এখন অপেক্ষা মোদি-বার্তার। বুধবার মুখ্যমন্ত্রীর কুরশি নিয়ে চর্চার মাঝেই নিজের অবস্থান স্পষ্ট করে একনাথ শিন্ডে জানিয়েছেন, ‘আমি প্রধানমন্ত্রী মোদিকে বলেছি, আমি কোনও সমস্যা বা বাধা হয়ে দাঁড়াব না। তিনি যা সিদ্ধান্ত নেবেন, আমরা তাই মেনে নেব।‘ 

শিন্ডের এই বার্তাই যেন একপ্রকার সিলমোহর দিল জোটের জট নিয়ে, ওয়াকিবহাল মহলের মত তেমনটাই। রাজনীতিতে এই চর্চা না থামার কারণ কী?  জোটের সরকার এর আগেও তৈরি হয়েছে। শরিক দলগুলির সিদ্ধান্তে মুখ্যমন্ত্রী হন একজন। কিন্তু তারপরেও গত কয়েকবছর ধরে মহারাষ্ট্রের রাজনীতি লক্ষ করলেই বোঝা যাবে, কেন চর্চা? বারবার পালাবদল ঘটেছে সে রাজ্যে। প্রথমে বালা সাহেবের শিবসেনায় ভাঙন এবং তার পরেই শরদ পাওয়ারের এনসিপি-তে ভাঙন। শিবসেনার ভাঙনই মহারাষ্ট্রের রাজনীতিতে পালাবদল ঘটিয়েছিল মূলত। যথাযথ গুরুত্ব না পাওয়ায় এবং শিবসেনা তাদের মূল আদর্শ  থেকে সরে যাচ্ছে, এই বক্তব্যে দলে ভাঙন ঘটিয়ে একগুচ্ছ বিধায়কদের নিয়ে একনাথ শিন্ডে আলাদা হয়েছিলেন বলেই, মহারাষ্ট্রে ক্ষমতায় এসেছিল গেরুয়া শিবির। রাজনীতির মারপ্যাঁচের মাঝে দাঁড়িয়ে মহারাষ্ট্রের এক সময়ের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র সেই আসন ছেড়েছিলেন শিন্ডেকে। উপমুখ্যমন্ত্রী হন নিয়ে। পরে অজিত পাওয়ার কাকার হাত ছেড়ে বিজেপি ঘনিষ্ঠ হতেই তঁকেও দেওয়া হয় উপ মুখ্যমন্ত্রীর পদ। কিন্তু এবার? এবার যেন বিজেপি বুঝিয়ে দিতে চাইছে, জোট তারা মজবুত করলেও, রাশ বিজেপির হাতেই। যদিও এখনও মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী পদের জন্য কোনও নাম জানা যায়নি।


#maharashtra#election#eknath shinde# Chief Minister of Maharashtra#Debendra Fadnavis



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

ভাইঝির বিয়ে মেনে নিতে পারেননি, যে পথ বেছে নিলেন ব্যক্তি, প্রাণ যেতে পারত বহু মানুষের...

হাজার হাজার মানুষ ছিলেন টিকিট বিলির লাইনে, তিরুপতিতে পদপিষ্ট হয়ে মৃত অন্তত ৬...

দেশে আরও বাড়ল আক্রান্তের সংখ্যা! এইচএমপিভি নিয়ে কী বলছে হু?...

বিলাসবহুল ট্রেনের মধ্যেই রয়েছে জিম-স্পা, চড়লেই মুহূর্তে বদলে যাবে ভারতীয় রেল সম্পর্কে আপনার ধারণা...

রেগে আগুন! যুবককে শুঁড়ে তুলে শূন্যে ছুড়ল হাতি, আতঙ্কে হুড়োহুড়িতে পদপিষ্ট বহু...

প্রশান্ত কিশোরের ভ্যানিটি ভ্যান নিয়ে তীব্র বিতর্ক, ভিতরে কী কী আছে জানেন? চমকে যাবেন...

বছরের শুরুতেই সিকিমে তুষারপাত, হাড়হিম ঠান্ডাতেও খুশি পর্যটকরা ...

মনমোহনের সমাধি বিতর্কের মধ্যেই প্রণব মুখার্জির স্মৃতিসৌধ তৈরির ঘোষণা কেন্দ্রের, মোদিকে কৃতজ্ঞতা জানালেন শর্মিষ্ঠা...

আধার কার্ড থেকে পেতে পারেন গ্যারান্টি ছাড়াই ৫০ হাজার টাকা লোন, কীভাবে আবেদন করবেন জেনে নিন...

মিলবে নগদ ২১ হাজার, বিয়ের অনুষ্ঠানে শুধু এই দু'টি শর্ত মানলেই কেল্লাফতে ...

অসমে অবৈধ 'ব়্যাট-হোল' খনিতে জল ঢুকে বড় বিপর্যয়ের আশঙ্কা, সুড়ঙ্গে আটকে ১৮ শ্রমিক...

প্রেমের টানে সূদূর ইউএসে থেকে সাগরপারে, ঘর বাঁধলেন ওড়িশায়...

দেশের ১৮ শতাংশ সম্পত্তির মালিক তাঁরাই, অথচ ট্যাক্স দেন নামমাত্র, বড় সত্যি এল সামনে...

দেশের ১৮ শতাংশ সম্পত্তির মালিক তাঁরাই, অথচ ট্যাক্স দেন নামমাত্র, বড় সত্যি এল সামনে...

ইংরেজিতে কথা বলার দক্ষতা: বিশ্বব্যাপী গড় দক্ষতার তুলনায় ভারত অনেক এগিয়ে...



সোশ্যাল মিডিয়া



11 24