বুধবার ০৫ ফেব্রুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ২২ নভেম্বর ২০২৪ ২০ : ৫৯Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার থেকেই শুরু হয়েছে বর্ডার-গাভাসকর ট্রফি। পারথে ভারত, অস্ট্রেলিয়ার মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। সাত সমুদ্র তেরো নদী পার করে সেই আঁচ পড়েছে কলকাতা ময়দানে। শুক্রবার দুপুরে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের জার্সি গায়ে চাপিয়ে মোহনবাগানের অনুশীলনে হাজির হলেন জেমি ম্যাকলারেন। জার্সিতে ক্রিকেট অস্ট্রেলিয়ার লোগো। তিনি কলকাতায় থাকলেও, মন পড়ে আছে সুদূর অস্ট্রেলিয়ায়। ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ নিয়ে যে অজি বিশ্বকাপার আগ্রহী, সেটা স্পষ্ট। বিরতির পর শনিবার জামশেদপুরের বিরুদ্ধে আবার আইএসএল অভিযান শুরু করছে সবুজ মেরুন ব্রিগেড। শুক্র বিকেলে ক্লাবের মাঠে জোরকদমে চলল তারই প্রস্তুতি।
এদিন বাড়তি নজর ছিল দিমিত্রি পেত্রাতোসের ওপর। চোটের জন্য নেই গ্রেগ স্টুয়ার্ট। চলতি মরশুমে বাগানের সবচেয়ে ধারাবাহিক ফুটবলার। স্কটিশের জায়গা ভরাট করার দায়িত্ব দিমির ওপর। সেই কারণেই এদিন অস্ট্রেলিয়ানের ওপর কোচের কড়া নজর ছিল। আগের দু'বছরের তুলনায় এবার অনেকটাই ম্লান দিমিত্রি। তারকার ভিড়ে নিয়মিত প্রথম একাদশে সুযোগও পাচ্ছেন না। তবে ওড়িশার বিরুদ্ধে যথেষ্ট ভাল খেলেন। কিন্তু গোল ভাগ্য ছিল না। একটা গোল পেলেই হয়তো আত্মবিশ্বাস একলাফে অনেকটাই বেড়ে যাবে। কোচ হোসে মোলিনার আশা, জামশেদপুর ম্যাচেই সেটা হবে। একদা দলের সেরা ফুটবলারকে আবার চেনা ছন্দে দেখার অপেক্ষায়। মোলিনা বলেন, 'গত মরশুম নিয়ে কথা বলতে চাই না। দিমি দলের গুরুত্বপূর্ণ ফুটবলার। আগের বছরগুলোর মতো সমসময় প্রথম একাদশে সুযোগ পাচ্ছে না। আমাদের দলে একাধিক ভাল প্লেয়ার আছে। ম্যাকলারেন, কামিন্স, দিমি সবাই দারুণ। ডিফেন্সে দু'জন বিদেশি প্লেয়ার খেলাতে হচ্ছে। তাই আমাকে সিদ্ধান্ত নিতেই হচ্ছে। দিমি প্রতিভাবান। প্রত্যেকবার দলকে সাহায্য করে। আশা করছি ও দ্রুত চেনা ছন্দে ফিরবে।'
চোটের জন্য পাওয়া যাবে না আশিস রাই কেও। তাঁর জায়গায় খেলতে পারেন দীপেন্দু। যদিও বাগান কোচ এই বিষয়ে কোনও খোলসা করেননি। চোট-আঘাত নিয়ে ভাবতে চান না। স্পষ্ট জানান, যেকোনও কোচই পুরো দল নিয়ে নামতে চায়। তবে চোট-আঘাত খেলারই অঙ্গ। কোনও অজুহাত দিতে চান না তিনি। জামশেদপুর ম্যাচে পাওয়া যাবে অনিরুদ্ধ থাপাকে। স্টুয়ার্টের না থাকা যে বড় ক্ষতি, মেনে নিলেন। তবে হাপিত্যেশ করতে চান না। মোলিনা বলেন, 'প্রত্যেক প্লেয়ার আলাদা। হয়তো গ্রেগ এমন কিছু জিনিস করতে পারে, যা বাকিরা পারে না। তবে আগের ম্যাচে দিমি যথেষ্ট ভাল খেলেছে। গোলে সুযোগও পেয়েছিল। শুধু শেষ পাসে সাফল্য আসেনি। গ্রেগ থাকলে অবশ্যই ভাল হতো। তবে ম্যাকলারেন, কামিন্সরাও আছে।'
শুক্রবার ডাগআউটে থাকবেন না খালিদ জামিল। নিঃসন্দেহে এর একটা প্রভাব দলের ওপর পড়বে। কলকাতার দুই প্রধানকে হাতের তালুর মতো চেনেন জামশেদপুর কোচ। একসময় ইস্টবেঙ্গলের কোচ ছিলেন। কিন্তু বিদায় সুখকর হয়নি। তাই ইস্টবেঙ্গল, মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচকে একটু বাড়তি গুরুত্ব দেন খালিদ। তার সঙ্গে জড়িয়ে থাকে আবেগ। জামশেদপুরের হেড কোচের অনুপস্থিতিতে তাঁদের বাড়তি সুবিধা হবে না বলেই দাবি করেন বাগান কোচ। মোলিনা বলেন, 'হেড কোচের সঙ্গে মিলে ওরা নিশ্চয়ই কোনও পরিকল্পনা করেছে। কোচের বেঞ্চে না থাকা ওদের দলের জন্য কিছুটা সমস্যা তৈরি করতে পারে। তবে তাতে আমাদের কোনও প্রভাব পড়বে না।' প্রায় দু'সপ্তাহের বিরতির পর নামবে মোহনবাগান। মাঝে দলের একাধিক ফুটবলার জাতীয় শিবিরে ছিল। যার ফলে দল হিসেবে প্র্যাকটিসের খুব একটা সুযোগ মেলেনি। তবে সেই নিয়ে চিন্তিত নন মোলিনা। কিঞ্চিৎ টেনশন রয়েছে স্ট্রাইকারদের সেরা ছন্দে না থাকার। শীঘ্রই এই সমস্যা মেটার বিষয়ে আশাবাদী স্প্যানিশ কোচ।
#Jose Molina#Mohun Bagan#Indian Super League
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
ম্যাকলারেনের জোড়ায় লিগ শিল্ডের আরও কাছে, প্রথম দল হিসেবে প্লে অফে মোহনবাগান...
টি-টোয়েন্টি সিরিজে হারের পরে নতুন চ্যালেঞ্জের সামনে ইংল্যান্ড, ১৫ মাস পরে ফিরছেন রুট ...
কঠিন ডেলিভারি অনেক খেলেছেন, কিন্তু এমন তেতো প্রশ্ন কি গিলেছেন রোহিত? হিটম্যান নিজেই অবাক ...
শ্রীলঙ্কা সিরিজের মাঝপথেই দেশে ফিরলেন কনস্টাস, কিন্তু কেন? ...
হিজাজির পরিবর্তে ইস্টবেঙ্গলে ক্যামেরুনের মেসি, চেন্নাইয়িন ম্যাচে পাওয়া যাবে না নতুন বিদেশিকে ...
সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছে রিঙ্কু সিংয়ের বোন, ফলোয়ারের সংখ্যা শুনলে চমকে যাবেন...
চ্যাম্পিয়ন্স ট্রফিতে আনফিট বুমরাকে খেলানো নিয়ে আগাম সতর্কবাণী শাস্ত্রীর...
বিশ্বক্রিকেটকে শাসন করছে ভারত, বিরাট সার্টিফিকেট প্রাক্তন তারকার...
ভারতের বিরুদ্ধে প্রথম দুই একদিনের ম্যাচে অনিশ্চিত ইংল্যান্ডের উঠতি তারকা...
এ কী কাণ্ড! ভারতীয় দলের অতি গুরুত্বপূর্ণ সদস্যকে হোটেলে ঢুকতে বাধা পুলিশের, দেখুন ভাইরাল সেই ভিডিও ...
পিসিবির চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিতে সন্তুষ্ট আইসিসি, ত্রিদেশীয় সিরিজের পর হস্তান্তর করা হবে স্টেডিয়াম...
সূর্য ও সঞ্জু বারবার ব্যর্থ, সাফল্যের দাওয়াই দিলেন অশ্বিন...
বুমরা দুঃস্বপ্ন এখনও যায়নি মার্শের, কেন? অজি তারকা যা বললেন... ...
২৪ ঘণ্টারও কম সময়ে দু’দেশের মাঠে খেলতে নেমে পড়লেন কেকেআর অলরাউন্ডার, কীভাবে সম্ভব হল?...
পক্ষপাতিত্ব ও দুর্নীতির পুরনো দিনে ফিরছে আইসিসি, কনকাশন সাব নিয়ে বিস্ফোরক ম্যাচ রেফারি...