মঙ্গলবার ২৪ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
পরমা দাশগুপ্ত | | Editor: শ্যামশ্রী সাহা ১৬ নভেম্বর ২০২৪ ২১ : ০১Snigdha Dey
৬৯-এও জমিয়ে বাঁচার গল্প। অনুপম খেরের নতুন ছবি ‘বিজয় ৬৯’ দেখে লিখছেন পরমা দাশগুপ্ত।
‘কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই।’
বিজয় ম্যাথিউস যদিও তা প্রমাণ করলেন নিজেই নিজের শোকসভায় উপস্থিত হয়ে। আর তাতেই কোথাও যেন জেগে উঠল ৬৯-এও সব বাধাকে থোড়াই কেয়ার করে জমিয়ে বাঁচার খিদে।
নেটফ্লিক্সের নতুন ছবি ‘বিজয় ৬৯’। তাতেই কেন্দ্রবিন্দু ৬৯ বছরের বিজয় ম্যাথিউস (অনুপম খের)। এক কালে জাতীয় স্তরের সাঁতার প্রতিযোগিতায় ব্রোঞ্জ জিতেছিলেন। স্বপ্ন ছিল, পরের বার সোনা জিতবেন। স্ত্রী অ্যানা আচমকা আক্রান্ত হলেন ক্যানসারে। তাঁর শেষ ক’টাদিন যত্নে ভরিয়ে তুলতে স্বপ্ন বন্দি হল আলমারিতে। স্ত্রীকে অকালে হারানোর পরে সাঁতার কোচ হয়ে, একমাত্র মেয়ে, জামাই আর নাতিকে ঘিরেই কাটতে লাগল বছরের পর বছর। অল্পস্বল্প বন্ধুবান্ধব, মদ্যপানের সঙ্গে একাকীত্ব আর হতাশাই হয়ে দাঁড়াল নিত্যসঙ্গী। বিজয় এক রাতে বাড়ি ফেরেননি। শেষ তাঁকে দেখা গিয়েছিল মেরিন ড্রাইভের পাঁচিলে, হাত উঁচিয়ে দাঁড়িয়ে থাকতে। দেহ না মিললেও সবাই তাই ধরেই নিল তিনি নিজেকে শেষ করে দিয়েছেন। মদের নেশা কাটার পরে বিজয় ফিরে এলেন নিজেরই শোকসভায়! আর হতবাক হয়ে দেখলেন, তাঁর প্রাণের বন্ধু ফলি-ও (চাঙ্কি পাণ্ডে) তাঁর স্মৃতিতে মনে রাখার মতো কোনও কীর্তির গল্প বলতে পারছে না!
নিজের কফিনের সামনে বসে স্মৃতি হাতড়াচ্ছিলেন বিজয়ও। কই, সত্যিই তো কিছু নেই, যাকে বলা যায় তাঁর জীবনের অ্যাচিভমেন্ট! ৬৯-এর বৃদ্ধ ঠিক করে ফেললেন, এমন একটা মাইলফলক তাঁকে গড়তেই হবে! অতএব, ট্রায়াথলন। ভারতের প্রবীণতম প্রতিযোগী হয়ে সাঁতার, সাইক্লিং ও দৌড়ের এই ইভেন্টে তাঁকে যে সাফল্য পেতেই হবে। মেয়ে চোখ রাঙাল, সমাজ হেসে গড়াল। বাধা হয়ে দাঁড়াল বয়স আর শরীর-স্বাস্থ্যের হাল। এল রেষারেষি, রাজনীতিও। এত কিছুর পাহাড় ঠেলে বিজয় কি শেষমেশ ট্রায়াথলনে নজির গড়তে পারবেন? হাল্কা মেজাজে তারই গল্প বলেছে ‘বিজয় ৬৯’। যা দেখতে বসলে মন ছুঁয়ে যায় বয়স উড়িয়ে নিজের মতো বাঁচার নাছোড় জেদ, আবেগ আর বন্ধুত্বের সম্পর্কগুলোর ওম। স্পোর্টস ড্রামার এক্কেবারে চেনা, ছকে বাঁধা পথ ধরে হাঁটলেও সেগুলোই এ ছবির সম্পদ।
৬৯-এর বিজয় হয়ে উঠতে গিয়ে অনুপম যেন নিজের জীবনের অন্যতম সেরা অভিনয়টা করে ফেলেছেন। তাঁর অভিন্নহৃদয় বন্ধু অ্যাংলো ইন্ডিয়ান ফলি-র চরিত্রে এই বয়সে নিজেকে যেন নতুন করে চেনালেন চাঙ্কি পাণ্ডে। এই পাতাঝরা মরসুমে তার চরিত্রটাই উলকাঁটা হয়ে গোটা গল্পে বুনে রেখেছে ফুরফুরে এক আমেজ। বিজয়ের মেয়ে, কোচ কিংবা বন্ধু মিসেস বক্সীর চরিত্রে যোগ্য সঙ্গত দিয়ে গিয়েছেন সুলগ্না পাণিগ্রাহী, ব্রজেশ হিরজি এবং গুড্ডি মারুতি। বিজয়ের প্রতিদ্বন্দ্বী, ট্রায়াথলনে কনিষ্ঠতম প্রতিযোগী হতে চাওয়া, ১৮ বছরের আদিত্য জয়সওয়ালের চরিত্রে ভাল লাগে মিহির আহুজাকেও। বিজয় আর আদিত্যর মধ্যেকার সমীকরণই এই গল্পের ম্যাজিক-তাস।
খুঁত আছে একাধিক। আছে গল্পের অজস্র ফাঁকফোকর। যেমন ট্রায়াথলনের নিয়মকানুন সঠিক ভাবে ফুটিয়ে তুলতে একটু যত্ন জরুরি ছিল। ৬৯-এর এক বৃদ্ধকে শারীরিক ভাবে শক্তসমর্থ করে তোলার ট্রেনিং পদ্ধতি নিয়ে প্রশ্ন থাকতেই পারে। পেড মিডিয়ার কার্যকলাপ কোথাও কোথাও বেশ মোটা দাগের। এক বৃদ্ধ মানুষের সংলাপে এমন বাঁধভাঙা গালিগালাজও ছবিটায় বাড়তি কিছু যোগ করেনি। কাহিনিকার-পরিচালক অক্ষয় রায় এদিকগুলোয় একটু নজর দিলেই পারতেন।
তবু এ ছবিটা দেখে ফেলা যায় শুধু তার পরতে পরতে জড়িয়ে থাকা মন ভাল করা আমেজটার জন্যই। যে ছবিতে বিজয় নয়, বোধহয় নিজেকে নতুন করে খুঁজে নিলেন অনুপম খেরও।
#Vijay 69#Anupam Kher#Netflix#Bollywood#Web series
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
বড়পর্দায় উঠে আসবে যুবরাজ সিং-এর ছয় ছক্কার গল্প, ব্যাট হাতে সিলভার স্ক্রিনে দেখা যাবে কোন বলি তারকাকে?...
শুরু হল ‘বর্ডার ২’-এর শুটিং, ছবি প্রকাশ্যে আসতেই হইচই শুরু সমাজমাধ্যমে ...
সহ-অভিনেত্রীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক! আচমকাই নায়িকাদের অস্বস্তিতে ফেলেন বরুণ? ভয়ঙ্কর অভিযোগের কী সাফাই দিলেন 'বেবি ...
‘কিং’-এর দায়িত্ব থেকে আচমকা কেন সরলেন সুজয়? ফাঁকপূরণ করতে আসছে কোন বিখ্যাত পরিচালক? ...
‘বহুদিনের সম্পর্ক, কলকাতায় এলে রায়বাড়ি অবশ্যই আসতেন…’ শ্যাম বেনেগালের প্রয়াণে শোকস্তব্ধ সন্দীপ রায় আর কী বললেন?...
'কোনওদিন অভিনয় ছাড়বে না', জিতু কমলের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন শ্যাম বেনেগাল, পরিচালকের সঙ্গে আলাপের মুহূ...
'প্রশংসা করে বলেছিলেন আমি সাধারণ গায়ক নই, দার্শনিক'-শ্যাম বেনেগালের স্মৃতিচারণায় নচিকেতা...
'৯০ ছোঁয়া বয়সেও শুটিং ছেড়ে কখনও যাননি,সতর্ক দৃষ্টি রাখতেন মনিটরে', শ্যাম বেনেগালের স্মৃতিচারণায় চঞ্চল ...
ভূস্বর্গে টোটা জমজমাট! কেমন হল সৃজিত মুখোপাধ্যায়ের ‘শেষ’ ফেলুদা-অভিযান?...
রামচরণের বাহুলগ্না হতেই কটাক্ষের তির এল কিয়ারার দিকে! 'গেম চেঞ্জার' মুক্তির আগেই বেজায় চটলেন দর্শক...
এক ধাক্কায় সোনাক্ষীকে সমুদ্রের জলে ফেলে দিলেন জাহির! বিয়ের ছ'মাস ঘুরতেই কী হল নব দম্পতির মধ্যে?...
নাম না করেই 'খাদান'কে খোঁচা ঋত্বিক চক্রবর্তীর! পাল্টা জবাবে কী বললেন দেব অনুরাগীরা?...
'নিম ফুলের মধু'তে নতুন নায়ক অনিন্দ্য! কোন চমক আসছে গল্পের নতুন মোড়ে?...
বলি নায়িকাকে সরিয়ে নিজের জায়গা পাকা করলেন অদ্রিজা! 'অনুপমা'য় কোন চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে?...