বুধবার ১৩ নভেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | তৃণমূল কর্মী খুনের প্রায় একমাস পর উত্তপ্ত সালার, বাড়ি ভাঙচুর থেকে দেদার লুঠপাট

Pallabi Ghosh | ০৯ নভেম্বর ২০২৪ ২১ : ১৫Pallabi Ghosh


আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদের সালারে এক তৃণমূল কর্মী খুনের চেষ্টার ঘটনায় অভিযুক্তদের বাড়িতে ব্যাপক ভাঙচুর করে লুঠপাট চালানো হল। অভিযুক্তদের পোল্ট্রি ফার্ম ভেঙে তছনছ করে দেওয়ার অভিযোগ উঠল কিছু দুষ্কৃতীর বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকাল থেকে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে সালার থানার মালিহাটি-হাজিমপাড়া এলাকায়। 

 

গত ১৪ অক্টোবর পঞ্চায়েত অফিস বাড়ি ফেরার সময় কয়েকজন দুষ্কৃতী রউফ আলি নামে এক ব্যক্তিকে খুন করার চেষ্টা করে। এই ঘটনায় রউফ আলির কাকার মৃত্যু হয়। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে রাজেন শেখ, তাজেম শেখ, মাসুম শেখ সহ আরও বেশ কিছু ব্যক্তির বিরুদ্ধে সালার থানাতে অভিযোগ দায়ের হয়। খুনের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে কয়েকজন গ্রেপ্তার হলেও বেশিরভাগ অভিযুক্তই বর্তমানে গ্রামছাড়া রয়েছে। 

 

অভিযোগ উঠেছে, শুক্রবার রাতের অন্ধকারে কিছু অজ্ঞাত পরিচয়ের দুষ্কৃতী খুনের ঘটনায় অভিযুক্তদের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। অভিযুক্তদের বাড়ি থেকে লুঠ করা হয় নগদ টাকা, সোনার গয়না। এর পাশাপাশি ভেঙে তছনছ করে দেওয়া হয় অভিযুক্তদের একটি পোল্ট্রি ফার্ম। 

 

হাসিনা বিবি নামে এক মহিলা অভিযোগ করেন, 'খুনের ঘটনার আমাদের পরিবারের লোকেদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ দায়ের হওয়ার পর থেকে তারা আর বাড়িতে নেই। কিন্তু কিছু দুষ্কৃতী গত ২০ দিন ধরে নিয়মিত আমাদেরকে হুমকি দিচ্ছে। মাঝেমধ্যেই আমাদের বাড়িতে হামলা হচ্ছে।' 

 

তিনি বলেন, 'রউফের দুষ্কৃতীরা আমাদেরকে হুমকি দিয়েছে, পুলিশে অভিযোগ জানালে বাড়ির প্রত্যেক সদস্যকে খুন করা হবে। তাই আমরা থানাতেও অভিযোগ জানাতে যেতে পারছি না। গতকালকে রাতের বেলায় কিছু দুষ্কৃতী এসে আমাদের ৭-৮ বাড়ি লুঠ করার পর পোল্ট্রি ফার্ম এবং সেখানে থাকা সমস্ত জিনিস অবাধে লুঠ করে নিয়ে চলে গেছে। এবার আমরা পুলিশে অভিযোগ জানাব।' 

 

হাসিনা বিবি নামে অপর এক মহিলা অভিযোগ করেন, 'রউফের দুষ্কৃতীরা আমার বাড়িতে হামলা চালিয়ে দুই ভরি সোনার গয়না, ৩০ হাজার টাকা লুঠ করে নিয়ে গেছে। এর পাশাপাশি আমার বাড়ির সমস্ত জিনিস তারা ভেঙে দিয়ে গেছে।' 

 

যদিও এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগ অস্বীকার করে রউফ আলি বলেন, 'রাজেন, তাজেম এবং আরও কিছু দুষ্কৃতী আমাকে খুন করার পরিকল্পনা করেছিল। কিন্তু তাদের হামলাতে আমার কাকার মৃত্যু হয়। আমি কারও বাড়িতে ভাঙচুর চালাইনি। খুনের ঘটনার এতদিন পর হঠাৎ করে কেন অভিযুক্তরা তাদের বাড়ি ভাঙচুরের অভিযোগ তুলছে তা আমার জানা নেই। পুলিশ প্রশাসন ঘটনার সঠিক তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিক।' 

 

অন্যদিকে একাধিক বাড়িতে ভাঙচুর এবং লুঠপাটের ঘটনার পর শনিবার সকাল থেকে থমথমে হয়ে রয়েছে গোটা এলাকা। তৃণমূলের স্থানীয় অঞ্চল সভাপতি রেজাউল শেখ বলেন, 'এই ঘটনায় তৃণমূলের কোনও ইন্ধন নেই। পুলিশ প্রশাসন সঠিক তদন্ত করে দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা নিক।' 


#Murshidabad# Crime News# West Bengal



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

যদি বন্ধু হও, যদি বাড়াও হাত, একযুগ পরে আবার বসল বন্ধু পাতানোর মেলা...

বাবা-মায়ের বিচ্ছেদ, মানসিক অবসাদে আত্মঘাতী মেয়ে ...

চুপিচুপি জড়ো হয়েছিল ডাকাতি করতে, হানা দিয়ে বড় সাফল্য পুরুলিয়ার পুলিশের...

'গরুর ডাক্তারের কাছে যান', রোগ সারাতে পরামর্শ চিকিৎসকের, সুপারের কাছে নালিশ রোগীর ...

বুধের সকালে রাজ্যের ছয় বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন, নজরে হাড়োয়া ও নৈহাটি...

অটো করে যাচ্ছিলেন যাত্রীরা, হঠাৎ সজোরে ধাক্কা লরির, মুর্শিদাবাদে ভয়াবহ পথ দুর্ঘটনা...

চন্দননগরে জগদ্ধাত্রী শোভাযাত্রা, সরাসরি সম্প্রচারিত হল অত্যাধুনিক আলোর খেলা...

রাখে হরি মারে কে, দুরন্ত গতিতে আসা ট্রেনের সামনে পড়েও অদ্ভুতভাবে রক্ষা বৃদ্ধের, কে বাঁচালেন জানেন?  ...

সুফল বাংলার স্টলে হানা দিয়ে পচা শাকসবজি সরিয়ে দিলেন মহকুমা শাসক...

ব্যাঙ্ক থেকে আপাতত আর টাকা তুলতে পারবেন না মুর্শিদাবাদের কয়েক হাজার পড়ুয়া, কী এমন ঘটল?...

পোষ্য নিয়ে পুজো মন্ডপে, কটুক্তি সামাজিক মাধ্যমে! অবসাদে আত্মঘাতী যুবতী! ...

বকখালিতে ভাঙন, ঐতিহাসিক ফ্রেজার সাহেবের বাংলো রক্ষার জন্য শুরু বাঁধ মেরামতের কাজ...

কালীমন্দিরে পরপর চুরির কিনারা পুলিশের, অপরাধের পিছনে বানজারা দলের হাত ...

জগদ্ধাত্রী পুজোয় কুমারীকে মাতৃজ্ঞানে বন্দনা বেচারাম মান্নার, তারপরই এক হাত নিলেন বিরোধীদের...

ঝক্কির দিন শেষ, মাধ্যমিকের ফর্ম ফিল আপ নিয়ে বিরাট ঘোষণা মধ্যশিক্ষা পর্ষদের...



সোশ্যাল মিডিয়া



11 24