শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ০৮ নভেম্বর ২০২৪ ১৮ : ১৭Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: এএফসিতে চমকপ্রদ পারফরম্যান্সের পর আবার ফোকাসে আইএসএল। আধ ডজন হার ভুলে এবার জয়ের সরণিতে ফেরার চ্যালেঞ্জ। এটাই আসল মঞ্চ। এএফসি চ্যালেঞ্জ লিগের শেষ আটের যোগ্যতাঅর্জন করায় মনোবল তুঙ্গে লাল হলুদ ব্রিগেডের। তারওপর একেবারেই ছন্দে নেই মহমেডান স্পোর্টিং। হারের হ্যাটট্রিকের সম্মুখীন হতে হয়েছে। এটাই সেরা সুযোগ প্রথম জয় তুলে নেওয়ার। তবে ছন্দে না থাকলেও সাদা কালো ব্রিগেডকে যথেষ্ট সমীহ করছেন অস্কার ব্রুজো। বিপক্ষের কয়েকজন প্লেয়ারকে নজরে রেখেছেন ইস্টবেঙ্গল কোচ। মনে করছেন, লড়াইটা সহজ হবে না। অস্কার ব্রুজো বলেন, 'মহমেডান দলে যথেষ্ট ভারসাম্য আছে। ওদের দলে কাসিমভ, ফ্রাঙ্কো, আলেক্সিসের মতো ফুটবলার আছে। দলটা বেশ ভাল। আমাদের সতর্ক থাকতে হবে। কলকাতা ডার্বি সম্মানের। আমাদের দলটাও ব্যালেন্সড। তবে রক্ষণে বিশেষ নজর রাখতে হবে।'
কলকাতায় আসার পর থেকে কুয়াদ্রাতের অভিজ্ঞতা খুব একটা সুখকর হয়নি। এসেই ডার্বিতে হার। তারপর ওড়িশা ম্যাচেও জয় আসেনি। সমর্থকদের হতাশা কিছুটা কাটে এএফসিতে। ঘুরে দাঁড়ায় ইস্টবেঙ্গল। এবার সেটাকেই হাতিয়ার করতে চাইছে লাল হলুদ ব্রিগেড। অস্কার বলেন, 'কলকাতায় আসার পর কোনও অভ্যর্থনা পাইনি। ডার্বি হেরেছি। ওড়িশা ম্যাচেও জিততে পারিনি। অভিজ্ঞতা ভাল না। এএফসিতে অবশ্য দল ভাল পারফর্ম করেছে। তবে আপাতত সেই পর্ব অতীত। আবার মার্চে এএফসি নিয়ে ভাবব। এবার আইএসএলে জয়ে ফিরতে হবে। ইস্টবেঙ্গলকে নিয়ে আমি স্বপ্ন দেখছি। দিমিত্রিয়স ডিয়ামানটাকোস এএফসিতে নিয়মিত গোল পেলেও একেবারেই ছন্দে নেই ক্লেইটন সিলভা। শোনা যাচ্ছে তাঁকে ছেড়ে দেওয়া হবে। তবে এই প্রসঙ্গে এখনই মুখ খুলতে চাননি অস্কার। বরং জানান, ব্রাজিলীয়র খেলায় তিনি খুশি। অস্কার বলেন, 'ক্লেইটন এই সপ্তাহে আরও মনোযোগ দিয়ে অনুশীলন করেছে। আমি ওকে নিয়ে খুশি। আগামীকাল মাঠে নেমে আমাদের প্রমাণ করতে হবে।'
মিনি ডার্বির আগে চোটে জর্জরিত লাল হলুদ শিবির। তালিকায় রয়েছেন হেক্টর ইউস্তে, নিশু কুমার, নন্দকুমার। চোটের জন্য পাওয়া যাবে না প্রথমজনকে। ধীরে ধীরে ফিট হচ্ছেন নিশু। ম্যাচের আগের দিন প্র্যাকটিস করলেন না নন্দ। পায়ে ব্যথা থাকায় কোনও ঝুঁকি নেওয়া হয়নি। অনুশীলনের সময় মাঠে থাকলেও প্র্যাকটিসে নামেননি। দলের ফিজিও এবং ট্রেনারের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটান। তবে বেশিরভাগ সময়টাই কাটান ড্রেসিংরুমে। এদিন বাকিদের সঙ্গে অনুশীলন না করলেও প্রথম একাদশে নন্দকুমারের থাকার সম্ভাবনা রয়েছে। মিনি ডার্বিতে নামার আগে দলের স্ট্র্যাটেজির কথা জানালেন ইস্টবেঙ্গলের উইঙ্গার। নন্দকুমার বলেন, ' আমাদের ক্লিনশিট রাখতে হবে। তবেই তিন পয়েন্ট আসার সম্ভাবনা থাকবে।' আগের ম্যাচে লাল কার্ড দেখায় মহমেডানের বিরুদ্ধে নেই প্রভাত লাকরা। শনিবার মিনি ডার্বি থেকেই আইএসএলে ইস্টবেঙ্গলের ভাগ্যের চাকা ঘোরাতে চান অস্কার।
#Oscar Bruzon#East Bengal#Indian Super League
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
ড্রেসিংরুমে না গিয়েই অস্ট্রেলিয়ান সমর্থকদের সঙ্গে বচসা বিরাটের, বক্সিং ডে টেস্ট ঘিরে ক্রমশ বাড়ছে বিতর্ক...
কোহলিকে ঘিরে এবার ভাগ হয়ে গেল মেলবোর্ন, উত্তাপ বাড়ছে সমর্থকদের মধ্যে...
ইপিএলে শীর্ষেই লিভারপুল, হেরে চাপ বাড়ল চেলসির...
একটা রান আউটই শেষ করে দিল ছন্দ, মেলবোর্ন টেস্টে তীব্র চাপে ভারত ...
বিরাটকে বিদ্রুপ অজি সমর্থকদের, মাঠে ঢুকে পড়ল দর্শকও, চরম বিরক্ত কোহলি...
আলবার্তোর জোড়া গোল, হাফ টাইমে পিছিয়ে পড়েও পাঞ্জাব বধ মোহনবাগানের...
তৈরি হয়েছে বিতর্ক, কাটা গিয়েছে ম্যাচ-ফি, এত কাণ্ডের পরেও মেলবোর্নে নাচছেন কোহলি, ব্যাপারটা কী?...
কনস্টাসের উত্থানের পিছনে রয়েছেন এক বাঙালি কোচ, জেনে নিন খবরের ভিতরের খবর...
বুমরা-সিরাজকে ব্যাট হাতে তুলোধোনা, বাবার এই ভুল কঠিন লড়াইয়ের জন্য তৈরি করে দিয়েছিল কনস্টাসকে...
অভিষেক টেস্টের প্রথম বলেই উইকেট, ইতিহাসের পাতায় নাম লেখালেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ...
'আকাশ পথে প্রেম করেছি...', সিন্ধু-ভেঙ্কটের ভালবাসার গল্প হার মানাবে সিনেমাকেও...
বক্সিং ডে টেস্ট কেবল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডেই আয়োজিত হয় কেন? জেনে নিন আসল কারণ ...
মেলবোর্নে কোহলির বড়দিন, অনুষ্কার সঙ্গে ক্যাফেতে, হাঁটলেন ব্যস্ত রাস্তায়, ভিডিও ভাইরাল ...
'একদল নির্বোধ ১৮ বছর বয়সে আমাকে দলে নিয়েছিল', ১৯ বছরের কনস্টাসের অভিষেকের আগে বার্তা কামিন্সের ...
সান্তা সাজে ক্যাপ্টেন কুল, বক্সিং ডে টেস্টের আগে বিরাটরা কী উপহার চাইলেন মাহির কাছে?...