মঙ্গলবার ২২ অক্টোবর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | কৃষি বিশ্ববিদ্যালয়ের গাড়িতে গাঁজা পাচার, মুর্শিদাবাদে পুলিশের হাতে ধৃত ১

Pallabi Ghosh | ২০ অক্টোবর ২০২৪ ১২ : ৫৪Pallabi Ghosh


আজকাল ওয়েবডেস্ক: উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি ভাড়া করা গাড়িতে করে গাঁজা পাচার করার সময় রবিবার সকালে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার পুলিশের হাতে গ্রেপ্তার হলেন ওই বিশ্ববিদ্যালয়ের এক চুক্তিভিত্তিক কর্মী। 

 

রবিবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে রঘুনাথগঞ্জ থানার পুলিশ মঙ্গলজোন এলাকায় একটি ধাবার সামনে গাড়িটিকে আটক করে। জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় জানান, 'গাড়িটিতে তল্লাশি চালিয়ে ১২২ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। গাঁজা পাচারের জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত ব্যক্তি কোথায় এই গাঁজা পাচার করছিল তা তদন্ত করে দেখা হচ্ছে।' 

 

পুলিশ সূত্রে জানা গেছে -গাঁজা পাচার চক্রের সাথে জড়িত থাকার অভিযোগে ওই গাড়ির ড্রাইভার অনিল চন্দ্র দে-কে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত ব্যক্তির বাড়ি কোচবিহার জেলায়। জঙ্গিপুর পুলিশ জেলার এক আধিকারিক জানান- রবিবার সকালে তাঁরা গোপন সূত্রে খবর পান অনিল চন্দ্র দে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাড়া করা একটি গাড়ি নিজে চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা নদিয়া জেলার চাকদহ নিয়ে যাচ্ছেন। গাড়িটি ১২ নম্বর জাতীয় সড়কের উপর মঙ্গলজোন এলাকার কাছাকাছি পৌঁছালে পুলিশ সেটিকে আটক করে। এরপর গাড়িতে থাকা চারটি বস্তাতে তল্লাশি চালাতেই উদ্ধার হয় বিপুল পরিমাণ গাঁজা। 

 

পুলিশের ওই আধিকারিক জানান -প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত অনিল চন্দ্র দে স্বীকার করেছেন তিনি নিজেই এই গাঁজা পাচার করছিলেন। চাকদহের কোনও এক ব্যক্তির হাতে এই গাঁজা তার তুলে দেওয়ার কথা ছিল। উদ্ধার হওয়া গাঁজার মূল্য আন্তর্জাতিক বাজারে প্রায় ৫০ লক্ষ টাকা বলে পুলিশ সূত্রে জানা গেছে।  

 

পুলিশ আরও জানতে পেরেছে -যে গাড়িটিতে গাঁজা পাচার করা হচ্ছিল তা উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের এক আধিকারিক ব্যবহার করেন। গাড়িটির মালিক অনিলের পরিবারের এক সদস্য। অনিলবাবু নিজে ওই কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন চুক্তিভিত্তিক কর্মী। 

 

পুলিশ সূত্রে জানা গেছে- গাড়িটি থেকে যে গাঁজা উদ্ধার হয়েছে সম্প্রতি তা উত্তর-পূর্ব ভারতের একটি রাজ্য থেকে পাচার হয়ে কোচবিহার জেলাতে এসেছিল। এরপর অনিলবাবু এক ব্যক্তির কাছ থেকে ওই গাঁজা কিনে নিজে চাকদহ এলাকার এক ব্যক্তির কাছে পাচার করার চেষ্টা। করছিলেন। ধৃত ব্যক্তিকে আজই পুলিশি হেফাজতের আবেদন করে জঙ্গিপুর আদালতে পেশ করা হচ্ছে।


#Murshidabad# Crime News# West Bengal



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

আসছে ঘূর্ণিঝড় ‌‘‌ডানা’!‌ কবে ল্যান্ডফল?‌ দুর্যোগে বাংলার কতটা ক্ষতি হতে পারে জানুন ক্লিক করে ...

নৈহাটিতে বাম প্রার্থী সিপিআই (এম এল) লিবারেশনের, শরিক পিছু একটি করে আসন বরাদ্দ প্রার্থী তালিকায় ...

আসছে ‘‌দানা’‌, সতর্ক প্রশাসন, জারি একাধিক নির্দেশিকা...

বিয়ে করব বলে গৃহবধূকে ডেকে এনে ক্ষুর মেরে পালাল প্রেমিক...

রাজ্যের উদ্যোগে শুরু হল আবাস যোজনার সমীক্ষার কাজ...

ঘূর্ণিঝড় ডানা-র গতি হতে পারে অবিশ্বাস্য! আবহাওয়া দপ্তরের কথা চমকে দেবে, কোথায় আছড়ে পড়বে ঝড়?...

প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লার বোন মেরিনা কুজুর যোগ দিলেন তৃণমূলে ...

'ফারাক্কা মাঙ্গো গে তো চির দেঙ্গে': তৃণমূল বিধায়কের হুমকি, কার উদ্দেশ্যে বললেন এই কথা?...

মাদারিহাট বিধানসভার উপনির্বাচনে জয় নিশ্চিত করতে বানারহাটের পিছিয়ে থাকা এলাকায় ভোট প্রচার শুরু তৃণমূলের...

ফের ধসের ঘটনায় আতঙ্ক ছড়াল পাণ্ডবেশ্বর এলাকায়, কর্তৃপক্ষের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ ...

পেঁদিয়ে বের করে দেওয়া হবে, দলের 'গ্রুপবাজ' নেতা-কর্মীদের সতর্ক করলেন বিধায়ক ...

নর্দমায় কিছু নড়ছে, কাছে যেতেই বোঝা গেল চিতাবাঘের বাচ্চা, চাঞ্চল্য এলাকায়...

হাড়োয়ায় কে হচ্ছেন তৃণমূলের প্রার্থী? পছন্দের তালিকায় রয়েছে এই নাম...

থানা ঘেরাও কর্মসূচি পালন করতে গিয়ে নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়ল কংগ্রেস...

ফের বিশ্বমঞ্চে সম্মানিত বাংলা, বিশেষ পুরস্কার সুন্দরবনের দুগ্ধ সমবায় সংস্থাকে...



সোশ্যাল মিডিয়া



10 24