শুক্রবার ২২ নভেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | Murshidabad: মুর্শিদাবাদের লোহরপুরে ফের শুরু ভয়াবহ ভাঙন, কয়েক ঘণ্টায় তলিয়ে গেল পরপর পাঁচটি বাড়ি

Pallabi Ghosh | ২৪ আগস্ট ২০২৪ ১৮ : ১৮Pallabi Ghosh


আজকাল ওয়েবডেস্ক: শুক্রবারের পর শনিবারও গঙ্গা নদীর ভয়াবহ ভাঙন অব্যাহত থাকল মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ ব্লকে। শুক্রবার চাচন্ড গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উত্তর চাচন্ড গ্রামে গঙ্গা নদীর ভাঙনে নদী গর্ভে তলিয়ে যায় একটি বাঁশ ঝাড় সহ কয়েকশো মিটার চাষের জমি এবং বাগান। ওই গ্রামে নদী ভাঙনের কবলে পড়ে গৃহহীন হওয়ার অপেক্ষায় দিন গুনছে বেশ কিছু পরিবার। 

 

উত্তর চাচন্ড গ্রামে ভাঙন প্রতিরোধের কাজ শুরু হওয়ার আগেই শনিবার সকাল থেকে প্রতাপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লোহরপুর গ্রামে শুরু হয়েছে গঙ্গা নদীর ভয়াবহ ভাঙন। আজ সকাল সাড়ে দশটা থেকে শুরু হওয়া এই ভাঙনে দুপুর দু'টোর মধ্যে নদী গর্ভে তলিয়ে গেছে কমপক্ষে পাঁচটি বাড়ির সহ প্রায় ১০০ মিটারের বেশি চাষের জমি এবং বাগান। গঙ্গা নদীর ভাঙন আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে এই আশঙ্কাতে ইতিমধ্যেই ওই গ্রামে বাড়িঘর ভেঙে নিরাপদ স্থানে সরে যাওয়ার শুরু করেছে বেশ কিছু পরিবার। 

 

প্রসঙ্গত, গত কয়েক বছর ধরে মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ এবং ফরাক্কার ব্লকে গঙ্গা নদীর ভাঙন ভয়াবহ রূপ ধারণ করেছে। ইতিমধ্যে প্রতাপগঞ্জ, ধানঘড়া, শিবপুর, চাচন্ড সহ একাধিক এলাকায় গঙ্গা নদীর ভাঙনে গৃহহীন হয়ে পড়েছেন কয়েক হাজার পরিবার। রাজ্য সরকার প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে সামশেরগঞ্জ ব্লকে গঙ্গা নদীর ভাঙন প্রতিরোধের কাজ শুরু করলেও বর্ষা এসে যাওয়াতে সেই কাজ এই মুহূর্তে এক প্রকার বন্ধ রয়েছে। 

 

স্থানীয় সূত্রে জানা গেছে- গঙ্গা নদীর 'আপ স্ট্রিম'এ বেশ কিছু এলাকায় গত কয়েকদিন ধরে বৃষ্টিপাত বেশি হওয়াতে গঙ্গা নদী এই মুহূর্তে সামশেরগঞ্জ ব্লকে বিপদ সীমার কাছাকাছি দিয়ে বইছে। তার ফলে ভাঙন ভয়াবহ রূপ নিয়েছে। গত প্রায় ১৫ দিন আগে লোহরপুর গ্রামে একপ্রস্ত নদী ভাঙন হওয়ার পর কিছুদিন সেখানে ভাঙন বন্ধ ছিল। শনিবার সকাল থেকে ফের একবার নতুন করে ভাঙন শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। 

 

রেক্সোনা বিবি নামে ওই গ্রামের এক বাসিন্দা বলেন, 'আজ সকালে কেউ কিছু বোঝার আগেই পাঁচটি বাড়ি পরপর নদী গর্ভে তলিয়ে গেছে। এই গ্রাম ছেড়ে অন্য কোথাও গিয়ে থাকার আমাদের জায়গা নেই। ঘরের সমস্ত জিনিসপত্র নদীগর্ভে তলিয়ে গেছে। কী খাব, কোথায় যাব কিছুই জানি না। প্রশাসনের তরফ থেকে এখনও কোনও সহায়তা মেলেনি।' 

 

পঞ্চায়েত প্রধান বলেন, 'আপাতত পাঁচটি বাড়ি নদী গর্ভে তলিয়ে যাওয়ার খবর আমরা পেয়েছি। তবে যে দ্রুততার সাথে নদী জনবসতির দিকে এগিয়ে আসছে তাতে আরও কিছু বাড়িঘর , চাষের জমি এবং বাগান নদী গর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা করছি। ভাঙন ঠেকানোর জন্য জরুরি ভিত্তিতে বাঁশের বেড়া তৈরি করে এবং বাঁশ ফেলে তা প্রতিরোধ করার চেষ্টা চলছে।' 


#Murshidabad #West Bengal #River Erosion #Monsoon



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

অর্ডার দিয়েও দেখা নেই খাবারের, জানতে চাইলে দোকানদারের ঘুষিতেই মাথা ফাটল খরিদ্দারের...

হাত বাড়ালেন বিডিও, বিশেষভাবে সক্ষম মহিলাদের স্বনির্ভর করে তুলতে খুলে দেওয়া হল দোকান...

‘ডাক্তারবাবু এই সাপ আমায় কামড়েছে’, বর্ধমানে বিষাক্ত রাসেল’স ভাইপার নিয়ে হাসপাতালে হাজির যুবক...

দুর্নীতি নিয়ে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, দুর্গাপুরে গ্রেপ্তার দুই তৃণমূল নেতা...

মালদায় রিল বানাতে গিয়ে পিস্তল থেকে মাথায় গুলি, ঘটনাস্থলেই মৃত্যু স্কুলপড়ুয়ার, গ্রেফতার এক বন্ধু...

দাউদাউ করে জ্বলছে রিষড়া ওয়েলিংটন জুট মিল, ঘটনাস্থলে দমকল...

বাড়ির ছাদে হঠাৎ বিকট শব্দ! তড়িঘড়ি ছুটে গিয়ে মহিলা দেখলেন রক্তে ভাসছে ছাদ, তারপর যা হল.......

ব্যাগে রাখা টাকা না পেয়ে স্কুলেই পড়ুয়াদের পোশাক খুলিয়ে মার শিক্ষিকার...

শিশু সচেতনতায় চুঁচুড়া ট্রাফিক গার্ডের অভিনব উদ্যোগ...

দার্জিলিং থেকে যাচ্ছিলেন সান্দাকফু, পূরণ হল না শখ, মাঝরাস্তায় মৃত্যু কলকাতার পর্যটকের...

নিজের ঘরেই ডাকাতির ছক, কারণ জানাজানি হতেই চরম পরিণতি ব্যক্তির...

বরাদ্দ পাঠিয়েছে সরকার, তবু মজুরি পাননি গ্রাম উন্নয়ন কর্মীরা, মিনাখাঁয় তালাবন্দি বিডিও ...

৩০০টাকা দৈনিক উপার্জনেই কামাল দেখালেন বাংলার ছেলে, নিট পরীক্ষার ফল দেখে চমকে গেল দেশ...

বন্ধ করে দেওয়া হল সাতটি নার্সিংহোম, ৮৭টি নার্সিংহোমে পাঠানো হল নোটিশ, কড়া পদক্ষেপ স্বাস্থ্য দপ্তরের ...

বাড়ির কাছেই উন্মত্ত বাইসনের তাণ্ডব, মৃত্যু হল একজনের, আহত এক ...



সোশ্যাল মিডিয়া



08 24