শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Sumit | ২০ আগস্ট ২০২৪ ১৮ : ৪৫Sumit Chakraborty
অতীশ সেন, ডুয়ার্স : তক্ষক পাচারের সময় বনদপ্তরের হাতে গ্রেপ্তার হলেন দুজন। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযানে নেমে আলিপুরদুয়ার জেলার কুঞ্জনগর ইকো পার্কের কাছ থেকে এই দুজনকে সোমবার রাতে বনকর্মীরা হাতেনাতে ধরে ফেলে। বেআইনি বন্যপ্রাণী ব্যবসায় জড়িত এই দুই অভিযুক্তকে মঙ্গলবার দুপুরে আলিপুরদুয়ারের এসিজেএম আদালতে তোলা হয়।
বনদপ্তরের পক্ষ থেকে জানা গিয়েছে জলদাপাড়া জাতীয় উদ্যান সংলগ্ন এলাকায় বন্যপ্রাণী পাচারের একটি চক্র কিছুদিন ধরে সক্রিয় হয়ে উঠেছিল। বনদপ্তরের আধিকারিকেরা এদের উপর নজর রাখছিলেন। কিছু ব্যক্তি বিলুপ্তপ্রায় তক্ষক পাচারের চেষ্টা করছে এমন খবরের ভিত্তিতে তারা কুঞ্জনগর এলাকায় অভিযানে নামেন। দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানোর সময় তাদের কাছ থেকে একটি জীবন্ত তক্ষক উদ্ধার হয়। এরপরই তাঁদের গ্রেফতার করা হয়।
জানা গিয়েছে ধৃতেরা হলেন আলিপুরদুয়ার জেলার ফালাকাটা থানার বড়াইতাড়ি গ্রামের বাসিন্দা কাজি সৈকত আলম এবং ফালাকাটা থানারই মায়রাডাঙা গ্রামের বাসিন্দা আশরাফ আলি। জানা গিয়েছে, ধৃতরা দুজনেই আগে থেকে বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপে লিপ্ত ছিল এবং কাজি সৈকত আলম এর আগেও জলদাপাড়া বন্যপ্রাণী বিভাগে বন্যপ্রাণী সংক্রান্ত মামলায় জড়িত ছিলেন। তোকে গেকো বা তক্ষক হল গিরগিটি প্রজাতির একটি বিপন্ন বন্যপ্রাণী। এটি প্রধানত দক্ষিণ-পূর্ব এশিয়া এবং ভারতের উত্তর-পূর্বাঞ্চলে পাওয়া যায়। কীটপতঙ্গ নিয়ন্ত্রণ সহ বিভিন্ন কারণে প্রাকৃতিক পরিবেশে এরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারত সহ নেপাল, ভুটান ও বাংলাদেশে এই প্রাণীটির পাচারের একটি আন্তর্জাতিক চক্র দীর্ঘদিন ধরেই সক্রিয়। এটি 'ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশান অফ নেচার' বা আই.ইউ.সি.এন-এর লাল তালিকাভুক্ত না হলেও ভারতীয় বন্যপ্রাণী সংরক্ষণ আইন ১৯৭২-এর সিডিউল ১ তালিকাভুক্ত অতি বিরল প্রজাতির প্রাণী। যার ফলে এই প্রাণীকে ধরা, মারা বা তার ব্যবসা করা আইনত দণ্ডনীয় অপরাধ।
২০২২ সালের সংশোধনের মাধ্যমে 'তোকে গেকো'কে 'কনভেনশন অন ইন্টারন্যাশনাল ট্রেড ইন ইনডেনজারড স্পিসিস অফ ওয়াইল্ড ফনা অ্যান্ড ফ্লোরা' বা সি.আই.টি.ই.এস এর তালিকাভুক্ত করা হয়েছে। এই সংস্থাটি আন্তর্জাতিক ব্যবসার সুরক্ষিত প্রাণীদের রক্ষা ও আইনি সুরক্ষা প্রদানের কাজ করে থাকে। কঠোর আইন থাকা সত্বেও সহজে প্রচুর মুনাফার লোভে চোরা কারবারিরা পাচারের কাজে জড়িয়ে পড়ছে বলে মনে করা হচ্ছে। মনে করা হয় চিনের বাজারে 'ট্রাডিশনাল' বা পরম্পরাগত ওষুধ তৈরির জন্য গেকোর মারাত্মক চাহিদা রয়েছে।
পাশাপাশি এদের ত্বক ও পায়ের পাতার জলনিরোধক ও চটচটে বৈশিষ্ট্য গবেষণার ক্ষেত্রেও ব্যবহৃত হচ্ছে। বনদপ্তরের কর্মীরা একটি বিষয় লক্ষ্য করেছেন যে তক্ষক বা গেকো সব সময়েই জীবন্ত ও অক্ষত অবস্থাতেই পাচার করা হয়৷ ১১-১২ ইঞ্চি লম্বা একটি ২০০ থেকে ৩০০ গ্রাম ওজনের গেকোর আন্তর্জাতিক চোরা বাজারে ৫০ থেকে ৮০ লক্ষ টাকার মতোও দাম হতে পারে বলে মনে করা হয়। তক্ষকের সংরক্ষণ ও পাচার রুখতে প্রশাসনের তৎপরতার পাশাপাশি অপরাধ দমনে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধির প্রয়োজন রয়েছে।
#alipurduar#geko#arrest
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
কালনায় ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল তিন জনের, গুরুতর আহত এক...
মাদক মিশিয়ে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগ ডাক্তারের বিরুদ্ধে, আগাম জামিন চাইতে গিয়ে জুটলো জেল ...
অভিষেক ব্যানার্জির নাম করে কালনার পুর-চেয়ারম্যানকে ফোনে হুমকি! ৫ লাখ দাবি, গ্রেফতার ৩ ...
কেমন আছেন স্নাতকোত্তর চিকিৎসকরা? খোঁজ নিতে হাসপাতালে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি ...
নিজের বন্দুক দিয়ে মাথায় গুলি করে আত্মঘাতী বিএসএফ জওয়ান, মাথাভাঙার ঘটনা...
বর্ষ শেষে দু'দিন বন্ধ থাকবে যশোর রোড, ভোগান্তির আশঙ্কা...
মুর্শিদাবাদে রেল লাইনে 'নাশকতার' ছক! ধৃত ২ যুবক ...
বড়দিনের রাতে বেপরোয়া গাড়ি, দোকান ভেঙে পরপর ধাক্কা বাইক-সাইকেলে, গতির বলি দুই...
আদিবাসী সংস্কৃতিকে তুলে ধরতে ফ্যাশন শো, র্যাম্পে হাঁটলেন রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডি...
বড়দিনে ছাড়িয়ে গেল এবছরের সব রেকর্ড, আলিপুর থেকে দার্জিলিংয়ের চিড়িয়াখানা, কত ভিড় হল জানেন?...
বড়দিনে ঘরে মোবাইল ফোনের সঙ্গে নয়, সময় কাটুক মাঠে ,অভিনব উদ্যোগ তৃণমূল বিধায়কের ...
অশান্তি-উত্তেজনার মাঝেই বড়দিনের শুভেচ্ছা বিনিময় ভারত-বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর...
বড়দিনের ‘উপহার’ নিতে গিয়ে প্রৌঢ়ের হাতে ধর্ষিতা নাবালিকা...
মুর্শিদাবাদ ভাগের দাবি, এবার সুর চড়াচ্ছে অরাজনৈতিক সংগঠন...
আমাদের স্কুলে কেন পাঠাচ্ছেন না? ছাত্রী সংখ্যা কমে যাওয়ায় বাড়ি বাড়ি গিয়ে প্রশ্ন শিক্ষিকাদের ...
বন দপ্তরের দেওয়া টোপ নয়, জিনাতের পছন্দ গ্রামের পোষা ছাগল ...
চুঁচুড়ায় টেনিস কোর্টের উদ্বোধন, খেলোয়াড়দের জন্য রয়েছে একাধিক সুব্যবস্থা ...