আজকাল ওয়েবডেস্ক: অফিসে হোক বা বন্ধুদের আড্ডায়, কথা বলার সময় সচেতন বা অসচেতনভাবে আপনি কী হাত ভাঁজ করে পিঠের দিকে রাখেন? কিংবা স্বামী বিবেকানন্দের মতো হাত সামনে ভাঁজ করে রেখে কথা বলেন? আপনি কী জানেন আপনার দাঁড়ানোর ভঙ্গী থেকেই উল্টো দিকের মানুষটি বলে দিতে পারেন আপনি মানুষ হিসেবে আসলে কেমন? কিংবা আপনার ব্যক্তিত্ব কেমন? অবাক হচ্ছেন? তাহলে জানুন, কী বলছে গবেষণা।
আসলে, আমাদের হাঁটা, বসা, খাবার খাওয়ার ধরন, কথা বলার ধরন এই সবকিছুর মধ্যেই প্রতিফলিত হয় আমাদের ব্যক্তিত্ব। দাবি গবেষণার।
আপনি যখন একটি হাতের তালু পিঠের দিকে রেখে অন্য হাত দিয়ে সেটি স্পর্শ করেন তখন সেটিকে বলে ক্রস আর্ম টেকনিক। বিশেষজ্ঞদের মতে, দাঁড়ানোর এই ভঙ্গীর মাধ্যমে আপনার আত্মবিশ্বাস ফুটে ওঠে। প্রকাশ পায়, আপনি একজন স্বাধীনচেতা মানুষ। আপনি নির্ভীক।
অফিসে আপনি যখন এই পশ্চারে দাঁড়িয়ে কথা বলেন, উল্টোদিকের মানুষরা ভাবেন যে কোনও পরিস্থিতিতেই আপনি শান্ত থেকে মোকাবিলা করতে পারেন। যে কোনও বিষয় নিয়ে প্রতিক্রিয়া জানানোর আগে আপনি একাগ্র হয়ে ওঠেন বিষয়টির সঙ্গে।
কিন্তু এই আর্ম টেকনিকের আবার দুটো ভাগ আছে। দুটো হাতের তালু একসঙ্গে পিঠের ওপর রাখার পরিবর্তে আপনি যদি একটি বাহু অন্য হাত দিয়ে ধরেন তখন আবার আপনার ব্যক্তিত্বের অন্য দিক ফুটে ওঠে। প্রকাশ পায় আপনার সাবমিসিভ দিক। কোনও কিছু নিয়ে আপনি উদ্বেগে রয়েছেন। বা কোনও পরিস্থিতি নিয়ে আপনি আত্মবিশ্বাসী নন। আপনার কমফোর্ট জোন থেকে আপনি সরে এসে বিচলিত হয়ে রয়েছেন। এবং আপনি যত দৃঢ় ভাবে আপনার হাত ধরে থাকবেন তত বেশি আপনি নার্ভাস, সেটাই প্রকাশ্যে আসবে। এই ধরনের মানুষরা খুব সহজে নিজের মনের কথা প্রকাশ্যে আনতে পারেন না।
আসলে, আমাদের হাঁটা, বসা, খাবার খাওয়ার ধরন, কথা বলার ধরন এই সবকিছুর মধ্যেই প্রতিফলিত হয় আমাদের ব্যক্তিত্ব। দাবি গবেষণার।
আপনি যখন একটি হাতের তালু পিঠের দিকে রেখে অন্য হাত দিয়ে সেটি স্পর্শ করেন তখন সেটিকে বলে ক্রস আর্ম টেকনিক। বিশেষজ্ঞদের মতে, দাঁড়ানোর এই ভঙ্গীর মাধ্যমে আপনার আত্মবিশ্বাস ফুটে ওঠে। প্রকাশ পায়, আপনি একজন স্বাধীনচেতা মানুষ। আপনি নির্ভীক।
অফিসে আপনি যখন এই পশ্চারে দাঁড়িয়ে কথা বলেন, উল্টোদিকের মানুষরা ভাবেন যে কোনও পরিস্থিতিতেই আপনি শান্ত থেকে মোকাবিলা করতে পারেন। যে কোনও বিষয় নিয়ে প্রতিক্রিয়া জানানোর আগে আপনি একাগ্র হয়ে ওঠেন বিষয়টির সঙ্গে।
কিন্তু এই আর্ম টেকনিকের আবার দুটো ভাগ আছে। দুটো হাতের তালু একসঙ্গে পিঠের ওপর রাখার পরিবর্তে আপনি যদি একটি বাহু অন্য হাত দিয়ে ধরেন তখন আবার আপনার ব্যক্তিত্বের অন্য দিক ফুটে ওঠে। প্রকাশ পায় আপনার সাবমিসিভ দিক। কোনও কিছু নিয়ে আপনি উদ্বেগে রয়েছেন। বা কোনও পরিস্থিতি নিয়ে আপনি আত্মবিশ্বাসী নন। আপনার কমফোর্ট জোন থেকে আপনি সরে এসে বিচলিত হয়ে রয়েছেন। এবং আপনি যত দৃঢ় ভাবে আপনার হাত ধরে থাকবেন তত বেশি আপনি নার্ভাস, সেটাই প্রকাশ্যে আসবে। এই ধরনের মানুষরা খুব সহজে নিজের মনের কথা প্রকাশ্যে আনতে পারেন না।
