মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

কলকাতা | Kolkata: ইঁদুরে কেটে দিচ্ছে শিকড়, ঝোড়ো হাওয়ায় গাছ পড়ছে কলকাতায়

Kaushik Roy | ১০ জুন ২০২৪ ১৩ : ১৬Kaushik Roy


কাকলি মুখোপাধ্যায়: ইঁদুরের উপদ্রবে জেরবার তিলোত্তমা। কলকাতার বড় বড় সৌধ, সেতু, ফুটপাথ ইঁদুর-বাহিনীর আক্রমণে ফোঁপরা, কোনওটা বা ধসে যাওয়ার ঝুঁকি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। বাদ পড়েনি কলকাতা পুরভবনও। ইঁদুর মাটি ফোঁপরা করে দিচ্ছে, কেব্ল কেটে দিচ্ছে। কলকাতার বেশ কয়েকটি প্রধান রাজপথের ফুটপাথ অসমান, উঁচুনিচু হয়ে গিয়েছে, কারণ তার নীচের জমি খেয়ে ফেলেছে ইঁদুর। রেহাই পাননি কলকাতার মেয়রও। কিছুদিন আগে নিজের বাড়ির সোফাতে ইঁদুর বসবাসের কথা জানিয়েছিলেন মেয়র। শহরে এত গাছ পড়ে যাওয়ার পিছনেও রয়েছে ইঁদুর। মাটির নিচে গাছের শিকড় কেটে দিচ্ছে মূষিকবাহিনী। এই তথ্য সামনে আসতে রীতিমতো মাথায় হাত কলকাতা পুরসভার। ঘরে–বাইরে অসম শক্তিশালী ইঁদুর মোকাবিলায় চিন্তায় পুর প্রশাসন। ইঁদুর মারা তো দুরস্ত। ইঁদুরের হাত থেকে কলকাতাকে রক্ষার পথ খুঁজছে পুরসভা। একদিকে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বৃক্ষরোপন উৎসব। হাজার হাজার গাছ লাগানো হচ্ছে। আর অন্যদিকে চারা গাছ গুল্ম থেকে মহীরুহ হয়ে উঠতেই ইঁদুরের দাঁতের কবলে পড়ে যাচ্ছে শিকড়। তাই গাছের উচ্চতা বেধে দেওয়ার পরিকল্পনা পুরসভার। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ইঁদুরের উৎপাত থেকে শহরকে বাঁচাতে নাগরিকদের খাবারের উচ্ছিষ্ট যত্রতত্র না ফেলার পরামর্শ দেন।

তাঁর কথায়, যেখানে সেখানে খাবার ফেললে, সেটা খেতে ইঁদুর চলে আসে। রোজ সেখানে খাবার মেলায়,সেখানেই বসতি গেড়ে বসে। তাই কলকাতাকে ইঁদুর থেকে বাঁচাতে বাড়ি, হোটেল, রেস্তোরাঁ এবং সাধারন মানুষকে সর্তক হতে হবে। এক পুর আধিকারিকের কথায়, কলকাতার মেয়রের নির্দেশ যা গাছ পড়বে তার তিনগুন গাছ লাগাতে হবে। এবছর যে চারা গাছ লাগানো হচ্ছে, বছর ঘুরতে না ঘুরতে, সেই গাছ বড় হলেই চিন্তা। সামান্য ঝড়–বৃষ্টিতে ভেঙে পড়ছে গাছ। নরম কান্ড বা শক্ত কাণ্ড নয়। এতো গাছ পড়ার কারণ অনুসন্ধান করতে গিয়েই এই ইঁদুর তত্ত্ব সামনে আসে। যেসব বড় গাছের শিকড় মাটির গভীরে পৌঁছে গেছে। সেইসব গাছ যখন পড়ে যাচ্ছে, দেখা গেছে শিকড় কাটা। শিকড় ছিন্ন হয়ে গাছ আর কীভাবে ঝড়–ঝঞ্জা মোকাবিলা করবে। স্বাভাবিকভাবেই গাছগুলো পড়ে যাচ্ছে। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, শহরে ১০–১১ ফুটের বেশি বড় গাছ রাখা হবে না। অর্থাৎ গাছের বৃদ্ধি একটা জায়গায় ধরে রাখতে হবে। তাহলে গাছটা বিশাল আকার নিতে পারবে না। এতে ওই গাছ পড়ে বড় দূর্ঘটনা এড়ানো যেতে পারে। আর শিকড়ও মাটির বেশি গভীরে যেতে পারবে না। তাই এবার গাছ লাগানোর ক্ষেত্রে বিশেষজ্ঞদেরও মাটি, জায়গার পাশাপাশি ‘ইঁদুর কাটা’র বিষয়টিও মাথায় রেখে তালিকা তৈরি করতে হবে। পুরনো খুব মূল্যবান যেসব গাছ পড়ে যায়। সেগুলোকে প্রতিস্থাপন করে ধরে রাখার চেষ্টা করা হয়। সেক্ষেত্রেও ভাবতে হবে। ইঁদুর এমন এক শত্রু যাকে দমন করা প্রায় দুরূহ হয়ে উঠেছে। শহরের সবুজ বাঁচাতে তাই এই ভাবনা পুরসভার।




বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর

পড়ুয়াদের দক্ষ ও শিল্পমুখী করে তোলার বিশেষ প্রচেষ্টা এসএনইউ’‌র ...

কালীঘাটে মমতার বাড়িতে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে হল বৈঠক, মিলল সমাধান?‌ ...

প্লাবিত এলাকা নিয়ে চিন্তিত মমতা, দিলেন এই নির্দেশ ...

সরকার এবং ডাক্তারদের নিঃশর্ত আলোচনা জরুরি, নয়তো নৈরাজ্যের পথে চলে যাবে পশ্চিমবঙ্গ...

চিকিৎসকদের শর্ত মানল রাজ্য, কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠকে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা...

বিশ্বকর্মা পুজোর দিন কম চলবে মেট্রো, জেনে নিন সময়সূচি ...

ফের খাস কলকাতার হাসপাতালে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেপ্তার ১...

তিন ঘণ্টা অপেক্ষা করলেন মুখ্যমন্ত্রী, লাইভ স্ট্রিমিংয়ে অনড় চিকিৎসকরা, হল না বৈঠক ...

আরজি কর কাণ্ডে নয়া মোড়, ধর্ষণ, খুনের মামলায় গ্রেপ্তার সন্দীপ ঘোষ সহ দুই ...

হাতজোড় করে বলছি ভেতরে এসো, বাইরে দাঁড়িয়ে ভিজ না, জুনিয়র ডাক্তারদের প্রতি আবেদন মুখ্যমন্ত্রীর...

পুজোর মুখে বিস্ফোরণে কেঁপে উঠল কলকাতা, কাগজ কুড়োতে গিয়ে হাত উড়ল একজনের...

'দিদি' মুখ্যমন্ত্রীর সঙ্গে বসতে চেয়ে জুনিয়র ডাক্তারদের ই-মেল, কালীঘাটে বৈঠকে ডাকলেন মুখ্যসচিব...

সঞ্জয় রাজি নয়, তাই নারকো টেষ্টের আবেদন খারিজ করল‌ আদালত ...

‘জুনিয়র ডাক্তারদের ধর্নাস্থলে হামলার ছক’, তৃণমূলকে ভিলেন বানানোর চেষ্টা বলে দাবি করলেন কুণাল...

সরকারি হাসপাতালে বিনা চিকিৎসায় মৃত্যু, ২ লক্ষ টাকা করে অর্থ সাহায্য করবে রাজ্য সরকার ...

বেলঘড়িয়ায় ডেলিভারি সংস্থার কর্মীদের ওপর হামলা , মাথা ফাটল ৩ জনের, গুরুতর আহত আরও ৩ ...

স্কুলের উদ্দেশে বেরিয়েছিল, আচমকা অসুস্থ ৪ বছরের খুদে, হাসপাতালে মৃত ঘোষণা ...



সোশ্যাল মিডিয়া



06 24