SNU

বুধবার ২৬ জুন ২০২৪

সম্পূর্ণ খবর

MAMATA: গ্যারান্টির নাম করে ফোর টোয়েন্টির কথা বলছে বিজেপি: মমতা

Sumit | ২৪ মে ২০২৪ ১৩ : ০৫


আজকাল ওয়েবডেস্ক: রায়দিঘির সভামঞ্চ থেকে ফের একবার বিজেপিকে সরাসরি আক্রমণ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। তিনি বলেন, ‘বিজেপি মিথ্যা কথা বলছে। গ্যারান্টির নাম করে ফোর টোয়েন্টির কথা বলছে বিজেপি। শুধু মিথ্যা কথা। ১০০ দিনের কাজের টাকা দেয়নি। আমরা দিয়েছি। যে পাকা বাড়ির ছবি দেখাচ্ছে তা-ও মিথ্যা। মিথ্যাবাদীর দল। ১১ লক্ষ পাকা বাড়ি আমরা বানিয়ে দেব।’
১০০ দিনের বকেয়া নিয়ে রায়দিঘির সভা থেকেও কেন্দ্রীয় সরকারকে তোপ দাগেন মমতা। তিনি বলেন, ‘কাড়ি কাড়ি টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা চলছে। কিন্তু ১০০ দিনের কাজের জন্য কেন্দ্রের কাছে টাকা নেই।’
রায়দিঘির সভা থেকে মমতা বলেন, ‘এবারের নির্বাচনে দেখছি বিজেপির মিথ্যা কথা বলার সংখ্যাও আরও বেশি বেড়ে গিয়েছে। কাগজে বিজ্ঞাপন দিয়ে যে ছবিগুলো দেখাচ্ছে তা আসল নয়। সব ক’টা মিথ্যা কথার বিজ্ঞাপন দেওয়া হচ্ছে।’
বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। সেবিষয়ে মমতা বলেন, ‘আমরা সুন্দরবন জেলার জন্য নতুন মাস্টারপ্ল্যান তৈরি করছি। আমরা প্রায় ২০ কোটি ম্যানগ্রোভ গাছ লাগিয়েছি। প্রতি বছর এখানে সাইক্লোন হবেই। আমরা এখানে অনেক ফ্লাড সেল তৈরি করেছি। যাতে সাইক্লোন পরিস্থিতি তৈরি হলে পরিবারদের সরিয়ে আনে প্রশাসন।’
মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বাপি হালদারকে পাশে নিয়ে জোড়াফুল চিহ্নে ভোট দেওয়ার আহ্বান জানান মমতা। 







বিশেষ খবর

নানান খবর

Advertise with us

সোশ্যাল মিডিয়া



SNU