বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

লোকসভা নির্বাচন ২০২৪ | MAMATA: রাজ্যপালকে না সরিয়ে, সন্দেশখালি নিয়ে মিথ্যাচার করছেন: মমতা

Sumit | ১২ মে ২০২৪ ১৪ : ৩১Sumit Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: ব্যারাকপুরের মাটি থেকে রবিবার সন্দেশখালি নিয়ে তৃণমূল সরকারকে বিঁধেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই ব্যারাকপুরের মাটি থেকেই মোদিকে উত্তর দিলেন রাজ্যের তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। সন্দেশখালির প্রসঙ্গ তুলে ধরে মোদিকে তোপ মমতার। তিনি বলেন, ‘‘এখনও সন্দেশখালি নিয়ে মিথ্যে কথা বলে যাচ্ছেন। সন্দেশ তো আপনার জন্য অপেক্ষা করছে। সন্দেশ হচ্ছে, দেশের খবর কী? মোদি হারছেন, মোদি বিদায় নিচ্ছেন।’
এদিন মমতা বলেন, ‘‘মোদি নাকি ব্যারাকপুর থেকে কিছু গ্যারান্টি দিয়েছেন শুনলাম। বলেছেন, ক্যা মতুয়াদের করতেই হবে। গায়ের জোরে হবে না। আপনার লজ্জা করে না, আপনি মতুয়াদের অধিকার কাড়তে এসেছেন? মতুয়া ভাই-বোনদের গায়ে হাত দিলে আমার গায়ে হাত দেওয়া হবে।’’
এদিনের সভা থেকে ফের একবার রাজ্যপাল প্রসঙ্গ উঠে আসে তৃণমূল সুপ্রিমোর গলায়। তিনি বলেন, ‘‘প্রধানমন্ত্রীর প্রতিনিধি রাজভবনে লাটুসাহেব। মেয়েরা যেতে পারছে না ভয়ে। আমি সংবিধান সঙ্কটে পড়ে গিয়েছি। কারণ আমার প্রযোজন থাকলে রাস্তায় কথা বলতে হবে। কিন্তু রাজভবনে ঢুকতে পারছি না। এই রাজ্যপালের যে সব কীর্তি-কেলেঙ্কারি প্রকাশ পাচ্ছে, সেই কারণে। কী প্রধানমন্ত্রী, আপনার উচিত ছিল না তাঁকে পদত্যাগ করিয়ে সরিয়ে নেওয়ার।’
রবিবার জোড়া সভা বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রথম সভা আমডাঙায়। ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের সমর্থনে সভা করেন তিনি।






বিশেষ খবর

নানান খবর

নানান খবর



সোশ্যাল মিডিয়া



05 24