শুক্রবার ২২ নভেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

TheArcArt

লোকসভা নির্বাচন ২০২৪ | Mamata Banerjee: 'ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিয়ে ক্ষমতায় আনবে তৃণমূলই': মমতা

Kaushik Roy | ২৮ এপ্রিল ২০২৪ ১৫ : ১৭Kaushik Roy


আজকাল ওয়েবডেস্ক: "বাংলায় আমাদের কোনো জোট নেই। বাংলায় বিজেপির বিরুদ্ধে তৃণমূল একা লড়ছে এবং লড়বে।" মালদা দক্ষিণে সুজাপুরের জনসভা থেকে বাংলায় কংগ্রেসের সঙ্গে জোট এবং ইন্ডিয়া জোটের ভূমিকা সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিন সভায় আসা কর্মীদের উদ্দেশে মমতা বলেন, "বিধানসভা নির্বাচনে আপনারা ঢেলে ভোট দিয়েছিলেন বলেই বিজেপি-কে রুখে দিয়েছিলাম আমরা। এবারও আপনাদের বলব, আপনারাই পারেন বিজেপির রথকে রুখে দিতে। পরিষ্কার ভাবে বলে দিই, কংগ্রেস বাংলায় জিতবে না। অন্য জায়গায় জিতবে। যেখানে আমাদের ক্ষমতা আছে, আমরাও সাহায্য় করছি। কিন্তু বাংলায় নয়।"

বিধানসভায় যারা একটিও আসন পায়নি সেই কংগ্রেসকে লোকসভায় দুটি আসন দেওয়ার কথা হযেছিল এমনটাও জানান মমতা। বলেন, "বাংলায় সিপিএমের সঙ্গে কংগ্রেসের জোট হয়েছে। ওরা আসন ভাগাভাগি করেছে। আমি কংগ্রেস নেতৃবৃন্দকে দু"টি আসন দিতে চেয়েছিলাম। বলেছিলাম, সিপিএমের সঙ্গে জোট না করতে। কিন্তু ওরা কথা শোনেনি।" শুধু রাজ্যেই নয় জাতীয় স্তরেও এবার ক্ষমতায় আসবে সেই ইন্ডিয়া জোটই। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর বক্তব্য, এই ইন্ডিয়া জোট তৈরি করেছি আমি, নামটাও আমি দিয়েছি। যা দেখে মোদি থরথর করে কাঁপেন। তৃণমূলই নেতৃত্ব দিয়ে ইন্ডিয়াকে ক্ষমতায় আনবে। অন্য কোনও দল নয়।"




বিশেষ খবর

নানান খবর

নানান খবর



সোশ্যাল মিডিয়া



04 24