রবিবার ২৯ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Sumit | ২৪ এপ্রিল ২০২৪ ১৭ : ২৩Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: কনৌজ থেকে লড়বেন অখিলেশ যাদব। জানিয়ে দিলেন সমাজবাদী পার্টির নেতা রাম গোপাল যাদব। বৃহস্পতিবার নিজের মনোনয়ন দাখিল করবেন অখিলেশ যাদব। রাম গোপাল যাদব এদিন বলেন, কনৌজ থেকেই লড়বেন অখিলেশ। এনিয়ে আর কোনও সন্দেহ নেই। যদিও সমাজবাদী পার্টি জানিয়ে দিয়েছে অখিলেশ যাদবের ভাইপো প্রতাপ যাদব কনৌজ থেকে লড়বেন। তবে তাকে ছাপিয়ে গিয়ে রাম গোপালের এই দাবিতে কিছুটা অস্বস্তিতে পড়েছে সমাজবাদী পার্টি। এবিষয়ে অখিলেশ যাদবকে প্রশ্ন করা হলে তিনি বলেন, যখন কনৌজ থেকে মনোনয়ন জমা দেওয়া হবে তখন সকলেই প্রার্থীকে চিনতে পারবেন। কনৌজ এক ঐতিহাসিক আসন। এর গুরুত্ব অনেক। অখিলেশ আরও বলেন, ভারতবাসী মনস্থির করে নিয়েছে ইন্ডিয়া জোটকে জেতাবে। তাঁরাই ক্ষমতায় আসবে। এই ভোটের পর বিজেপি ইতি হাস হয়ে যাবে।