শনিবার ২৮ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

লোকসভা নির্বাচন ২০২৪ | Amit Shah: বাংলায় ৩০-র বেশি আসনের টার্গেট, বালুরঘাটে প্রথম প্রচারে এসে বললেন শাহ

Pallabi Ghosh | ১০ এপ্রিল ২০২৪ ১৪ : ০৩Pallabi Ghosh


আজকাল ওয়েবডেস্ক: "যতদূর চোখ যাচ্ছে, ততদূর শুধু মানুষ নজরে পড়ছে। ভিড় দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে, ভোট শেষ হয়ে গেছে।", বালুরঘাটের সভায় উপস্থিত হয়ে এভাবেই বিজেপির কর্মী, সমর্থকদের আত্মবিশ্বাস বাড়ালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
বুধবার রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের কেন্দ্র থেকে বাংলায় প্রথম প্রচার শুরু করলেন অমিত শাহ। জনসভায় বক্তব্যের শুরুতেই মমতার গ্যারান্টির তুলনায় মোদির গ্যারান্টিকে এগিয়ে রাখলেন তিনি। তাঁর দাবি, ভারত এগিয়ে চললেও, বাংলা এখনও পিছিয়ে। কারণ কেন্দ্রের সব সুবিধা রাজ্য সরকারের কারণে সাধারণ মানুষের কাছে পৌঁছয় না। মোদিকে জেতানোর মানে "সোনার বাংলা"র স্বপ্ন পূরণ হবেই।
চব্বিশের লোকসভা নির্বাচনে রাজ্যে বিজেপির কটি আসনের লক্ষ্য? আজকের সভায় তাও ঘোষণা করলেন শাহ। তাঁর কথায়, "২০১৯ সালের ১৮টি আসন থেকে এবার বাংলায় ৩০টির বেশি আসন পেতে হবে। তবেই দেশে ৩৭০ আসন পার করবে বিজেপি।" সিএএ ইস্যু ঘিরে শাহের বক্তব্য, "অনুপ্রবেশকারীরাই দিদির ভোট ব্যাঙ্ক। অনুপ্রবেশ বন্ধ করতে পারবেন মমতা দিদি? বিজেপি অসমে অনুপ্রবেশ বন্ধ করেছে। এবার বাংলায় ক্ষমতায় এলে অনুপ্রবেশ বন্ধ হবে। বাংলার সব শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে। তবুও কেন সবাইকে ভুল বোঝানো হচ্ছে?"
ভোটের আগে সন্দেশখালি এবং সম্প্রতি ভূপতিনগরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপর হামলার ঘটনা ঘিরেও সরব হন তিনি। এদিনের সভায় বললেন, "সন্দেশখালির মতো লজ্জাজনক ঘটনা নিয়েও রাজনীতি করছে দিদি! তৃণমূলের দুষ্কৃতীদের ধরতে গেলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপর বারবার আক্রমণ করা হচ্ছে। ভূপতিনগরে যারা বিস্ফোরণ ঘটাল, তাদের আড়াল করছে রাজ্য সরকার। হাইকোর্টের নির্দেশে এনআইএ তদন্ত করছে। ভূপতিনগরের ঘটনায় কোনও দুষ্কৃতী ছাড় পাবে না। দোষীদের জেলে যেতেই হবে। সবাইকে উল্টো ঝুলিয়ে সোজা করা হবে।"




বিশেষ খবর

নানান খবর

নানান খবর





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



04 24