রবিবার ২৯ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ০৫ এপ্রিল ২০২৪ ১৭ : ৩৪Pallabi Ghosh
পল্লবী ঘোষ, ঠাকুরনগর: মতুয়া ধর্ম মহামেলায় প্রথমবার ১৪৪ ধারা জারি! "আদৌ ঢুকতে পারব মেলায়? কামনাসাগরে পুণ্যস্নান সারতে পারব?" বনগাঁ লোকালে বসে আলোচনা করছিলেন কয়েকজন। রাত পোহালেই ঠাকুরনগরে মহামেলা শুরু। সমস্ত জেলা থেকে মতুয়ারা ঠাকুরবাড়িমুখী। কিন্তু বারুনি মেলায় যাওয়ার আনন্দ কারও চোখেমুখে দেখা যাচ্ছে না। বরং লোকসভা নির্বাচনের আগে ধর্মীয় মেলায় রাজনীতির রঙ লাগায়, যথেষ্ট ক্ষুব্ধ তাঁরা। শুধু কি বাংলার? মহারাষ্ট্র, কর্ণাটক, ছত্তিশগড়, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, এমনকী বাংলাদেশ, মায়ানমার থেকেও ভক্ত সমাগম হয় ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে। ঠাকুরবাড়ির প্রাঙ্গণে পৌঁছে দেখা গেল, ডাঙ্কা, কাঁসর, করতালের আওয়াজের মাঝে আদতেই থমথমে পরিবেশ।
দিন কয়েক আগেই কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী ও বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর অভিযোগ করেছিলেন, মমতাবালা ঠাকুর মেলা বন্ধ করতে ১৪৪ ধারা জারি করার জন্য প্রশাসনের কাছে আবেদন করেছেন। মেলায় ভক্তদের উচ্ছ্বাসে যাতে ভাঁটা পড়ে, তার জন্যেই এই পদক্ষেপ বলে অভিযোগ ছিল তাঁর। কিন্তু এই "মিথ্যে" অভিযোগ করে মেলা নিয়ে শান্তনু রাজনীতি করতে চাইছেন বলে পাল্টা সরব হলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর।
শুক্রবার সকালে তুমুল ব্যস্ততার মাঝেই মমতাবালা ঠাকুর বললেন, "এটা সম্পূর্ণ মিথ্যে অভিযোগ। ১৪৪ ধারা কোথাও জারি নেই। কয়েকজন দুষ্কৃতী, যারা মেলায় ঢুকে দোকানদারদের হেনস্থা করে, ভাঙচুর করে, গণ্ডগোল করে বিশৃঙ্খলা সৃষ্টি করে, তেমন কয়েকজনের বিরুদ্ধে পদক্ষেপ করতে প্রশাসনকে আবেদন করেছি। মেলা শান্তিপূর্ণ করাই লক্ষ্য আমার।" তাঁর সংযোজন, "এটা রাজনীতির জায়গা নয়। ভক্ত আর ভগবানের মহামিলনের জায়গা এটা। আসলে ডাঙ্কার আওয়াজে অনেকের রাজনৈতিক উদ্দেশ্য চাপা পড়ে যায়। কয়েকদিনের জন্য দূরদূরান্ত থেকে ভক্তরা ছুটে আসেন। সেই আনন্দ কেউ কেউ মাটি করতে উঠেপড়ে লেগেছে।"
বনগাঁর মহকুমা শাসক ঊর্মি দে বিশ্বাস জানালেন, "ঠাকুরনগরের মেলা শান্তিপূর্ণ, সুষ্ঠুভাবে করতে, কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কর্তৃপক্ষের তরফে ১৪৪ ধারার আবেদন জমা পড়েছে। তবে এখনও জারি করা হয়নি। পরিস্থিতি দেখে পদক্ষেপ করা হবে।"
অন্যদিকে শান্তনু ঠাকুর এখনও নিজের জায়গায় অনড়। আজকাল ডট ইনকে সোজাসাপ্টা বললেন, "১৪৪ ধারার আবেদন করা হয়েছে। এটা মিথ্যে অভিযোগ তো নয়। এর উত্তর ভক্তরা দেবেন। এখন আর কিছু বলব না। সবটাই আদালতে গিয়ে বলব।"
ভিন্ন রাজনৈতিক মতাদর্শের কারণে বহু আগেই ঠাকুরবাড়িতে বিভাজনের রেখা তৈরি হয়েছিল। সিএএ লাগু হতেই শান্তনু আর মমতাবালা ঠাকুরের বিবাদ চরমে ওঠে। সিএএ চালু হওয়ার পর এই প্রথম মতুয়া ধর্ম মহামেলা হচ্ছে। ভোটের মুখে মতুয়াদের মন পেতে, রাজনীতিও কম হচ্ছে না। ঠাকুরবাড়ির দুই সদস্যের বিবাদে কার্যত দ্বিধাবিভক্ত মতুয়া সম্প্রদায়। মিলনমেলাতেও তাই নেই আগেকার উচ্ছ্বাস।
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
পুর এলাকায় জলের ঘাটতি খুঁজতে গিয়ে, হাতেনাতে অবৈধ জলের কারবার ধরলেন স্বয়ং পুরপ্রধান...
শনিবার শেষ হচ্ছে পৌষ মেলা, মেলায় কতজন গ্রেপ্তার হল জানেন? ...
বচসার জেরে চলন্ত বাসের স্টিয়ারিং ঘুরিয়ে দিল অন্য বাসের চালক, ভয়াবহ দুর্ঘটনা ইসলামপুরে...
কালিম্পংয়ে অগ্নিকাণ্ড, ভস্মীভূত একাধিক বাড়ি ও দোকান, দমকল ও সেনার সহায়তায় আগুন নিয়ন্ত্রণে...
জিনাতের পাশাপাশি বাড়তি মাথাব্যাথা এবার দলমার দামালরা, সতর্ক বনদপ্তর...
প্রথম থেকে পঞ্চম শ্রেণীর পরীক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন, একাধিক রদবদলের কথা জানাল প্রাথমিক শিক্ষা পর্যদ...
নাগাল মিলছে না জিনাতের, পুরুলিয়ার মানুষ শিউরে উঠছেন ২০১৫-এর কথা মনে করে ...
নেই চিকিৎসক, কম্পাউন্ডারই রোগী দেখেন সাহেবখালি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ...
কীরকম ছিল সুলতানি আমলের স্নানাগার? উত্তর পেতে যেতে হবে মালদায়...
অনুপ্রবেশ হতে পারে সীমান্তের এই ১০টি গ্রাম দিয়ে, আশঙ্কায় মুড়ে দেওয়া হল সিসিটিভি ক্যামেরায়...
অভিষেক ব্যানার্জির নাম করে কালনার পুর-চেয়ারম্যানকে ফোনে হুমকি! ৫ লাখ দাবি, গ্রেফতার ৩ ...
কেমন আছেন স্নাতকোত্তর চিকিৎসকরা? খোঁজ নিতে হাসপাতালে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি ...
নিজের বন্দুক দিয়ে মাথায় গুলি করে আত্মঘাতী বিএসএফ জওয়ান, মাথাভাঙার ঘটনা...
বর্ষ শেষে দু'দিন বন্ধ থাকবে যশোর রোড, ভোগান্তির আশঙ্কা...
মুর্শিদাবাদে রেল লাইনে 'নাশকতার' ছক! ধৃত ২ যুবক ...