সোমবার ২৫ নভেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | EXCLUSIVE: ঠাকুরনগরের মেলায় '১৪৪ ধারা'র আবেদন, শান্তনু-মমতাবালা বিবাদে মতুয়াদের উচ্ছ্বাসে ভাঁটা

Pallabi Ghosh | ০৫ এপ্রিল ২০২৪ ১৭ : ৩৪Pallabi Ghosh


পল্লবী ঘোষ, ঠাকুরনগর: মতুয়া ধর্ম মহামেলায় প্রথমবার ১৪৪ ধারা জারি! "আদৌ ঢুকতে পারব মেলায়? কামনাসাগরে পুণ্যস্নান সারতে পারব?" বনগাঁ লোকালে বসে আলোচনা করছিলেন কয়েকজন। রাত পোহালেই ঠাকুরনগরে মহামেলা শুরু। সমস্ত জেলা থেকে মতুয়ারা ঠাকুরবাড়িমুখী। কিন্তু বারুনি মেলায় যাওয়ার আনন্দ কারও চোখেমুখে দেখা যাচ্ছে না। বরং লোকসভা নির্বাচনের আগে ধর্মীয় মেলায় রাজনীতির রঙ লাগায়, যথেষ্ট ক্ষুব্ধ তাঁরা। শুধু কি বাংলার? মহারাষ্ট্র, কর্ণাটক, ছত্তিশগড়, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, এমনকী বাংলাদেশ, মায়ানমার থেকেও ভক্ত সমাগম হয় ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে। ঠাকুরবাড়ির প্রাঙ্গণে পৌঁছে দেখা গেল, ডাঙ্কা, কাঁসর, করতালের আওয়াজের মাঝে আদতেই থমথমে পরিবেশ।
দিন কয়েক আগেই কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী ও বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর অভিযোগ করেছিলেন, মমতাবালা ঠাকুর মেলা বন্ধ করতে ১৪৪ ধারা জারি করার জন্য প্রশাসনের কাছে আবেদন করেছেন। মেলায় ভক্তদের উচ্ছ্বাসে যাতে ভাঁটা পড়ে, তার জন্যেই এই পদক্ষেপ বলে অভিযোগ ছিল তাঁর। কিন্তু এই "মিথ্যে" অভিযোগ করে মেলা নিয়ে শান্তনু রাজনীতি করতে চাইছেন বলে পাল্টা সরব হলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর।
শুক্রবার সকালে তুমুল ব্যস্ততার মাঝেই মমতাবালা ঠাকুর বললেন, "এটা সম্পূর্ণ মিথ্যে অভিযোগ। ১৪৪ ধারা কোথাও জারি নেই। কয়েকজন দুষ্কৃতী, যারা মেলায় ঢুকে দোকানদারদের হেনস্থা করে, ভাঙচুর করে, গণ্ডগোল করে বিশৃঙ্খলা সৃষ্টি করে, তেমন কয়েকজনের বিরুদ্ধে পদক্ষেপ করতে প্রশাসনকে আবেদন করেছি। মেলা শান্তিপূর্ণ করাই লক্ষ্য আমার।" তাঁর সংযোজন, "এটা রাজনীতির জায়গা নয়। ভক্ত আর ভগবানের মহামিলনের জায়গা এটা। আসলে ডাঙ্কার আওয়াজে অনেকের রাজনৈতিক উদ্দেশ্য চাপা পড়ে যায়। কয়েকদিনের জন্য দূরদূরান্ত থেকে ভক্তরা ছুটে আসেন। সেই আনন্দ কেউ কেউ মাটি করতে উঠেপড়ে লেগেছে।"
বনগাঁর মহকুমা শাসক ঊর্মি দে বিশ্বাস জানালেন, "ঠাকুরনগরের মেলা শান্তিপূর্ণ, সুষ্ঠুভাবে করতে, কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কর্তৃপক্ষের তরফে ১৪৪ ধারার আবেদন জমা পড়েছে। তবে এখনও জারি করা হয়নি। পরিস্থিতি দেখে পদক্ষেপ করা হবে।"
অন্যদিকে শান্তনু ঠাকুর এখনও নিজের জায়গায় অনড়। আজকাল ডট ইনকে সোজাসাপ্টা বললেন, "১৪৪ ধারার আবেদন করা হয়েছে। এটা মিথ্যে অভিযোগ তো নয়। এর উত্তর ভক্তরা দেবেন। এখন আর কিছু বলব না। সবটাই আদালতে গিয়ে বলব।"
ভিন্ন রাজনৈতিক মতাদর্শের কারণে বহু আগেই ঠাকুরবাড়িতে বিভাজনের রেখা তৈরি হয়েছিল। সিএএ লাগু হতেই শান্তনু আর মমতাবালা ঠাকুরের বিবাদ চরমে ওঠে। সিএএ চালু হওয়ার পর এই প্রথম মতুয়া ধর্ম মহামেলা হচ্ছে। ভোটের মুখে মতুয়াদের মন পেতে, রাজনীতিও কম হচ্ছে না। ঠাকুরবাড়ির দুই সদস্যের বিবাদে কার্যত দ্বিধাবিভক্ত মতুয়া সম্প্রদায়। মিলনমেলাতেও তাই নেই আগেকার উচ্ছ্বাস।




বিশেষ খবর

নানান খবর

নানান খবর

ঠিক যেন সিনেমা, গৃহকর্তার নাম ধরে ডেকে ভয়ানক কাণ্ড ঘটালো ডাকাতদল...

সাগরে গভীর নিম্নচাপ, হু-হু করে নামছে পারদ, চলতি সপ্তাহে বাংলায় কেমন থাকবে আবহাওয়া?...

'কাউকে কিছু বোলো না মা, ভালো থেকো', অভিনব কায়দায় ডাকাতি করে চম্পট দিল দুষ্কৃতীরা ...

দাউদাউ করে জ্বলছে আগুন, সিঙ্গুরের কারখানায় পুড়ে ছাই সব...

ব্যর্থতা মেনে নিতে হবে, ইগো ছেড়ে, ইন্ডিয়া জোটের নেত্রী হিসেবে মমতা ব্যানার্জিকে সামনে আনা উচিত : কল্যাণ...

রাজ্যে অপরাধের সঙ্গে আবারও পাওয়া গেল বিহার যোগ, তৃণমূল নেতা খুনে গ্রেপ্তার আরও এক ...

টিউশন পরতে বেরিয়ে দুই বান্ধবীতে নিখোঁজ, মর্মান্তিক পরিণতি শুনে চমকে উঠবেন...

বাড়ি থেকে উধাও চার বছরের শিশু, খুঁজতে তৎপর পুলিশ, ওড়ানো হল ড্রোন...

মন্ত্রীর সঙ্গে সফল বৈঠক, কমতে চলেছে আলুর দাম জানিয়ে দিলেন ব্যবসায়ীরা...

দীক্ষা দেব বলে শিষ্যাকে নির্জন ঘরে নিয়ে গেল গুরু, তারপরই যা ঘটল...

রাতের অন্ধকারে গায়েব গৃহপালিত প্রাণী, বাঘ নাকি অন্য কিছু, আতঙ্কে ঘুম উড়েছে ডানকুনির বাসিন্দাদের...

চালু হওয়ার পরেও মিলছে না বর্ধিত মজুরি, হতাশায় বিক্ষোভ মুর্শিদাবাদের বিড়ি শ্রমিকদের...

'ছবি ছড়িয়ে দেওয়া হবে', প্রতিবাদ করায় জুটল মারধর, নাবালিকার পরিণতি শুনলে শিউরে উঠবেন...

কংশাল ছুৎমার্গ ছেড়ে নকশালদের সঙ্গে সিপিএমের জোট, মনে ধরল কি ভোটারদের? উত্তর মিলবে শনিবার...

সরকারি জমিতে লাইন দিয়ে তৈরি হয়েছে দোকানঘর, পঞ্চায়েত প্রধানকে শোকজ করলেন বিডিও...

অর্ডার দিয়েও দেখা নেই খাবারের, জানতে চাইলে দোকানদারের ঘুষিতেই মাথা ফাটল খরিদ্দারের...

হাত বাড়ালেন বিডিও, বিশেষভাবে সক্ষম মহিলাদের স্বনির্ভর করে তুলতে খুলে দেওয়া হল দোকান...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



04 24