সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

লোকসভা নির্বাচন ২০২৪ | Sadananda Gowda: ভোটের ময়দান থেকে সরে দাঁড়ালেন সদানন্দ গৌড়া

Riya Patra | ২১ মার্চ ২০২৪ ১৯ : ৪১Riya Patra


বীরেন ভট্টাচার্য, নয়া দিল্লি: দলে শুদ্ধিকরণের বার্তা দিয়ে ভোটের ময়দান থেকে সরে দাঁড়ালেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ডিভি সদানন্দ গৌড়া। একইসঙ্গে বিজেপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। বেঙ্গালোর উত্তর কেন্দ্রের সাংসদ ছিলেন সদানন্দ গৌড়া। যদিও এবার তাঁর জায়গায় টিকিট দেওয়া হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী শোভা করন্দাজেকে। তাঁর আসনে অন্য জনকে টিকিট দেওয়ার সিদ্ধান্তে তিনি অত্যন্ত মর্মাহত বলে জানিয়েছে সদানন্দ গৌড়া। বৃহস্পতিবার সাংবাদিকদের তিনি জানান, দলে শুদ্ধিকরণের জন্য কাজ করবেন তিনি।

তিনি বলেন, "আমার জায়গায় অন্য জনকে টিকিট দেওয়ার বিজেপির সিদ্ধান্তে আমি মর্মাহত। যখন বেঙ্গালোর উত্তর কেন্দ্রের প্রার্থী ঘোষণা করা হল, শহরে সর্বত্র এই নিয়ে আলোচনা শুরু হয়ে যায়।" তিনি বলেন, "দলের ব্যবহারের প্রতি আমি অত্যন্ত মর্মাহত। তবে বিজেপির জন্য কাজ করে যাব। বিজেপি দল আমায় সবকিছু দিয়েছে। আমার লক্ষ্য বিজেপির জন্য কাজ করা এবং দলের মধ্যে স্বচ্ছতা আনা। শুধুমাত্র সদানন্দ গৌড়াই এই স্বচ্ছতা আনতে পারে।" সদানন্দ গৌড়া বলেন, "দলের মধ্যে অনেক শুদ্ধিকরণ করার রয়েছে। যদিও সেগুলি প্রতিবন্ধকার মধ্যে রয়েছে। যিনি রাজ্যে দায়িত্বে রয়েছেন, তাঁর দিশা সঠিক নেই।" কংগ্রেসে যোগ দেওয়া প্রসঙ্গে তিনি জানান, "আমায় কংগ্রেসের তরফে দলে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে আমি কংগ্রেসে যোগ দিচ্ছি না।"




বিশেষ খবর

নানান খবর

নানান খবর





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



03 24