শনিবার ২৮ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | Farakka: ভোট বয়কটের ডাক, ফারাক্কার রামনগরে পোস্টার

Riya Patra | ১৮ মার্চ ২০২৪ ১৪ : ০৫Riya Patra


আজকাল ওয়েবডেস্ক: গরম পড়তেই পানীয় জলের হাহাকার দেখা দিয়েছে মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের বেওয়া-২ গ্রাম পঞ্চায়েতের রামনগর গ্রামে। প্রশাসনের বিভিন্ন স্তরে দীর্ঘদিন ধরে আবেদন জানিয়েও পর্যাপ্ত পানীয় জল না পাওয়ায় এবার লোকসভা নির্বাচন বয়কটের ডাক, পোস্টার পড়ল গ্রামের দেওয়ালে দেওয়ালে। ভোট বয়কটের ডাক দিয়ে রবিবার রাতের অন্ধকারে কেউ বা কারা গ্রামের বিভিন্ন এলাকায় পোস্টার লাগিয়েছে। সোমবার সকালে গ্রামবাসীরা সেই সমস্ত পোস্টারগুলি দেখতে পান। মুর্শিদাবাদের ফারাক্কা ব্লক মালদা (দক্ষিণ) লোকসভা কেন্দ্রের অন্তর্গত। 
রামনগর গ্রামের বাসিন্দা শরমা মন্ডল নামে এক মহিলা বলেন, "আজ সকালে আমরা গ্রামের বিভিন্ন প্রান্তে ভোট বয়কটের ডাক দিয়ে পোস্টার দেখতে পেয়েছি। গ্রামে পানীয় জলের অভাব এবং আবাস যোজনায় দুর্নীতির জন্য এই পোস্টারগুলি পড়েছে।"
তাঁর অভিযোগ, "এই এলাকার সরকারি কলগুলি দিয়ে দীর্ঘদিন ধরে পর্যাপ্ত জল পড়ে না। গ্রাম পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে স্থানীয় পঞ্চায়েত সদস্য সকলেই গোটা ঘটনাটি জানেন। প্রায় এক বছরের বেশি সময় ধরে গ্রামে জলকষ্ট তীব্র আকার ধারণ করেছে। কিন্তু কোনও রাজনৈতিক দল আমাদের সমস্যার সমাধান করেনি। তাই আমরা ভোট বয়কটের ডাককে সমর্থন করছি।" 
মৌসুমি মন্ডল নামে অপর এক বাসিন্দা বলেন, "গ্রামের মাত্র একটি কল থেকে ২০০ পরিবার জল সংগ্রহ করে। ঘরের কাজের জন্য আমরা প্রয়োজনীয় জল পাই না। উপরন্ত গরম পড়তেই পানীয় জলের সঙ্কট তীব্র আকার ধারণ করেছে।"
তিনি আরও বলেন, "জাফরগঞ্জ থেকে পিএইচই গ্রামে জল সরবরাহ করে। কিন্তু সেই জল কখন আসবে এবং কতক্ষন থাকবে কেউ জানে না। তাই আমরা সকলে লোকসভা ভোট বয়কটের ডাককে সমর্থন করছি।" 
ফারাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম বলেন, "যে গ্রামে ভোট বয়কটের ডাক দেওয়া হয়েছে সেখানে বামেদের এক পঞ্চায়েত সদস্য রয়েছেন। তিনি এলাকার কোনও কাজ করেন না এবং আবাস যোজনা দুর্নীতিতেও তাঁর নাম জড়িয়েছে।" 
তৃণমূল বিধায়ক বলেন, "ফারাক্কার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে এলাকায় জল সমস্যা দূর করার জন্য ইতিমধ্যেই রাজ্য সরকার প্রায় ৩০০ কোটি টাকা বরাদ্দ করেছে। এর মধ্যে বেওয়া -১ এবং বেওয়া-২ গ্রাম পঞ্চায়েত এলাকায় ইতিমধ্যে প্রায় দেড়শ কোটি টাকা ব্যয়ে জল প্রকল্পের কাজ শুরু হয়েছে। প্রকল্পের কাজ শেষ হলে ওই এলাকায় পানীয় জলের সমস্যা দূর হবে।" তৃণমূল বিধায়ক গ্রামবাসীদের ভোট বয়কটের ডাক থেকে সরে আসার আবেদন জানান।




বিশেষ খবর

নানান খবর

নানান খবর

শনিবার শেষ হচ্ছে পৌষ মেলা, মেলায় কতজন গ্রেপ্তার হল জানেন? ...

বচসার জেরে চলন্ত বাসের স্টিয়ারিং ঘুরিয়ে দিল অন্য বাসের চালক, ভয়াবহ দুর্ঘটনা ইসলামপুরে...

কালিম্পংয়ে অগ্নিকাণ্ড, ভস্মীভূত একাধিক বাড়ি ও দোকান, দমকল ও সেনার সহায়তায় আগুন নিয়ন্ত্রণে...

জিনাতের পাশাপাশি বাড়তি মাথাব্যাথা এবার দলমার দামালরা, সতর্ক বনদপ্তর...

লেগেছে ঘুমপাড়ানি গুলি, জিনাত কি শেষপর্যন্ত ঘুমালো? অপেক্ষায় বনদপ্তর...

প্রথম থেকে পঞ্চম শ্রেণীর পরীক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন, একাধিক রদবদলের কথা জানাল প্রাথমিক শিক্ষা পর্যদ...

নাগাল মিলছে না জিনাতের, পুরুলিয়ার মানুষ শিউরে উঠছেন ২০১৫-এর কথা মনে করে ...

নেই চিকিৎসক, কম্পাউন্ডারই রোগী দেখেন সাহেবখালি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ...

কীরকম ছিল সুলতানি আমলের স্নানাগার? উত্তর পেতে যেতে হবে মালদায়...

অনুপ্রবেশ হতে পারে সীমান্তের এই ১০টি গ্রাম দিয়ে, আশঙ্কায় মুড়ে দেওয়া হল সিসিটিভি ক্যামেরায়...

অভিষেক ব্যানার্জির নাম করে কালনার পুর-চেয়ারম্যানকে ফোনে হুমকি! ৫ লাখ দাবি, গ্রেফতার ৩ ...

কেমন আছেন স্নাতকোত্তর চিকিৎসকরা? খোঁজ নিতে হাসপাতালে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি ...

নিজের বন্দুক দিয়ে মাথায় গুলি করে আত্মঘাতী বিএসএফ জওয়ান, মাথাভাঙার ঘটনা...

বর্ষ শেষে দু'দিন বন্ধ থাকবে যশোর রোড, ভোগান্তির আশঙ্কা...

মুর্শিদাবাদে রেল লাইনে 'নাশকতার' ছক! ধৃত ২ যুবক ...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



03 24